তথ্য ও নথিপত্র জালিয়াতি করে প্রায় ২০ বছর ধরে নিউজিল্যান্ডে বসবাস করেছেন বাংলাদেশি দম্পতি। কিন্তু শেষ রক্ষা হয়নি। দুই দশক পরে হলেও তাদের জারিজুরি ফাঁস হয়ে গেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। এই দম্পতির বিরুদ্ধে অভিবাসন ও পরিচয় জালিয়াতির ৪০টি অভিযোগ আনা হয়েছে।
নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের অপর সদস্যের পরিচয় ব্যবহার করে, তথ্য জালিয়াতি করে ভিসা নিয়ে নিউজিল্যান্ডে কাজ করতে থাকেন ওই দম্পতি এবং শেষ পর্যন্ত নাগরিকত্বও পেয়ে যান। কিন্তু প্রতারণা ধরা পড়ার পর তাদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়। স্থানীয় একটি আদালত তাদের দোষী সাব্যস্ত করেছে।
বাংলাদেশি ওই দম্পতি হলেন—জাহাঙ্গীর আলম ও তাজ পারভীন শিল্পী। তাদের বিরুদ্ধে নিউজিল্যান্ডের অভিবাসন বিভাগের ছয় বছরের তদন্তের পর অভিযোগ আনা হয়। অকল্যান্ড জেলা আদালতে ১৩ দিন ধরে চলা বিচার শেষে গত শুক্রবার আলম ও শিল্পীকে দোষী সাব্যস্ত করা হয়।
তদন্তকারীরা আদালতকে জানিয়েছেন, আলম তাঁর ভাইয়ের পরিচয় ব্যবহার করে নিউজিল্যান্ডে ভিজিটর ভিসা পান এবং দেশটিতে প্রবেশ করেন। পরে তিনি একটি ওয়ার্ক পারমিট, রেসিডেন্স ভিসা এবং শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের নাগরিকত্ব ও দুটি নিউজিল্যান্ডের পাসপোর্ট পান।
আলম তাঁর স্ত্রী শিল্পীর ১৪টি অভিবাসন পারমিট ও ভিসার আবেদন এবং তাঁর মায়ের জন্য একটি আবেদনের সমর্থনে এই পরিচয় ব্যবহার করেন। দম্পতি জানতেন যে, আলম নিউজিল্যান্ডের অভিবাসন বিভাগের কাছে ওই আবেদনগুলো করার সময় তাঁর আসল পরিচয় লুকানোসহ অন্যান্য মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করছেন।
নিউজিল্যান্ডের অভিবাসন তদন্ত বিভাগের মহাব্যবস্থাপক স্টিভ ওয়াটসন বলেন, ‘এই দোষী সাব্যস্ত হওয়ার মাধ্যমে একটি শক্তিশালী বার্তা পাঠানো হলো যে, অভিবাসন নিউজিল্যান্ডকে প্রতারণামূলক তথ্য প্রদান সহ্য করা হবে না।’
ওয়াটসন আরও বলেন, ‘এ ধরনের অপরাধ অভিবাসন ব্যবস্থার মূলে আঘাত করে, এর সততা নষ্ট করে। আমরা আশা করি—আবেদনকারীরা ভিসা পাওয়ার জন্য বা নিউজিল্যান্ডে প্রবেশের অনুমতি পাওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করে তা দেখানোর জন্য সৎ সাহস দেখাবেন ও সম্পূর্ণ তথ্য প্রদান করবেন।’
ওয়াটসন আরও বলেন, ‘যারা নিউজিল্যান্ড অভিবাসন বিভাগকে মিথ্যা তথ্য দেয়, তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে এবং তাদের জবাবদিহির আওতায় আনা হবে।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের তদন্ত অত্যন্ত জটিল। আমি আমাদের নিবেদিত তদন্ত দলের জন্য অবিশ্বাস্যভাবে গর্বিত, যারা এই মামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে অভিবাসন ব্যবস্থা জুড়ে কাজ করেছে এবং অবশেষে ছয় বছর পর আদালতে নিয়ে এসেছে।’
নিউজিল্যান্ডের অভিবাসন বিভাগের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা এই অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত করতে, আরও অপরাধ সংঘটিত হওয়া ঠেকাতে এবং শেষ পর্যন্ত আলম ও শিল্পীকে জবাবদিহির আওতায় আনতে সক্ষম হয়েছি।’
আলমের আসল নাম ও জন্ম তারিখ জানা যায়নি। একইভাবে, তিনি কেন তাঁর আসল পরিচয় গোপন করেছিলেন তাও অজানা। উল্লেখ্য, আলম ও শিল্পীর সাজা ঘোষণা করা হবে আগামী ২২ মে।
তথ্য ও নথিপত্র জালিয়াতি করে প্রায় ২০ বছর ধরে নিউজিল্যান্ডে বসবাস করেছেন বাংলাদেশি দম্পতি। কিন্তু শেষ রক্ষা হয়নি। দুই দশক পরে হলেও তাদের জারিজুরি ফাঁস হয়ে গেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। এই দম্পতির বিরুদ্ধে অভিবাসন ও পরিচয় জালিয়াতির ৪০টি অভিযোগ আনা হয়েছে।
নিউজিল্যান্ডের সংবাদমাধ্যম নিউজিল্যান্ড হেরাল্ডের প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারের অপর সদস্যের পরিচয় ব্যবহার করে, তথ্য জালিয়াতি করে ভিসা নিয়ে নিউজিল্যান্ডে কাজ করতে থাকেন ওই দম্পতি এবং শেষ পর্যন্ত নাগরিকত্বও পেয়ে যান। কিন্তু প্রতারণা ধরা পড়ার পর তাদের বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়। স্থানীয় একটি আদালত তাদের দোষী সাব্যস্ত করেছে।
বাংলাদেশি ওই দম্পতি হলেন—জাহাঙ্গীর আলম ও তাজ পারভীন শিল্পী। তাদের বিরুদ্ধে নিউজিল্যান্ডের অভিবাসন বিভাগের ছয় বছরের তদন্তের পর অভিযোগ আনা হয়। অকল্যান্ড জেলা আদালতে ১৩ দিন ধরে চলা বিচার শেষে গত শুক্রবার আলম ও শিল্পীকে দোষী সাব্যস্ত করা হয়।
তদন্তকারীরা আদালতকে জানিয়েছেন, আলম তাঁর ভাইয়ের পরিচয় ব্যবহার করে নিউজিল্যান্ডে ভিজিটর ভিসা পান এবং দেশটিতে প্রবেশ করেন। পরে তিনি একটি ওয়ার্ক পারমিট, রেসিডেন্স ভিসা এবং শেষ পর্যন্ত নিউজিল্যান্ডের নাগরিকত্ব ও দুটি নিউজিল্যান্ডের পাসপোর্ট পান।
আলম তাঁর স্ত্রী শিল্পীর ১৪টি অভিবাসন পারমিট ও ভিসার আবেদন এবং তাঁর মায়ের জন্য একটি আবেদনের সমর্থনে এই পরিচয় ব্যবহার করেন। দম্পতি জানতেন যে, আলম নিউজিল্যান্ডের অভিবাসন বিভাগের কাছে ওই আবেদনগুলো করার সময় তাঁর আসল পরিচয় লুকানোসহ অন্যান্য মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করছেন।
নিউজিল্যান্ডের অভিবাসন তদন্ত বিভাগের মহাব্যবস্থাপক স্টিভ ওয়াটসন বলেন, ‘এই দোষী সাব্যস্ত হওয়ার মাধ্যমে একটি শক্তিশালী বার্তা পাঠানো হলো যে, অভিবাসন নিউজিল্যান্ডকে প্রতারণামূলক তথ্য প্রদান সহ্য করা হবে না।’
ওয়াটসন আরও বলেন, ‘এ ধরনের অপরাধ অভিবাসন ব্যবস্থার মূলে আঘাত করে, এর সততা নষ্ট করে। আমরা আশা করি—আবেদনকারীরা ভিসা পাওয়ার জন্য বা নিউজিল্যান্ডে প্রবেশের অনুমতি পাওয়ার জন্য প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করে তা দেখানোর জন্য সৎ সাহস দেখাবেন ও সম্পূর্ণ তথ্য প্রদান করবেন।’
ওয়াটসন আরও বলেন, ‘যারা নিউজিল্যান্ড অভিবাসন বিভাগকে মিথ্যা তথ্য দেয়, তাদের বিরুদ্ধে তদন্ত করা হবে এবং তাদের জবাবদিহির আওতায় আনা হবে।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের তদন্ত অত্যন্ত জটিল। আমি আমাদের নিবেদিত তদন্ত দলের জন্য অবিশ্বাস্যভাবে গর্বিত, যারা এই মামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে অভিবাসন ব্যবস্থা জুড়ে কাজ করেছে এবং অবশেষে ছয় বছর পর আদালতে নিয়ে এসেছে।’
নিউজিল্যান্ডের অভিবাসন বিভাগের এই কর্মকর্তা আরও বলেন, ‘আমরা এই অপরাধমূলক কর্মকাণ্ড শনাক্ত করতে, আরও অপরাধ সংঘটিত হওয়া ঠেকাতে এবং শেষ পর্যন্ত আলম ও শিল্পীকে জবাবদিহির আওতায় আনতে সক্ষম হয়েছি।’
আলমের আসল নাম ও জন্ম তারিখ জানা যায়নি। একইভাবে, তিনি কেন তাঁর আসল পরিচয় গোপন করেছিলেন তাও অজানা। উল্লেখ্য, আলম ও শিল্পীর সাজা ঘোষণা করা হবে আগামী ২২ মে।
তিনি ইতিহাসের দিকে ইঙ্গিত করে বলেন, ‘পশ্চিমা দেশগুলো যুগের পর যুগ ধরে রাশিয়ার প্রতি অবিশ্বাস ও শত্রুতার মনোভাব পোষণ করে এসেছে। পিটার দা গ্রেটের আমল থেকেই তারা রাশিয়াকে ইউরোপীয় পরিবারে উপযুক্তভাবে স্থান দিতে চায়নি। বরং একে দুর্বল করে রাখার জন্য নানা ষড়যন্ত্র করেছে।’
৯ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের ফ্লোরিডার তরুণ উদ্যোক্তা ও আইসক্রিম দোকানের মালিক ছিলেন ২০ বছর বয়সী সাইফোল্লাহ মুসাল্লেত। সম্প্রতি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারদের হাতে নির্মমভাবে নিহত হন তিনি। তাঁর শোকবিহ্বল পরিবারের আশা—এই তরুণ যেন ‘শুধু আরেকটি সংখ্যা’ হয়ে হারিয়ে না যান।
৯ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে রাশিয়া ও চীনের মধ্যে আরআইসিকে পুনরুজ্জীবিত করার আগ্রহ বেড়েছে, বিশেষত ভারতের কোয়াড সদস্য হওয়ার পর। যুক্তরাষ্ট্র, ভারত, জাপান ও অস্ট্রেলিয়ার এই জোটকে বেইজিং মনে করে নিজেদের উত্থান ঠেকানোর জন্য গঠিত একটি জোট। এদিকে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে ঘনিষ্ঠতা...
১০ ঘণ্টা আগেসিরিয়ায় ইসরায়েলের বিমান হামলাকে কেন্দ্র করে তুরস্ক তাদের অবস্থান পরিষ্কার করেছে। নিজেদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে তুরস্ক তাদের এই অবস্থান জানিয়ে দিয়েছে। গতকাল বুধবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এই তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেছেন, আঙ্কারা আঞ্চলিক শক্তি...
১১ ঘণ্টা আগে