২৮ বছর সমকামী পরিচয় গোপন রেখেছিলেন কিউই পেসার
নিউজিল্যান্ড তাদের ইতিহাসে যে ক’জন সেরা পেসার জন্ম দিয়েছে, তাদের একজন হিথ ডেভিস। আন্তর্জাতিক অঙ্গনে অবশ্য নিজের প্রতিভার সুবিচার করতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে বেশ সফলতা পেয়েছিলেন। কিন্তু নিজের আরেকটা পরিচয় যে ছিল, তা একেবারে গোপন রেখেছিলেন নব্বই দশকের মাঠ মাতানো এই বোলার।