এ যেন ‘এক ঢিলে দুই পাখি’ মারল বাংলাদেশ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ধবলধোলাই এড়িয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নিউজিল্যান্ডের মাঠে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ।
নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে বাংলাদেশ খেলে ২০০৭-এর ডিসেম্বর। এরপর ১৬ বছরে বাংলাদেশ তাদের মাঠে তাদের বিপক্ষে সব মিলে ১৮ ওয়ানডে খেলেছিল ঠিকই। তবে কোনোটিতেই জয় পায়নি বাংলাদেশ। যার মধ্যে রয়েছে এবারের নিউজিল্যান্ড সফরের প্রথম দুই ওয়ানডে। সিরিজ খুইয়ে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছিল আরও একটি ধবলধোলাই। সেখানে আজ নেপিয়ারের ম্যাকলিন পার্কে দাপুটে এক জয় পেয়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৩১.৪ ওভারে ৯৮ রানে অলআউট হয়েছে। রান তাড়া করতে নেমে ১৫.১ ওভারে ১ উইকেটে ৯৯ রান করে ফেলে বাংলাদেশ। ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তানজিম হাসান সাকিব।
নাজমুল হোসেন শান্ত ওয়ানডেতে অধিনায়কত্বের অভিষেকে জয় পেয়েছেন ষষ্ঠ ম্যাচে এসে। এবার নিউজিল্যান্ড সফরের প্রথম দুই ওয়ানডেতে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। তৃতীয় ওয়ানডেতে আজ ৪২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। নিজের ফেসবুক পেজে বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘এই ম্যাচ আমি দীর্ঘদিন মনে রাখব। দলকে ধন্যবাদ ও অভিনন্দন।’ এরপর তিনি বাংলাদেশের পতাকার ছবি দিয়েছেন।
বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হয়েছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডেতে। দুই ইনিংস মিলে ম্যাচ হয়েছে ৪৬.৫ ওভার। ম্যাচ যখন শেষ, নেপিয়ারে তখন দুপুর আর ঢাকায় সকাল। বাংলাদেশের মানুষদের শুভ সকাল জানিয়ে মুশফিকুর রহিম ফেসবুক পেজে লিখেছেন, ‘শুভ সকাল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয়ে বাঘেরা ওয়ানডে সিরিজ শেষ করেছে। আশা করি, সামনে তোমাদের ভালো দিন আসছে।’ মেহেদী হাসান মিরাজ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘শেষ ম্যাচে বিশাল জয়ে বাঘের গর্জন শোনা গেছে।’
নিউজিল্যান্ডের ১০ উইকেটের প্রত্যেকটিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। ৩টি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব, শরীফুল ইসলাম ও সৌম্য সরকার। ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। এর মধ্যে লাথামের উইকেট নিয়ে শরীফুল নিউজিল্যান্ডের ইনিংসের ভাঙন ধরানোর সূচনা করেন। বাংলাদেশের বাঁহাতি পেসার ফেসবুকে লিখেছেন, ‘শুভ সকাল বাংলাদেশ’
এ যেন ‘এক ঢিলে দুই পাখি’ মারল বাংলাদেশ। নেপিয়ারের ম্যাকলিন পার্কে তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে ধবলধোলাই এড়িয়েছে বাংলাদেশ। একই সঙ্গে নিউজিল্যান্ডের মাঠে কিউইদের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডেতে জয় পেয়েছে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশ।
নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে বাংলাদেশ খেলে ২০০৭-এর ডিসেম্বর। এরপর ১৬ বছরে বাংলাদেশ তাদের মাঠে তাদের বিপক্ষে সব মিলে ১৮ ওয়ানডে খেলেছিল ঠিকই। তবে কোনোটিতেই জয় পায়নি বাংলাদেশ। যার মধ্যে রয়েছে এবারের নিউজিল্যান্ড সফরের প্রথম দুই ওয়ানডে। সিরিজ খুইয়ে বাংলাদেশকে চোখ রাঙাচ্ছিল আরও একটি ধবলধোলাই। সেখানে আজ নেপিয়ারের ম্যাকলিন পার্কে দাপুটে এক জয় পেয়েছে বাংলাদেশ। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৩১.৪ ওভারে ৯৮ রানে অলআউট হয়েছে। রান তাড়া করতে নেমে ১৫.১ ওভারে ১ উইকেটে ৯৯ রান করে ফেলে বাংলাদেশ। ১৪ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন তানজিম হাসান সাকিব।
নাজমুল হোসেন শান্ত ওয়ানডেতে অধিনায়কত্বের অভিষেকে জয় পেয়েছেন ষষ্ঠ ম্যাচে এসে। এবার নিউজিল্যান্ড সফরের প্রথম দুই ওয়ানডেতে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি। তৃতীয় ওয়ানডেতে আজ ৪২ বলে ৫১ রানের অপরাজিত ইনিংস খেলেছেন। নিজের ফেসবুক পেজে বাংলাদেশ অধিনায়ক লিখেছেন, ‘এই ম্যাচ আমি দীর্ঘদিন মনে রাখব। দলকে ধন্যবাদ ও অভিনন্দন।’ এরপর তিনি বাংলাদেশের পতাকার ছবি দিয়েছেন।
বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হয়েছিল বাংলাদেশ-নিউজিল্যান্ড তৃতীয় ওয়ানডেতে। দুই ইনিংস মিলে ম্যাচ হয়েছে ৪৬.৫ ওভার। ম্যাচ যখন শেষ, নেপিয়ারে তখন দুপুর আর ঢাকায় সকাল। বাংলাদেশের মানুষদের শুভ সকাল জানিয়ে মুশফিকুর রহিম ফেসবুক পেজে লিখেছেন, ‘শুভ সকাল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটের বিশাল জয়ে বাঘেরা ওয়ানডে সিরিজ শেষ করেছে। আশা করি, সামনে তোমাদের ভালো দিন আসছে।’ মেহেদী হাসান মিরাজ নিজের ফেসবুক পেজে লিখেছেন, ‘শেষ ম্যাচে বিশাল জয়ে বাঘের গর্জন শোনা গেছে।’
নিউজিল্যান্ডের ১০ উইকেটের প্রত্যেকটিই নিয়েছেন বাংলাদেশের পেসাররা। ৩টি করে উইকেট নিয়েছেন তানজিম সাকিব, শরীফুল ইসলাম ও সৌম্য সরকার। ১ উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান। এর মধ্যে লাথামের উইকেট নিয়ে শরীফুল নিউজিল্যান্ডের ইনিংসের ভাঙন ধরানোর সূচনা করেন। বাংলাদেশের বাঁহাতি পেসার ফেসবুকে লিখেছেন, ‘শুভ সকাল বাংলাদেশ’
মাত্র ৮ রানের লক্ষ্য। হাতে ১০ উইকেট। তার চেয়েও বড় কথা কখনো ম্যাচের আড়াই দিনের বেশি খেলা বাকি। অতি অস্বাভাবিক কোনো কিছু না ঘটলে কোনো দলের হারার কথা নয়। বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে ঘটেওনি আশ্চর্য হওয়ার মতো কিছু। তিন দিনের মধ্যেই জিম্বাবুয়েকে উড়িয়ে দিল নিউজিল্যান্ড।
১ ঘণ্টা আগেজিম্বাবুয়েতে ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গতকালের হারটা ‘দুর্ঘটনা’ হিসেবে ধরলে আজিজুল হাকিম তামিম-ইকবাল হোসেন ইমনদের টুর্নামেন্টটা কাটছে দুর্দান্ত। দুই ম্যাচ হাতে রেখেই ফাইনালের টিকিট কেটেছেন বাংলাদেশের যুবারা।
৩ ঘণ্টা আগেইনগে সরেনসেনের নামটা এই প্রজন্মের সাঁতারপ্রেমীদের মনে থাকার কথা নয়। ১৯৩৬ সালের বার্লিন অলিম্পিকে ডেনিশ এই সাঁতারু যখন ব্রোঞ্জ জিতেছিলেন, তাঁর বয়স ছিল মাত্র ১২ বছর। অলিম্পিক গেমসের সাঁতারের ২০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে জেতা সে ব্রোঞ্জটাই খুদে এই সাঁতারুকে অনন্য উচ্চতায় তুলে দিয়েছিল। হয়েছিলেন অলিম্পিকের
৩ ঘণ্টা আগেদারুণ এক মৌসুম কাটানোর পর গালাতাসারাই এবার ভিক্টর ওসিমেনকে কিনেই নিল। নাপোলি থেকে গত মৌসুমে ধারে তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ে এসেছিলেন এই নাইজেরিয়ান স্ট্রাইকার। দলকে লিগ শিরোপা জেতানোর পথে ৩০ ম্যাচে ২৬ গোল করেন তিনি। সুফল পেয়ে এবার তাঁর সঙ্গে স্থায়ীভাবে চুক্তি করল তুর্কি চ্যাম্পিয়নরা।
৪ ঘণ্টা আগে