পুরুষদের সঙ্গে নারী ক্রিকেটারদের বেতনের ব্যবধান আকাশ-পাতাল। এই বৈষম্য দূর করতে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। এখন থেকে কেন উইলিয়ামসন-ট্রেন্ট বোল্টদের সমান ম্যাচ ফি ও বেতন পাবেন কিউই নারীরা।
এনজেডসি আজ নিজেদের ওয়েবসাইটে বেতনবৈষম্য ঘোচানোর ঘোষণা দিয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। মেয়াদ থাকবে পাঁচ বছর। ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে এমন নজির গড়ল নিউজিল্যান্ড। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নারীদের বেতন কয়েক গুণ বাড়ালেও সেটা ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথদের চেয়ে বেশ কম।
শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও পুরুষদের সমান বেতন পাবেন নারীরা। নিউজিল্যান্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন দেশটির ছয়টি আঞ্চলিক ক্রিকেট সংস্থা ও লিঙ্গসমতা বিশেষজ্ঞদের নিয়ে গড়া কমিটি গঠন করেছিল। সেই কমিটি নতুন পারিশ্রমিক কাঠামো তৈরি করেছে।
নতুন চুক্তি অনুযায়ী, টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের নারী ও পুরুষ দল উভয়ের ম্যাচ ফি হবে ৫ লাখ ৯০ হাজার টাকা। ওয়ানডেতে ২ লাখ ৩০ হাজার টাকা আর টি-টোয়েন্টিতে প্রত্যেক খেলোয়াড় পাবেন ১ লাখ ৪৪ হাজার টাকা করে।
এ ছাড়া ঘরোয়া বড় দৈর্ঘ্যের টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে ম্যাচ ফি করা হয়েছে ৮৫ হাজার টাকা। লিস্ট ‘এ’ সংস্করণের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে ৪৬ হাজার টাকা আর টি-২০ টুর্নামেন্ট সুপার স্ম্যাশে ২৮ হাজার টাকা।
ম্যাচ ফির পাশাপাশি চুক্তিতে থাকা নারী ক্রিকেটারের সংখ্যাও বাড়ানো হয়েছে। আগে ছয়টি আঞ্চলিক দল ৯ জন করে ক্রিকেটার চুক্তিতে রাখতে পারত। সেটা বাড়িয়ে করা হয়েছে ১২ জন।
এ ছাড়া আবাসন, চোট-পরবর্তী পুনর্বাসন, ভ্রমণ, অনুশীলন সবকিছুতেই নিউজিল্যান্ডের পুরুষ ক্রিকেটারদের সমান সুযোগ-সুবিধা পাবেন নারীরা।
সব মিলিয়ে ক্রিকেটে নারীদের অগ্রযাত্রায় নতুন দৃষ্টান্ত স্থাপন করল এনজেডসি।
পুরুষদের সঙ্গে নারী ক্রিকেটারদের বেতনের ব্যবধান আকাশ-পাতাল। এই বৈষম্য দূর করতে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে। এখন থেকে কেন উইলিয়ামসন-ট্রেন্ট বোল্টদের সমান ম্যাচ ফি ও বেতন পাবেন কিউই নারীরা।
এনজেডসি আজ নিজেদের ওয়েবসাইটে বেতনবৈষম্য ঘোচানোর ঘোষণা দিয়েছে। আগামী ১ আগস্ট থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। মেয়াদ থাকবে পাঁচ বছর। ক্রিকেট ইতিহাসের প্রথম দল হিসেবে এমন নজির গড়ল নিউজিল্যান্ড। এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) নারীদের বেতন কয়েক গুণ বাড়ালেও সেটা ডেভিড ওয়ার্নার-স্টিভেন স্মিথদের চেয়ে বেশ কম।
শুধু আন্তর্জাতিক ক্রিকেটে নয়, নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটেও পুরুষদের সমান বেতন পাবেন নারীরা। নিউজিল্যান্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন দেশটির ছয়টি আঞ্চলিক ক্রিকেট সংস্থা ও লিঙ্গসমতা বিশেষজ্ঞদের নিয়ে গড়া কমিটি গঠন করেছিল। সেই কমিটি নতুন পারিশ্রমিক কাঠামো তৈরি করেছে।
নতুন চুক্তি অনুযায়ী, টেস্ট ক্রিকেটে নিউজিল্যান্ডের নারী ও পুরুষ দল উভয়ের ম্যাচ ফি হবে ৫ লাখ ৯০ হাজার টাকা। ওয়ানডেতে ২ লাখ ৩০ হাজার টাকা আর টি-টোয়েন্টিতে প্রত্যেক খেলোয়াড় পাবেন ১ লাখ ৪৪ হাজার টাকা করে।
এ ছাড়া ঘরোয়া বড় দৈর্ঘ্যের টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডে ম্যাচ ফি করা হয়েছে ৮৫ হাজার টাকা। লিস্ট ‘এ’ সংস্করণের টুর্নামেন্ট ফোর্ড ট্রফিতে ৪৬ হাজার টাকা আর টি-২০ টুর্নামেন্ট সুপার স্ম্যাশে ২৮ হাজার টাকা।
ম্যাচ ফির পাশাপাশি চুক্তিতে থাকা নারী ক্রিকেটারের সংখ্যাও বাড়ানো হয়েছে। আগে ছয়টি আঞ্চলিক দল ৯ জন করে ক্রিকেটার চুক্তিতে রাখতে পারত। সেটা বাড়িয়ে করা হয়েছে ১২ জন।
এ ছাড়া আবাসন, চোট-পরবর্তী পুনর্বাসন, ভ্রমণ, অনুশীলন সবকিছুতেই নিউজিল্যান্ডের পুরুষ ক্রিকেটারদের সমান সুযোগ-সুবিধা পাবেন নারীরা।
সব মিলিয়ে ক্রিকেটে নারীদের অগ্রযাত্রায় নতুন দৃষ্টান্ত স্থাপন করল এনজেডসি।
ওয়েস্ট ইন্ডিজের সেই স্বর্ণালী যুগ এখন আর নেই। ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতেই কদিন আগে ক্যারিবীয়রা সিরিজ খুইয়েছে নেপালের কাছে। ক্রিকেটের অপর দুই সংস্করণ ওয়ানডে ও টেস্টে শুধু হতাশা আর হতাশা। হারিয়ে খুঁজতে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলকে অনুপ্রেরণা দিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
২৩ মিনিট আগেরেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছুটে চলেছেন আপন গতিতে। আল নাসর, পর্তুগালের জার্সিতে গোল করে চলছেন তিনি। তবে রোনালদোর রেকর্ড গড়ার রাতেও যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারল না পর্তুগিজরা।
১ ঘণ্টা আগেএবারের নারী ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে পাকিস্তান। কিন্তু এখনো জয়ের দেখা পায়নি। আজ তারা নামবে টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে। কলম্বোতে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান।
১ ঘণ্টা আগেবেশি দিন আগের ঘটনা নয়। ৪ অক্টোবর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে আফগানিস্তানের পেসার বিলাল সামি লিখেছিলেন, ‘গট ম্যারিড’। কিন্তু সামি কি তখনো জানতেন, বিয়ের দুই সপ্তাহের মধ্যেই এমন কিছু করে ফেলবেন, যা নিয়ে আলাপ-আলোচনা হবে।
২ ঘণ্টা আগে