Ajker Patrika

এসেই বাংলাদেশকে ধসিয়ে দিলেন, লঙ্কান পেসার করলেন হ্যাটট্রিক

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
আপডেট : ০৯ মার্চ ২০২৪, ১৮: ০১
এসেই বাংলাদেশকে ধসিয়ে দিলেন, লঙ্কান পেসার করলেন হ্যাটট্রিক

চতুর্থ ওভারে একটা ভূমিকম্প হয়ে গেল বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। স্লিঙ্গি অ্যাকশনে বোলিং করা ২৯ বছর বয়সী লঙ্কান পেসার ওভারের দ্বিতীয় বলে বোল্ড করলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে। 

তাঁর তৃতীয় বলটার গতি ছিল ঘণ্টায় ১৩৪ কিলোমিটার। কিন্তু তাওহীদ হৃদয়ের স্টাম্প যেভাবে উড়ে গেল, প্রথমে মনে হচ্ছিল বলের গতি বোধহয় ঘণ্টায় ১৫০ কিলোমিটারের কাছাকাছি! আউট হয়ে ফেরার সময় হৃদয়ের সঙ্গে লেগে গেল শ্রীলঙ্কান ফিল্ডারদের। লঙ্কান শিবির তখন উদ্‌যাপনে মত্ত, হৃদয়ের প্রতিক্রিয়া দেখতে তাদের বইয়েই গেছে! হ্যাটট্রিকের সামনে নুয়ান তুশারা। 

যে ফাস্ট বোলার এ ম্যাচের আগে খেলেছেন আর সাতটি টি-টোয়েন্টি। সেরা বোলিং গত বছরের সেপ্টেম্বরে এশিয়ান গেমসে, আফগানদের বিপক্ষে ৪ উইকেট নিয়েছিলেন। মাত্র দুই বছরের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার। বাকি দুই সংস্করণে পা এখনো পড়েনি। সিলেটে টি-টোয়েন্টি সিরিজে তাঁর খেলাই হয় না যদি ‘বেবি মালিঙ্গা’ নামে পরিচিত মাতিশা পাতিরানা হ্যামস্ট্রিং চোটে না পড়তেন। গল থেকে উঠে আসা এ ফাস্ট বোলার এক সময় কাজ করেছেন স্লিঙ্গি অ্যাকশনের কিংবদন্তি লাসিথ মালিঙ্গার সঙ্গে। কদিন আগে দারুণ বোলিং করেছেন দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে।

পাতিরানার জায়গায় প্রায় একই বোলিং অ্যাকশনের তুশারা সুযোগটা দুই হাতে লুফে নিলেন। তাঁর হ্যাটট্রিক বল মোকাবিলা করতে এলেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ। স্নায়ুচাপে বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার তুশারার বলটা আর ব্যাটে সংযোগ ঘটাতে পারলেন না। লঙ্কানদের জোরালো আবেদন। আম্পায়ার তানভীর তর্জনী তুলতেই শ্রীলঙ্কার উদযাপন শুরু। মাহমুদউল্লাহ অবশ্য রিভিউ নিয়েও ঠেকাতে পারেননি তুশারার হ্যাটট্রিক। 

পঞ্চম শ্রীলঙ্কান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক করলেন তুশারা। শ্রীলঙ্কার অবশ্য ষষ্ঠ হ্যাটট্রিক। আর বাংলাদেশের বিপক্ষে পঞ্চম হ্যাটট্রিক কোনো বোলারের। বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে সবশেষ হ্যাটট্রিক করিম জানাতের, গত বছর এ সিলেটেই। 

শুধু হ্যাটট্রিকেই শেষ নয়, তুশারা পরে ফিরিয়েছেন সৌম্য সরকারকেও। তাঁর এ বিধ্বংসী বোলিংয়ে পিনপতন নীরবতা নেমে এসেছে সিলেটের পূর্ণ গ্যালারিতে। স্বাগতিক দর্শকেরা দেখতে এসেছিলেন ফাইনালে রূপ নেওয়া বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটি। ১৭৫ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ৮ ওভারে ৩৫ রান তুলতেই হারিয়েছে ৬ উইকেট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত