আন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নের মতো শুরু করেছিলেন সৌম্য সরকার। কিন্তু মাঝে দীর্ঘদিন ফর্ম হারিয়ে নিজেকে খুঁজছিলেন তিনি। অনেকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বাঁহাতি ব্যাটার। ফলে বারবার সুযোগ পাওয়ায় তাঁকে নিয়ে নানান সমালোচনা হচ্ছিল।
এবার নিউজিল্যান্ড সফরে গিয়েও প্রথম ওয়ানডে শূন্য রানে আউট হন সৌম্য। তবে দ্বিতীয় ওয়ানডেতে সব সমালোচনার জবাব দিয়েছেন তিনি। ক্যারিয়ার সেরা দুর্দান্ত ১৬৯ রানের ইনিংস খেলে। সেই বিধ্বংসী ইনিংস খেলে যেমন নতুন জীবন পেয়েছেন, তেমনি আজ র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছেন।
ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগিয়েছেন সৌম্য। এরপরও অবশ্য শীর্ষ ১০০-তে নিজের নাম তুলতে পারেননি। বর্তমানে তাঁর অবস্থান ১১১তম। ঠিক যেন নেলসন মাঠের পারফরম্যান্সের মতোই। বিধ্বংসী ইনিংস খেলার পরও যেমন বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারেননি, তেমনি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েও ১০০-র মধ্যে থাকতে পারলেন না। তবে সেদিন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে এশিয়ার কোনো ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসে খেলে ম্যাচসেরা হয়েছিলেন।
সৌম্যের কিছুটা আক্ষেপ থাকলেও নাজমুল হাসান শান্ত ও শরীফুল ইসলামের এমন কিছু নেই। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম জয় এনে দেওয়ার ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফিফটি করেছিলেন শান্ত। সেই ফিফটিতে ৯ ধাপ এগিয়েছেন এই সিরিজের অধিনায়ক। ৮৯তম স্থানে আছেন বাঁহাতি ব্যাটার। অন্যদিকে একই ম্যাচে ২২ রানে ৩ উইকেট নেওয়া শরীফুল বোলারদের র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন।
অন্যদিকে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং করেছেন ফিল সল্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজে দুই সেঞ্চুরিতে সর্বোচ্চ ৩৩১ রানের রেকর্ড গড়েন। আগের সর্বোচ্চ ৩১৬ রানের রেকর্ড ছিল মোহাম্মদ রিজওয়ানের।
রেকর্ড গড়ার পরও অবশ্য সল্ট ৫ ম্যাচের সিরিজ জেতাতে পারেননি ইংল্যান্ডকে। দলের কাজে না আসলেও ব্যক্তিগত লাভ হয়েছে তাঁর। ১৮ ধাপ এগিয়ে ২ নম্বরে উঠে এসেছেন তিনি। ৮০২ রেটিং পয়েন্ট নিয়ে পেছনে ফেলেছেন রিজওয়ানকে। তিনে থাকা পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটারের রেটিং পয়েন্ট ৭৮৭। ৮৮৭ নিয়ে শীর্ষে আছেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। আর সাদা বলের উভয় সংস্করণে অলরাউন্ডারের তালিকায় শীর্ষে আছেন সাকিব আল হাসান।
আন্তর্জাতিক ক্রিকেটে স্বপ্নের মতো শুরু করেছিলেন সৌম্য সরকার। কিন্তু মাঝে দীর্ঘদিন ফর্ম হারিয়ে নিজেকে খুঁজছিলেন তিনি। অনেকবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি বাঁহাতি ব্যাটার। ফলে বারবার সুযোগ পাওয়ায় তাঁকে নিয়ে নানান সমালোচনা হচ্ছিল।
এবার নিউজিল্যান্ড সফরে গিয়েও প্রথম ওয়ানডে শূন্য রানে আউট হন সৌম্য। তবে দ্বিতীয় ওয়ানডেতে সব সমালোচনার জবাব দিয়েছেন তিনি। ক্যারিয়ার সেরা দুর্দান্ত ১৬৯ রানের ইনিংস খেলে। সেই বিধ্বংসী ইনিংস খেলে যেমন নতুন জীবন পেয়েছেন, তেমনি আজ র্যাঙ্কিংয়েও সুখবর পেয়েছেন।
ওয়ানডে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ৫২ ধাপ এগিয়েছেন সৌম্য। এরপরও অবশ্য শীর্ষ ১০০-তে নিজের নাম তুলতে পারেননি। বর্তমানে তাঁর অবস্থান ১১১তম। ঠিক যেন নেলসন মাঠের পারফরম্যান্সের মতোই। বিধ্বংসী ইনিংস খেলার পরও যেমন বাংলাদেশকে ম্যাচ জেতাতে পারেননি, তেমনি র্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েও ১০০-র মধ্যে থাকতে পারলেন না। তবে সেদিন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডেতে এশিয়ার কোনো ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসে খেলে ম্যাচসেরা হয়েছিলেন।
সৌম্যের কিছুটা আক্ষেপ থাকলেও নাজমুল হাসান শান্ত ও শরীফুল ইসলামের এমন কিছু নেই। নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের প্রথম জয় এনে দেওয়ার ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফিফটি করেছিলেন শান্ত। সেই ফিফটিতে ৯ ধাপ এগিয়েছেন এই সিরিজের অধিনায়ক। ৮৯তম স্থানে আছেন বাঁহাতি ব্যাটার। অন্যদিকে একই ম্যাচে ২২ রানে ৩ উইকেট নেওয়া শরীফুল বোলারদের র্যাঙ্কিংয়ে ২৪ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে উঠে এসেছেন।
অন্যদিকে টি-টোয়েন্টিতে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং করেছেন ফিল সল্ট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো দ্বিপক্ষীয় সিরিজে দুই সেঞ্চুরিতে সর্বোচ্চ ৩৩১ রানের রেকর্ড গড়েন। আগের সর্বোচ্চ ৩১৬ রানের রেকর্ড ছিল মোহাম্মদ রিজওয়ানের।
রেকর্ড গড়ার পরও অবশ্য সল্ট ৫ ম্যাচের সিরিজ জেতাতে পারেননি ইংল্যান্ডকে। দলের কাজে না আসলেও ব্যক্তিগত লাভ হয়েছে তাঁর। ১৮ ধাপ এগিয়ে ২ নম্বরে উঠে এসেছেন তিনি। ৮০২ রেটিং পয়েন্ট নিয়ে পেছনে ফেলেছেন রিজওয়ানকে। তিনে থাকা পাকিস্তানি উইকেটরক্ষক ব্যাটারের রেটিং পয়েন্ট ৭৮৭। ৮৮৭ নিয়ে শীর্ষে আছেন ভারতীয় ব্যাটার সূর্যকুমার যাদব। আর সাদা বলের উভয় সংস্করণে অলরাউন্ডারের তালিকায় শীর্ষে আছেন সাকিব আল হাসান।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আর্থিক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইনভেস্টিগেশন ইউনিট। যেখানে মুজিব বর্ষ উদ্যাপনে বিসিবির ব্যয়ে প্রায় ১৮ কোটি টাকার গরমিল পেয়েছে তদন্ত দলটি। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টিকিট...
১৮ মিনিট আগেনাহিদ রানার বোলিং ও গতি নিয়ে সাবেক কিংবদন্তিরাও প্রশংসা করেছেন। বিভিন্ন সময় তাঁর যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। কিন্তু জিম্বাবুয়ে দলকে এখনো মোকাবিলা করতে হয়নি নাহিদ রানা বোলিং। সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিলেট টেস্টেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার...
১ ঘণ্টা আগেসিলেটে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। চার বছর পর নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। লিটন দাস-তাসকিন আহেমদরা না থাকলেও তরুণ ও অভিজ্ঞের দারুণ মিশ্রণ স্বাগতিক দলে। সফরকারীরাও বেশ শক্তিশালী দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে। লড়াইটা সহজ হবে না বলেই মনে করছে দুই দলই।
২ ঘণ্টা আগেনাহিদ রানা। বাংলাদেশের পেস সম্ভাবনার আরেক নাম। শুরুতে শুধু তাঁর বলে গতি থাকলেও তাতে ছিল না তেমন নিয়ন্ত্রণ। তবে এখন দ্রুতগতির বলেও নিয়ন্ত্রণ আনতে পারছেন। আর যেদিন থেকে কাজটি করতে পারছেন, সাফল্য ধরা দিচ্ছে তাঁকে।
৩ ঘণ্টা আগে