অধিনায়কত্ব ছাড়তেই জো রুট যেন আরও দাপুটে। নিউজিল্যান্ডের বিপক্ষে বিপর্যয়ের মুখ থেকে ইংল্যান্ডকে টেনে তুলে এনে দিয়েছেন দারুণ এক জয়। দলের জয়ের পথে দ্বিতীয় ইনিংসে রুট খেলেছেন হার না মানা ১১৫ রানের অসাধারণ এক ইনিংস। এই জয়ে সময়ের হিসাবে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন রুট।
৯ বছর ১৭১ দিনে ১৪তম ব্যাটার হিসাবে ১০ হাজারি ক্লাবে প্রবেশ করেছেন রুট। দারুণ ছন্দে থাকা সাবেক এই ইংলিশ অধিনায়ককে দারুণ অর্জনের পর প্রশংসায় ভাসাচ্ছেন বর্তমান-সাবেক ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার মার্ক টেলর মনে করেন রানের দিক থেকে রুট কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যেতে পারেন। শচীনকে ছাড়িয়ে যেতে হলে অবশ্য এখনো প্রায় ৬ হাজার রান করতে হবে রুটকে। টেস্টে সর্বকালের অন্যতম সেরা ব্যাটারদের একজন শচীনের রান ১৫ হাজার ৯২১। তবে এই রান রুট পেরিয়ে যেতে পারেন জানিয়ে টেলর বলেন, ‘রুটের এখনো অন্তত ৫ বছর বাকি আছে। তাই আমি মনে করি শচীনের রেকর্ড ছোঁয়া সম্ভব।’
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রুটের প্রশংসায় টেলর আরও বলেন, ‘রুট যেভাবে ব্যাট করছে ১৮ মাস থেকে ২ বছর আগেও আমি তাকে একইভাবে ব্যাট করতে দেখেছি। সে তার ক্যারিয়ারের সেরা অবস্থানে আছে। যদি সুস্থ থাকে তবে ১৫ হাজারের বেশি রান নেওয়া সম্ভব।’
সব মিলিয়ে বাজে সময় যাচ্ছিল রুটের। দলের খারাপ পারফরম্যান্সের জেরে অধিনায়কত্বও হারিয়েছেন তিনি। তবে অধিনায়ক বেন স্টোকস ও কোচ ব্রান্ডন ম্যাককালামের অধীনে নতুন শুরু দেখার কথা জানিয়েছেন রুট নিজেও।
অধিনায়কত্ব ছাড়তেই জো রুট যেন আরও দাপুটে। নিউজিল্যান্ডের বিপক্ষে বিপর্যয়ের মুখ থেকে ইংল্যান্ডকে টেনে তুলে এনে দিয়েছেন দারুণ এক জয়। দলের জয়ের পথে দ্বিতীয় ইনিংসে রুট খেলেছেন হার না মানা ১১৫ রানের অসাধারণ এক ইনিংস। এই জয়ে সময়ের হিসাবে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলকও ছুঁয়েছেন রুট।
৯ বছর ১৭১ দিনে ১৪তম ব্যাটার হিসাবে ১০ হাজারি ক্লাবে প্রবেশ করেছেন রুট। দারুণ ছন্দে থাকা সাবেক এই ইংলিশ অধিনায়ককে দারুণ অর্জনের পর প্রশংসায় ভাসাচ্ছেন বর্তমান-সাবেক ক্রিকেটাররা। অস্ট্রেলিয়ার সাবেক তারকা ক্রিকেটার মার্ক টেলর মনে করেন রানের দিক থেকে রুট কিংবদন্তি শচীন টেন্ডুলকারকেও ছাড়িয়ে যেতে পারেন। শচীনকে ছাড়িয়ে যেতে হলে অবশ্য এখনো প্রায় ৬ হাজার রান করতে হবে রুটকে। টেস্টে সর্বকালের অন্যতম সেরা ব্যাটারদের একজন শচীনের রান ১৫ হাজার ৯২১। তবে এই রান রুট পেরিয়ে যেতে পারেন জানিয়ে টেলর বলেন, ‘রুটের এখনো অন্তত ৫ বছর বাকি আছে। তাই আমি মনে করি শচীনের রেকর্ড ছোঁয়া সম্ভব।’
স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রুটের প্রশংসায় টেলর আরও বলেন, ‘রুট যেভাবে ব্যাট করছে ১৮ মাস থেকে ২ বছর আগেও আমি তাকে একইভাবে ব্যাট করতে দেখেছি। সে তার ক্যারিয়ারের সেরা অবস্থানে আছে। যদি সুস্থ থাকে তবে ১৫ হাজারের বেশি রান নেওয়া সম্ভব।’
সব মিলিয়ে বাজে সময় যাচ্ছিল রুটের। দলের খারাপ পারফরম্যান্সের জেরে অধিনায়কত্বও হারিয়েছেন তিনি। তবে অধিনায়ক বেন স্টোকস ও কোচ ব্রান্ডন ম্যাককালামের অধীনে নতুন শুরু দেখার কথা জানিয়েছেন রুট নিজেও।
গোড়ালির ওপরের অংশ—চিকিৎসা বিজ্ঞানের ভাষায় অ্যাকিলিস টেনডনের সমস্যায় ভুগছিলেন তাসকিন আহমেদ। এ জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে পরামর্শ নিতে লন্ডনে গিয়েছেন বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ। চিকিৎসকদের সঙ্গে পরামর্শ শেষে জানা গেছে, আপাতত কোনো অস্ত্রোপচারের প্রয়োজন নেই তাঁর। এক বিজ্ঞপ্তিতে ব্যাপারটি নিশ্চিত
১ ঘণ্টা আগেবাবা ক্রিস্টিয়ানো রোনালদোর পথে হাঁটা আরও আগেই শুরু করেছেন ক্রিস্টিয়ানো ডস সান্তোস, বেছে নিয়েছেন ফুটবলকে। এবার গায়ে জড়াতে যাচ্ছেন পর্তুগালের জার্সি। কোচ হোয়াও সান্তোসের ২২ সদস্যের পর্তুগাল অনূর্ধ্ব-১৫ দলে ডাক পেলেন রোনালদোর বড় ছেলে সান্তোস।
১ ঘণ্টা আগেসিরিজের প্রথম ওয়ানডেতেই ধাক্কা খেল বাংলাদেশ নারী ইমার্জিং দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে শুরুতে বেশ চাপে রেখেছিল বাংলাদেশ। স্বাগতিকদের সেই হুংকার অবশ্য ছিল সাময়িক সময়ের জন্যই।
২ ঘণ্টা আগেঅনেক দিন ধরেই অসুস্থ হয়ে আর্জেন্টিনার একটি হাসপাতালে ভর্তি ছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার গালভান। হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেছেন এ ডিফেন্ডার। দীর্ঘদিন ধরেই অসুস্থতায় ভুগছিলেন। ৭৭ বছর বয়সী গালভান বেশ কয়েক সপ্তাহ ধরেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কর্দোভার একটি হাসপাতালে ভর্তি ছিলেন।
৩ ঘণ্টা আগে