সৌম্যর নট আউট নিয়ে শান্ত কী বললেন
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই যেন ভিন্ন এক আবহ। বিশেষ করে, সীমিত ওভারের ক্রিকেটে দল দুটি মুখোমুখি হলে উত্তেজনা ছড়াবেই। এশিয়ার মাঠে হলে তো কোনো কথাই নেই। ‘নাগিন ড্যান্স উদযাপন’, ‘টাইমড আউট’—বহুল আলোচিত দুই ঘটনার এবার ঘটেছে ‘আল্ট্রা-এজ বিতর্কের’ মতো ঘটনা।