অনলাইন ডেস্ক
২৯ বছর পর আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্ট হিসেবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে পাকিস্তানে। এটা দেশটির জন্য সুখবরই। তবে টুর্নামেন্টের সূচনা দিনে পাকিস্তান দল সুখবর দিতে পারেনি দেশটিকে। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের ৫ উইকেটে করা ৩২০ রানের জবাব দিতে পাকিস্তান অলআউট হয়ে গেছে ২৬০ রানে। তাতে ৬০ রানে জিতেছে নিউজিল্যান্ড।
চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে অজেয় এক দল নিউজিল্যান্ড। এর আগে তিনবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে পাকিস্তান; জিততে পারেনি একবারও। হারের সেই ধারা বজায় থাকল এবারও। দিন কয়েক আগেই পাকিস্তানের মাটিতে তিন জাতি সিরিজেও পাকিস্তানকে হারিয়েছিল নিউজিল্যান্ড।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা যেমন ভালো হওয়া দরকার তেমন শুরু হয়নি পাকিস্তানের। দলীয় ২২ রানে দলের দুই ব্যাটিং নির্ভরতা সৌদ শাকিল (৬) অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে (৩) হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। যা কাটিয়ে ওঠার জন্য বড় একটা জুটির দরকার ছিল স্বাগতিকদের। নিউজিল্যান্ড ইনিংসে দুটি সেঞ্চুরি জুটি হলেও পাকিস্তান ইনিংসে একটিও সেঞ্চুরি জুটি হয়নি। বাবর আজম চতুর্থ উইকেটে আগা সালমানকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন; যা ইনিংসের সর্বোচ্চ বড় জুটি। ৪৭.২ ওভারে ২৬০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ওপেনার বাবর আজম ৯০ বলে ৬৪ রান করেন। বিপিএল মাতিয়ে পাকিস্তান দলে জায়গা করে নেওয়া খুশদিল শাহ ৪৯ বলে করেন ইনিংস সর্বোচ্চ ৬৯। ও’রুর্কি ও স্যান্টনার নিয়েছেন ৩টি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে উইল ইয়াং ও অধিনায়ক টম ল্যাথামের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২০ রান তোলে নিউজিল্যান্ড। দলীয় ৭৩ রানে ডেভন কনওয়ে (১০), কেন উইলিয়ামসন (১) ও ড্যারিল মিচেলকে (১০) ফিরে যান। এই ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরেন ইয়াংয়ের সঙ্গে ল্যাথাম। দেখে শুনে খেলে ১২৬ বলে ১১৮ রান তোলেন তাঁরা। ইয়াংয়ের বিদায়ে ভাঙে এই জুটি। আউট হওয়ার আগে ১১৩ বলে ১২টি চার ও ১টি ছয়ে ১০৭ রান করেন। ওয়ানডেতে এটি ইয়াংয়ের চতুর্থ সেঞ্চুরি। কনওয়ে আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ল্যাথাম। পঞ্চম উইকেটে গ্লেন ফিলিপসকে (৬১) নিয়ে আরেকটি সেঞ্চুরি জুটি উপহার দেন অধিনায়ক। ৭৪ বলে ১২৫ রান করেন তাঁরা।
১০৪ বলে ১১৮ রান করে অপরাজিত থাকেন ল্যাথাম। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮৪ দিন ও ৭৯ ইনিংস রানের তিন অঙ্ক ছুঁলেন। ওয়ানডেতে তাঁর অষ্টম সেঞ্চুরি ইনিংসটি ১০টি চার ও ৩টি ছয়ে সাজানো।
প্রথম ১০ ওভারে ৪৮ রান তোলা নিউজিল্যান্ড শেষ ১০ ওভারে তোলে ১১৩ রান। বল হাতে নাসিম শাহ ও হারিস রউফ নিয়েছেন ২টি করে উইকেট।
২৯ বছর পর আইসিসির বৈশ্বিক কোনো টুর্নামেন্ট হিসেবে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি হচ্ছে পাকিস্তানে। এটা দেশটির জন্য সুখবরই। তবে টুর্নামেন্টের সূচনা দিনে পাকিস্তান দল সুখবর দিতে পারেনি দেশটিকে। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের ৫ উইকেটে করা ৩২০ রানের জবাব দিতে পাকিস্তান অলআউট হয়ে গেছে ২৬০ রানে। তাতে ৬০ রানে জিতেছে নিউজিল্যান্ড।
চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের বিপক্ষে অজেয় এক দল নিউজিল্যান্ড। এর আগে তিনবার নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেছে পাকিস্তান; জিততে পারেনি একবারও। হারের সেই ধারা বজায় থাকল এবারও। দিন কয়েক আগেই পাকিস্তানের মাটিতে তিন জাতি সিরিজেও পাকিস্তানকে হারিয়েছিল নিউজিল্যান্ড।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা যেমন ভালো হওয়া দরকার তেমন শুরু হয়নি পাকিস্তানের। দলীয় ২২ রানে দলের দুই ব্যাটিং নির্ভরতা সৌদ শাকিল (৬) অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানকে (৩) হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। যা কাটিয়ে ওঠার জন্য বড় একটা জুটির দরকার ছিল স্বাগতিকদের। নিউজিল্যান্ড ইনিংসে দুটি সেঞ্চুরি জুটি হলেও পাকিস্তান ইনিংসে একটিও সেঞ্চুরি জুটি হয়নি। বাবর আজম চতুর্থ উইকেটে আগা সালমানকে নিয়ে ৫৮ রানের জুটি গড়েন; যা ইনিংসের সর্বোচ্চ বড় জুটি। ৪৭.২ ওভারে ২৬০ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ওপেনার বাবর আজম ৯০ বলে ৬৪ রান করেন। বিপিএল মাতিয়ে পাকিস্তান দলে জায়গা করে নেওয়া খুশদিল শাহ ৪৯ বলে করেন ইনিংস সর্বোচ্চ ৬৯। ও’রুর্কি ও স্যান্টনার নিয়েছেন ৩টি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে উইল ইয়াং ও অধিনায়ক টম ল্যাথামের সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২০ রান তোলে নিউজিল্যান্ড। দলীয় ৭৩ রানে ডেভন কনওয়ে (১০), কেন উইলিয়ামসন (১) ও ড্যারিল মিচেলকে (১০) ফিরে যান। এই ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরেন ইয়াংয়ের সঙ্গে ল্যাথাম। দেখে শুনে খেলে ১২৬ বলে ১১৮ রান তোলেন তাঁরা। ইয়াংয়ের বিদায়ে ভাঙে এই জুটি। আউট হওয়ার আগে ১১৩ বলে ১২টি চার ও ১টি ছয়ে ১০৭ রান করেন। ওয়ানডেতে এটি ইয়াংয়ের চতুর্থ সেঞ্চুরি। কনওয়ে আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ল্যাথাম। পঞ্চম উইকেটে গ্লেন ফিলিপসকে (৬১) নিয়ে আরেকটি সেঞ্চুরি জুটি উপহার দেন অধিনায়ক। ৭৪ বলে ১২৫ রান করেন তাঁরা।
১০৪ বলে ১১৮ রান করে অপরাজিত থাকেন ল্যাথাম। আন্তর্জাতিক ক্রিকেটে ৭৮৪ দিন ও ৭৯ ইনিংস রানের তিন অঙ্ক ছুঁলেন। ওয়ানডেতে তাঁর অষ্টম সেঞ্চুরি ইনিংসটি ১০টি চার ও ৩টি ছয়ে সাজানো।
প্রথম ১০ ওভারে ৪৮ রান তোলা নিউজিল্যান্ড শেষ ১০ ওভারে তোলে ১১৩ রান। বল হাতে নাসিম শাহ ও হারিস রউফ নিয়েছেন ২টি করে উইকেট।
বাংলাদেশের ফুটবল সমর্থকদের জন্য ফাহামিদুল ইসলাম এক আক্ষেপের নাম। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের প্রাথমিক দলে ইতালি প্রবাসী ফুটবলারকে রেখে চমক দেখান জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু চূড়ান্ত দলে না রেখে আরও বড় বিস্ময়ের জন্ম দেন তিনি।
১১ ঘণ্টা আগেএএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ জর্ডান ও ইন্দোনেশিয়া। দুটি ম্যাচই হবে জর্ডানের আম্মানে। ম্যাচের জন্য নেপাল-ভুটানের সঙ্গেও আলোচনা হয়েছিল বাফুফের। তবে শক্তির পরিধি পরখ করে দেখতে ২৭ মে জর্ডান সফরে যাচ্ছে পিটার বাটলারের দল।
১৪ ঘণ্টা আগেসুপার লিগ পর্বের প্রথম দিনেই ছিল বৃষ্টির পূর্বাভাস। সেই পূর্বাভাসই শেষ পর্যন্ত সত্যি হলো। ম্যাচ শুরুর আড়াই ঘণ্টা পর শুরু হয় বৃষ্টি। তাতে প্রায় চার ঘণ্টা বন্ধ থাকে খেলা। আর মিরপুর শেরেবাংলায় বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মোহামেডান রীতিমতো বিধ্বস্ত হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জের কাছে। বৃষ্টি আইনে সহজ লক্ষ্য পেয়ে
১৫ ঘণ্টা আগেহারের সংজ্ঞা একরকম ভুলেই গিয়েছিল বাংলাদেশ। পাকিস্তানে ২০২৫ নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম তিন ম্যাচের তিনটিতে জেতে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ের পর আজ হারের মুখ দেখলেন জ্যোতিরা।
১৫ ঘণ্টা আগে