ক্রীড়া ডেস্ক
দলের অন্যতম সেরা বোলার ট্রেন্ট বোল্টকে কেন্দ্রীয় চুক্তি থেকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বোল্টের অনুরোধেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে কিউই বোর্ড। ৩৩ বছর বয়সী এই ফাস্ট বোলারের অনুরোধের পর একাধিকবার আলোচনায় বসে দুই পক্ষ। তবে শেষ পর্যন্ত বোল্টের সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
নিজের পরিবারকে বেশি সময় দেওয়া এবং বিশ্বজুড়ে ঘরোয়া লিগগুলোতে খেলতেই কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বোল্ট। এর মধ্য দিয়েই ক্যারিয়ারের শেষ পর্বে জাতীয় দলে নিজের দায়িত্ব আরও কমিয়ে আনলেন তিনি। এদিকে দল নির্বাচনের ক্ষেত্রে চুক্তি থাকা খেলোয়াড়দেরই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে কিউই বোর্ড।
বোল্টের চুক্তি থেকে সরে যাওয়া নিয়ে এক বিবৃতিতে কিউই বোর্ড জানিয়েছে, ‘আমরা ট্রেন্টের (বোল্ট) অবস্থানকে সম্মান জানাই। সে তার জায়গায় পুরোপুরি সৎ ছিল এবং সমস্যার কথা খোলাখুলিভাবে আমাদের জানিয়েছে। পূর্ণ চুক্তি থেকে তাকে হারানোটা দুঃখজনক। তাকে ধন্যবাদ এবং তার জন্য আমাদের শুভকামনা রইল।’
বোল্টের অবদানের কথা স্বীকার করে বিবৃতিতে আরও বলা হয়, ‘২০১১ সালে টেস্ট অভিষেক হওয়ার পর থেকে দলের হয়ে ট্রেন্ট অনেক অবদান রেখেছে। এখন তাকে একাধিক সংস্করণে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। সে যা অর্জন করেছে, তার জন্য আমরা গর্বিত।’
বোল্টকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে জানিয়ে বোর্ডের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের মাঝে একাধিকবার আলাপ হয়েছে। আশা করি ট্রেন্ট এটা বুঝতে পারবে যে দলে বিবেচনার ক্ষেত্রে বোর্ড কেন্দ্রীয় কিংবা ঘরোয়া চুক্তিতে থাকা খেলোয়াড়দেরই অগ্রাধিকার দেবে।’
এদিকে চুক্তি থেকে সরে যাওয়া নিয়ে বোল্ট বলেছেন, ‘এটা আমার জন্য কঠিন সিদ্ধান্ত ছিল। আমি ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই বিষয়টা বুঝতে পারার জন্য। ক্রিকেট খেলাটা আমার শৈশবের স্বপ্ন ছিল। আমি ১২ বছর ধরে ব্ল্যাক ক্যাপসের হয়ে যা অর্জন করেছি সবকিছু নিয়ে গর্বিত। সিদ্ধান্তটি নেওয়া হয়েছে আমার স্ত্রী গের্ট এবং আমাদের তিন সন্তানের জন্য।’
দলের অন্যতম সেরা বোলার ট্রেন্ট বোল্টকে কেন্দ্রীয় চুক্তি থেকে ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। বোল্টের অনুরোধেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছে কিউই বোর্ড। ৩৩ বছর বয়সী এই ফাস্ট বোলারের অনুরোধের পর একাধিকবার আলোচনায় বসে দুই পক্ষ। তবে শেষ পর্যন্ত বোল্টের সিদ্ধান্তকে সম্মান দেখিয়ে তাঁকে কেন্দ্রীয় চুক্তি থেকে সরিয়ে দেওয়া হয়েছে।
নিজের পরিবারকে বেশি সময় দেওয়া এবং বিশ্বজুড়ে ঘরোয়া লিগগুলোতে খেলতেই কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বোল্ট। এর মধ্য দিয়েই ক্যারিয়ারের শেষ পর্বে জাতীয় দলে নিজের দায়িত্ব আরও কমিয়ে আনলেন তিনি। এদিকে দল নির্বাচনের ক্ষেত্রে চুক্তি থাকা খেলোয়াড়দেরই অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে কিউই বোর্ড।
বোল্টের চুক্তি থেকে সরে যাওয়া নিয়ে এক বিবৃতিতে কিউই বোর্ড জানিয়েছে, ‘আমরা ট্রেন্টের (বোল্ট) অবস্থানকে সম্মান জানাই। সে তার জায়গায় পুরোপুরি সৎ ছিল এবং সমস্যার কথা খোলাখুলিভাবে আমাদের জানিয়েছে। পূর্ণ চুক্তি থেকে তাকে হারানোটা দুঃখজনক। তাকে ধন্যবাদ এবং তার জন্য আমাদের শুভকামনা রইল।’
বোল্টের অবদানের কথা স্বীকার করে বিবৃতিতে আরও বলা হয়, ‘২০১১ সালে টেস্ট অভিষেক হওয়ার পর থেকে দলের হয়ে ট্রেন্ট অনেক অবদান রেখেছে। এখন তাকে একাধিক সংস্করণে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। সে যা অর্জন করেছে, তার জন্য আমরা গর্বিত।’
বোল্টকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে জানিয়ে বোর্ডের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের মাঝে একাধিকবার আলাপ হয়েছে। আশা করি ট্রেন্ট এটা বুঝতে পারবে যে দলে বিবেচনার ক্ষেত্রে বোর্ড কেন্দ্রীয় কিংবা ঘরোয়া চুক্তিতে থাকা খেলোয়াড়দেরই অগ্রাধিকার দেবে।’
এদিকে চুক্তি থেকে সরে যাওয়া নিয়ে বোল্ট বলেছেন, ‘এটা আমার জন্য কঠিন সিদ্ধান্ত ছিল। আমি ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানাই বিষয়টা বুঝতে পারার জন্য। ক্রিকেট খেলাটা আমার শৈশবের স্বপ্ন ছিল। আমি ১২ বছর ধরে ব্ল্যাক ক্যাপসের হয়ে যা অর্জন করেছি সবকিছু নিয়ে গর্বিত। সিদ্ধান্তটি নেওয়া হয়েছে আমার স্ত্রী গের্ট এবং আমাদের তিন সন্তানের জন্য।’
আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
২ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
৩ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস ট্রফির প্রথম সেমিফাইনালে কাল দুবাইয়ে দেখা হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার। পরশু লাহোরে দ্বিতীয় সেমিফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানে গ্রুপপর্বের দুটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। আরও কয়েকটি ম্যাচে...
৩ ঘণ্টা আগে