দেশ ভ্রমণের সময় পর্যটকেরা যেন দূরবর্তী কাজ করতে পারেন সেই বিষয়টি মাথায় রেখে ভিসা নীতিমালা শিথিল করেছে নিউজিল্যান্ড। দেশটির পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, পর্যটকেরা ৯০ দিন পর্যন্ত নিউজিল্যান্ডে অবস্থানকালে বিদেশি নিয়োগকারীর জন্য দূরবর্তী কাজ করতে পারবেন। তবে এর বেশি দিন অবস্থান করলে কর সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে।
নিউজিল্যান্ড সরকার জানিয়েছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হলো দেশটিকে ‘ডিজিটাল নোমাড বা যাযাবরদের’ জন্য আরও আকর্ষণীয় করে তোলা। ডিজিটাল যাযাবর হলেন এমন ব্যক্তিরা, যারা ভ্রমণের মধ্যে থেকেও অনলাইনে দূরবর্তী কাজ করেন।
নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড বলেন, ‘এই পরিবর্তনের ফলে অনেক পর্যটক তাঁদের অবস্থানের সময় বাড়াতে পারবেন। এটি দেশের অর্থনীতিতে আরও বেশি অর্থের জোগান দেবে।’
সোমবার বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ড সরকারের এই পরিবর্তনটি সব ধরনের ভিসা, যেমন—পর্যটক ভিসা এবং দীর্ঘমেয়াদি ভিসায় পরিবার, সঙ্গী বা অভিভাবক পরিদর্শনে আসা ব্যক্তিদের জন্যও প্রযোজ্য হবে। তবে এ ক্ষেত্রে শুধুমাত্র বিদেশভিত্তিক দূরবর্তী কাজই অনুমোদিত হবে। যেসব ব্যক্তির কাজ নিউজিল্যান্ডে শারীরিক উপস্থিতি দাবি করে, তাঁদের যথাযথ ভিসা নিতে হবে। সরকারি তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডের পর্যটন শিল্প বছরে প্রায় ১১ বিলিয়ন ডলার আয় করে।
বিগত কয়েক বছরে অনেক দেশ ডিজিটাল নোমাডদের আকর্ষণ করার জন্য ভিসা প্রোগ্রাম চালু করেছে। এভাবে দূরে বসেও কাজ করার সুযোগ নিয়ে মানুষের ভ্রমণের আগ্রহ বাড়ছে।
২০১০-এর দশকে তরুণ কর্মীদের মধ্যে রুটিনময় জীবন থেকে মুক্তি পেতে এই ধারাটি জনপ্রিয় হয়ে ওঠে। কোভিড-১৯ মহামারি এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে। কারণ সেই সময় লকডাউনের কারণে দূরবর্তী কাজের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে।
জাপান, দক্ষিণ কোরিয়া, আবু ধাবি, দুবাই, ব্রাজিল, স্পেন এবং পর্তুগালের মতো দেশগুলো ডিজিটাল নোমাডদের জন্য ভিসা প্রোগ্রাম চালু করেছে।
তবে কিছু জায়গায় ডিজিটাল নোমাডদের উপস্থিতি বিতর্কেরও সৃষ্টি করেছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনেকে বলছেন, দূরবর্তী কর্মীদের আগমনে সেখানকার ব্যয়ের পরিমাণ অনেক বেড়ে গেছে।
স্পেন এবং গ্রিসের মতো দেশে ওভারট্যুরিজমের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদ আরও তীব্র হয়ে উঠেছে।
দেশ ভ্রমণের সময় পর্যটকেরা যেন দূরবর্তী কাজ করতে পারেন সেই বিষয়টি মাথায় রেখে ভিসা নীতিমালা শিথিল করেছে নিউজিল্যান্ড। দেশটির পর্যটন খাতকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নতুন নীতিমালা অনুযায়ী, পর্যটকেরা ৯০ দিন পর্যন্ত নিউজিল্যান্ডে অবস্থানকালে বিদেশি নিয়োগকারীর জন্য দূরবর্তী কাজ করতে পারবেন। তবে এর বেশি দিন অবস্থান করলে কর সংক্রান্ত জটিলতা দেখা দিতে পারে।
নিউজিল্যান্ড সরকার জানিয়েছে, এই পরিবর্তনের উদ্দেশ্য হলো দেশটিকে ‘ডিজিটাল নোমাড বা যাযাবরদের’ জন্য আরও আকর্ষণীয় করে তোলা। ডিজিটাল যাযাবর হলেন এমন ব্যক্তিরা, যারা ভ্রমণের মধ্যে থেকেও অনলাইনে দূরবর্তী কাজ করেন।
নিউজিল্যান্ডের অভিবাসন মন্ত্রী এরিকা স্ট্যানফোর্ড বলেন, ‘এই পরিবর্তনের ফলে অনেক পর্যটক তাঁদের অবস্থানের সময় বাড়াতে পারবেন। এটি দেশের অর্থনীতিতে আরও বেশি অর্থের জোগান দেবে।’
সোমবার বিবিসি জানিয়েছে, নিউজিল্যান্ড সরকারের এই পরিবর্তনটি সব ধরনের ভিসা, যেমন—পর্যটক ভিসা এবং দীর্ঘমেয়াদি ভিসায় পরিবার, সঙ্গী বা অভিভাবক পরিদর্শনে আসা ব্যক্তিদের জন্যও প্রযোজ্য হবে। তবে এ ক্ষেত্রে শুধুমাত্র বিদেশভিত্তিক দূরবর্তী কাজই অনুমোদিত হবে। যেসব ব্যক্তির কাজ নিউজিল্যান্ডে শারীরিক উপস্থিতি দাবি করে, তাঁদের যথাযথ ভিসা নিতে হবে। সরকারি তথ্য অনুযায়ী, নিউজিল্যান্ডের পর্যটন শিল্প বছরে প্রায় ১১ বিলিয়ন ডলার আয় করে।
বিগত কয়েক বছরে অনেক দেশ ডিজিটাল নোমাডদের আকর্ষণ করার জন্য ভিসা প্রোগ্রাম চালু করেছে। এভাবে দূরে বসেও কাজ করার সুযোগ নিয়ে মানুষের ভ্রমণের আগ্রহ বাড়ছে।
২০১০-এর দশকে তরুণ কর্মীদের মধ্যে রুটিনময় জীবন থেকে মুক্তি পেতে এই ধারাটি জনপ্রিয় হয়ে ওঠে। কোভিড-১৯ মহামারি এই প্রবণতাকে আরও ত্বরান্বিত করেছে। কারণ সেই সময় লকডাউনের কারণে দূরবর্তী কাজের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলেছে।
জাপান, দক্ষিণ কোরিয়া, আবু ধাবি, দুবাই, ব্রাজিল, স্পেন এবং পর্তুগালের মতো দেশগুলো ডিজিটাল নোমাডদের জন্য ভিসা প্রোগ্রাম চালু করেছে।
তবে কিছু জায়গায় ডিজিটাল নোমাডদের উপস্থিতি বিতর্কেরও সৃষ্টি করেছে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার কেপ টাউনে অনেকে বলছেন, দূরবর্তী কর্মীদের আগমনে সেখানকার ব্যয়ের পরিমাণ অনেক বেড়ে গেছে।
স্পেন এবং গ্রিসের মতো দেশে ওভারট্যুরিজমের বিরুদ্ধে স্থানীয়দের প্রতিবাদ আরও তীব্র হয়ে উঠেছে।
কানাডার ভোটাররা ২৮ এপ্রিল জাতীয় নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অনুপস্থিতিতে কানাডার দুটি প্রধান দল কনজারভেটিভ ও লিবারেল পার্টি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।
৯ ঘণ্টা আগেউত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের ঘনিষ্ঠ সহযোগী চো রিয়ং-হে দেশটির সরকারের ভেতরে নিজস্ব একটি ক্ষমতার বলয় গড়ে তুলেছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংসদের গবেষণা শাখা ন্যাশনাল অ্যাসেম্বলি রিসার্চ সার্ভিস (এনএআরএস)। এই ক্ষমতা বৃদ্ধি ভবিষ্যতে কিমের একচ্ছত্র কর্তৃত্বের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা
১০ ঘণ্টা আগেএকটি ব্যতিক্রমধর্মী রাষ্ট্র গঠনের সম্ভাবনায় বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলিমের মাঝে ‘বক্তাশি’ নামে একটি ক্ষুদ্র সুফি সম্প্রদায় সম্প্রতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনার দাবি করেছে, আলবেনিয়ার রাজধানী তিরানায় বক্তাশিদের আধ্যাত্মিক সদর দপ্তরকে কেন্দ্র করে ওই স্বাধীন রাষ
১০ ঘণ্টা আগেআফগানিস্তানের তালেবানের ওপর ২১ বছরের বেশি সময় থাকা নিষেধাজ্ঞা স্থগিত করেছে রাশিয়ার সুপ্রিম কোর্ট। তালেবানকে রাশিয়া এর আগে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছিল। বিশ্লেষকেরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়া আফগানিস্তানের বর্তমান শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে।
১১ ঘণ্টা আগে