ক্রীড়া ডেস্ক
যে জিতবে, সেই দলই কাটবে ফাইনালের টিকিট—গত রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই সমীকরণ নিয়ে খেলতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে শেষ পর্যন্ত ফাইনালের টিকিট কাটে পাঞ্জাব। ‘রোড টু ফাইনাল’ ম্যাচ শেষে শাস্তি পেয়েছেন ভারতের দুই তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও শ্রেয়াস আইয়ার।
দ্বিতীয় কোয়ালিফায়ার শেষে মুম্বাই অধিনায়ক পান্ডিয়াকে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৪৩ লাখ টাকা। আইপিএলের আচরণবিধির স্লো-ওভার রেটের নিয়ম অনুযায়ী তৃতীয়বার মুম্বাই এই অপরাধ করায় তাঁর জরিমানা হয়েছে ৪৩ লাখ টাকা। পাঞ্জাবের বিপক্ষে দ্বাদশে থাকা মুম্বাইয়ের অন্যান্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। কারও কারও ক্ষেত্রে সেটা হয়েছে ১২ লাখ রুপি (১৭ লাখ টাকা)। আর পাঞ্জাব অধিনায়ক আইয়ারকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। যা ৩৪ লাখ টাকা। এবারের আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বার স্লো-ওভার রেটের অপরাধ করল পাঞ্জাব।
আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব অধিনায়ক আইয়ারের পাশাপাশি দলের অন্যান্য ক্রিকেটারদেরও জরিমানা করা হয়েছে। মুম্বাইয়ের বিপক্ষে দ্বাদশে থাকা পাঞ্জাবের অন্যান্য ক্রিকেটারদের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। কারও কারও ক্ষেত্রে জরিমানার অঙ্কটা হয়েছে ৬ লাখ রুপি (৮ লাখ ৫৫ হাজার টাকা)।
বৃষ্টির আশঙ্কা থেকেই প্লে অফের ম্যাচে দুই ঘণ্টা বাড়তি সময় দেওয়া হয়েছে। আহমেদাবাদে গত রাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংস-মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে নিয়ম করে হানা দেয় বৃষ্টি। তবে বৃষ্টির আগে টস হলে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক আইয়ার। আর বেরসিক বৃষ্টির বাগড়ায় খেলা শুরু হতে ২ ঘণ্টারও বেশি সময় পরে। প্রথমে ব্যাটিং পাওয়া মুম্বাই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৩ রান। জয়ের লক্ষ্যে নেমে এক ওভার হাতে রেখে ৫ উইকেটে ২০৭ রান করে পাঞ্জাব। ৪১ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন পাঞ্জাব অধিনায়ক আইয়ার।
তিনবার স্লো-ওভার রেটের কারণে পান্ডিয়া শাস্তি পেলেও নিষেধাজ্ঞা পাচ্ছেন না। কারণ, ২০২৫ আইপিএলের আগে নিয়ম সংশোধন করা হয়েছে। তাতে নিষেধাজ্ঞার শাস্তি তুলে নেওয়া হয়। আপাতত তাই ২০২৬ আইপিএলে তাঁর প্রথম ম্যাচ খেলতে কোনো বাধা থাকছে না। তবে এবারের আইপিএলে ২৩ মার্চ মৌসুমে মুম্বাইয়ের প্রথম ম্যাচ খেলতে পারেননি এই পান্ডিয়াই। কারণ, ২০২৪ আইপিএলে তাঁর শাস্তি এবার বহাল ছিল।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামীকাল ১৮তম আইপিএলের ফাইনালে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-পাঞ্জাব কিংস। দুটি দলই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে নামবে। ২০১৪ সালেই শুধু পাঞ্জাব ফাইনালে উঠেছিল। সেবার তারা হেরেছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে। তখন পাঞ্জাবের নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। অন্যদিকে বেঙ্গালুরু এর আগে ২০০৯, ২০১১, ২০১৬-এই তিনবার আইপিএল ফাইনালে উঠেছিল। টুর্নামেন্টের শুরু থেকে বেঙ্গালুরুতে খেলে যাওয়া বিরাট কোহলিকে রানার্সআপের তিক্ত স্বাদ দিয়েছে ডেকান চার্জার্স, চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।
আরও পড়ুন:
যে জিতবে, সেই দলই কাটবে ফাইনালের টিকিট—গত রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই সমীকরণ নিয়ে খেলতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে শেষ পর্যন্ত ফাইনালের টিকিট কাটে পাঞ্জাব। ‘রোড টু ফাইনাল’ ম্যাচ শেষে শাস্তি পেয়েছেন ভারতের দুই তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও শ্রেয়াস আইয়ার।
দ্বিতীয় কোয়ালিফায়ার শেষে মুম্বাই অধিনায়ক পান্ডিয়াকে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৪৩ লাখ টাকা। আইপিএলের আচরণবিধির স্লো-ওভার রেটের নিয়ম অনুযায়ী তৃতীয়বার মুম্বাই এই অপরাধ করায় তাঁর জরিমানা হয়েছে ৪৩ লাখ টাকা। পাঞ্জাবের বিপক্ষে দ্বাদশে থাকা মুম্বাইয়ের অন্যান্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। কারও কারও ক্ষেত্রে সেটা হয়েছে ১২ লাখ রুপি (১৭ লাখ টাকা)। আর পাঞ্জাব অধিনায়ক আইয়ারকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। যা ৩৪ লাখ টাকা। এবারের আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বার স্লো-ওভার রেটের অপরাধ করল পাঞ্জাব।
আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব অধিনায়ক আইয়ারের পাশাপাশি দলের অন্যান্য ক্রিকেটারদেরও জরিমানা করা হয়েছে। মুম্বাইয়ের বিপক্ষে দ্বাদশে থাকা পাঞ্জাবের অন্যান্য ক্রিকেটারদের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। কারও কারও ক্ষেত্রে জরিমানার অঙ্কটা হয়েছে ৬ লাখ রুপি (৮ লাখ ৫৫ হাজার টাকা)।
বৃষ্টির আশঙ্কা থেকেই প্লে অফের ম্যাচে দুই ঘণ্টা বাড়তি সময় দেওয়া হয়েছে। আহমেদাবাদে গত রাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংস-মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে নিয়ম করে হানা দেয় বৃষ্টি। তবে বৃষ্টির আগে টস হলে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক আইয়ার। আর বেরসিক বৃষ্টির বাগড়ায় খেলা শুরু হতে ২ ঘণ্টারও বেশি সময় পরে। প্রথমে ব্যাটিং পাওয়া মুম্বাই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৩ রান। জয়ের লক্ষ্যে নেমে এক ওভার হাতে রেখে ৫ উইকেটে ২০৭ রান করে পাঞ্জাব। ৪১ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন পাঞ্জাব অধিনায়ক আইয়ার।
তিনবার স্লো-ওভার রেটের কারণে পান্ডিয়া শাস্তি পেলেও নিষেধাজ্ঞা পাচ্ছেন না। কারণ, ২০২৫ আইপিএলের আগে নিয়ম সংশোধন করা হয়েছে। তাতে নিষেধাজ্ঞার শাস্তি তুলে নেওয়া হয়। আপাতত তাই ২০২৬ আইপিএলে তাঁর প্রথম ম্যাচ খেলতে কোনো বাধা থাকছে না। তবে এবারের আইপিএলে ২৩ মার্চ মৌসুমে মুম্বাইয়ের প্রথম ম্যাচ খেলতে পারেননি এই পান্ডিয়াই। কারণ, ২০২৪ আইপিএলে তাঁর শাস্তি এবার বহাল ছিল।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামীকাল ১৮তম আইপিএলের ফাইনালে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-পাঞ্জাব কিংস। দুটি দলই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে নামবে। ২০১৪ সালেই শুধু পাঞ্জাব ফাইনালে উঠেছিল। সেবার তারা হেরেছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে। তখন পাঞ্জাবের নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। অন্যদিকে বেঙ্গালুরু এর আগে ২০০৯, ২০১১, ২০১৬-এই তিনবার আইপিএল ফাইনালে উঠেছিল। টুর্নামেন্টের শুরু থেকে বেঙ্গালুরুতে খেলে যাওয়া বিরাট কোহলিকে রানার্সআপের তিক্ত স্বাদ দিয়েছে ডেকান চার্জার্স, চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।
আরও পড়ুন:
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
১ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে সাকিব আল হাসানের পথচলাটা স্থবির গত ৯ মাস ধরে। তবে বাংলাদেশের জার্সিতে যিনি অসংখ্য রেকর্ড গড়েছেন, সেরাদের তালিকায় নাম লিখিয়েছেন, তাঁকে কি এত সহজে ভুলে থাকা যায়! ২০২৫ এশিয়া কাপে সাকিব যেন না থেকেও আছেন।
৪ ঘণ্টা আগেভারত-পাকিস্তান রাজনৈতিক অস্থিরতা চলছে বছরের পর বছর ধরে। রাষ্ট্রীয় উত্তেজনার পরিস্থিতির মধ্যে ভক্ত-সমর্থকেরা যা একটু আনন্দ খুঁজে পান ক্রিকেটে। তবে ভারতের সাবেক ক্রিকেটার শ্রীশান্ত চান না এসব কিছুই। এমনকি কোনো মেজর টুর্নামেন্ট থেকেও পাকিস্তানকে বাদ দেওয়ার দাবি তুলেছেন তিনি।
৪ ঘণ্টা আগে