ক্রীড়া ডেস্ক
১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’-এর কাহিনী জানেন না, এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। প্রায় ৪০ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তিনি যা করেছিলেন, তাঁর মৃত্যুর পরও সেটা নিয়ে চর্চা হচ্ছে।
এস্তাদিও আরবানা কালদেইরা স্টেডিয়ামে গত রাতে ব্রাজিলিয়ান সিরি ‘আ’-এর ম্যাচে নেইমার ফিরিয়ে এনেছেন ম্যারাডোনার সেই ঘটনা। বোতাফোগোর বিপক্ষে হাত দিয়ে গোল করার চেষ্টা করেন নেইমার। ৭৬ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পেয়েছেন ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড। দুই হলুদ কার্ড মিলে লাল কার্ড হয়ে যায়। প্রথম হলুদ কার্ড ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দেখেছেন প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। বোতাফোগোর এক ফুটবলারকে ফাউল করাতে নেইমারকে দেখানো হয়েছে সেই হলুদ কার্ড।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ৭৬ মিনিটে বোতাফোগোর গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওকে ফাঁকি দিয়ে বলে ঘুষি মারেন নেইমার। ম্যাচে সেটা নেইমারের দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় লাল কার্ড দেখেন তিনি। ম্যাচ শেষে সামাজিকমাধ্যমে ক্ষোভ ঝেরেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আমাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়েছে, সেটা ঠিক। কিন্তু রেফারি যে প্রথম কার্ডেই রসিকতা করেছে। আমি একটা ফাউলের সঙ্গে সঙ্গেই হলুদ কার্ড। রেফারিং অনেক খারাপ ছিল। এটা শুধুমাত্রই আমার মতামত।’
নেইমার মাঠ ছাড়ার পরই গোলের দেখা পায় বোতাফোগো। ৮৬ মিনিটে গোল করেন আর্তুর ভিক্টর। সেই গোলেই শেষ পর্যন্ত সান্তোসের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বোতাফোগো। সিরি ‘আ’তে ৮ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার ১৮ নম্বরে সান্তোস। ১১ ম্যাচ খেলে নেইমারের দল জিতেছে ২ ম্যাচ। ড্র করেছে ২ ম্যাচ ও ৭ ম্যাচ হেরেছে। আর ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বোতাফোগো ৯ নম্বরে।
১৭ এপ্রিল চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন নেইমার। দেড় মাস পর বোতাফোগোর বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছেন। তবে ফেরাটাও মোটেই ভালো হলো না। লাল কার্ডের পাশাপাশি হজম করতে হলো সান্তোসের হার।
১৯৮৬ সালে ডিয়েগো ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’-এর কাহিনী জানেন না, এমন লোক খুঁজে পাওয়া দুষ্কর। প্রায় ৪০ বছর আগে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তিনি যা করেছিলেন, তাঁর মৃত্যুর পরও সেটা নিয়ে চর্চা হচ্ছে।
এস্তাদিও আরবানা কালদেইরা স্টেডিয়ামে গত রাতে ব্রাজিলিয়ান সিরি ‘আ’-এর ম্যাচে নেইমার ফিরিয়ে এনেছেন ম্যারাডোনার সেই ঘটনা। বোতাফোগোর বিপক্ষে হাত দিয়ে গোল করার চেষ্টা করেন নেইমার। ৭৬ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পেয়েছেন ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড। দুই হলুদ কার্ড মিলে লাল কার্ড হয়ে যায়। প্রথম হলুদ কার্ড ব্রাজিলিয়ান ফরোয়ার্ড দেখেছেন প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। বোতাফোগোর এক ফুটবলারকে ফাউল করাতে নেইমারকে দেখানো হয়েছে সেই হলুদ কার্ড।
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, ৭৬ মিনিটে বোতাফোগোর গোলরক্ষক গ্যাব্রিয়েল ব্রাজাওকে ফাঁকি দিয়ে বলে ঘুষি মারেন নেইমার। ম্যাচে সেটা নেইমারের দ্বিতীয় হলুদ কার্ড হওয়ায় লাল কার্ড দেখেন তিনি। ম্যাচ শেষে সামাজিকমাধ্যমে ক্ষোভ ঝেরেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আমাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয়েছে, সেটা ঠিক। কিন্তু রেফারি যে প্রথম কার্ডেই রসিকতা করেছে। আমি একটা ফাউলের সঙ্গে সঙ্গেই হলুদ কার্ড। রেফারিং অনেক খারাপ ছিল। এটা শুধুমাত্রই আমার মতামত।’
নেইমার মাঠ ছাড়ার পরই গোলের দেখা পায় বোতাফোগো। ৮৬ মিনিটে গোল করেন আর্তুর ভিক্টর। সেই গোলেই শেষ পর্যন্ত সান্তোসের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বোতাফোগো। সিরি ‘আ’তে ৮ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট তালিকার ১৮ নম্বরে সান্তোস। ১১ ম্যাচ খেলে নেইমারের দল জিতেছে ২ ম্যাচ। ড্র করেছে ২ ম্যাচ ও ৭ ম্যাচ হেরেছে। আর ১০ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে বোতাফোগো ৯ নম্বরে।
১৭ এপ্রিল চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন নেইমার। দেড় মাস পর বোতাফোগোর বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেছেন। তবে ফেরাটাও মোটেই ভালো হলো না। লাল কার্ডের পাশাপাশি হজম করতে হলো সান্তোসের হার।
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
১ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
২ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
২ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
৪ ঘণ্টা আগে