নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ দল। কিন্তু মাঠের খেলা থেকে শুরু করে ট্রফি হাতে নিয়েও ‘টাইমড আউটের’ বিতর্কিত উদ্যাপন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ব্যাপারটি দৃষ্টি এড়ায়নি বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তিনি পরামর্শ দিয়েছেন, টাইমড আউটের সেই ঘটনা থেকে এখন লঙ্কানদের বেরোনো উচিত।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে আজ বাংলাদেশকে ২৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। তাওহীদ হৃদয়ের আউটের পরও লঙ্কানরা টাইমড আউটের সেই উদ্যাপন করেছে—হাত দিয়ে ঘড়ির দিকে ইঙ্গিত করে। ট্রফি জয়ের পর পুরো দলই করেছে একই উদ্যাপন। টি-টোয়েন্টির পর দুই দলের মধ্যে আছে ওয়ানডে ও টেস্ট সিরিজও। সব মিলিয়ে এই সময়ে শ্রীলঙ্কার এমন অঙ্গভঙ্গি ও বিতর্কিত মনোভাব কীভাবে সামলাবেন শান্ত?
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সে প্রসঙ্গে শান্ত বললেন, ‘আক্রমণাত্মকভাবে সামলানোর কিছু নেই। আমার মনে হয় ওরা যেটা করছে, টাইমড আউট নিয়েই তো দেখিয়েছে, ওটা থেকে বেরোতে পারেনি। আমার মনে হয়, বের হওয়া উচিত, বর্তমানে থাকা উচিত। আমরা ক্রিকেটের নিয়মের বাইরে কিছু করিনি (টাইমড আউট নিয়ে)। এটা নিয়ে একটু বেশিই মাতামাতি করছে, করুক। এটা নিয়ে আমরা চিন্তিত না।’
শ্রীলঙ্কার বোলারদের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে কোনো ঘাটতি ছিল কি না, সে প্রশ্নও এসেছে সংবাদ সম্মেলনে। শান্ত অবশ্য জানিয়েছেন, ভিডিও দেখা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতিই নিয়েছিলেন ব্যাটাররা। কিন্তু নুয়ান তুশারার একটি ওভারে ৩ উইকেট হারানোয় কোনো পরিকল্পনা করার সুযোগ পাননি মাঝপথে।
এমন দৃশ্য সামনে আর দেখা যাবে না বললেন শান্ত, ‘সব সময় কিন্তু এ রকম হয় না। আজকে দেখেন আগের ওভারে একটা উইকেট পড়েছে, পরের ওভারে তিনটা উইকেট পড়েছে। সাধারণত এতগুলো উইকেট পড়ে না। আজকে একটু বেশি উইকেট দিয়ে ফেলেছি। কিন্তু আমার মনে হয়, প্রত্যেক ব্যাটার ভালো প্রস্তুতি নিয়ে আসে ওই বোলারের বিপক্ষে। ওই একটা ওভারে পরিকল্পনা করারও কোনো সুযোগ ছিল না। টানা ৩ বলে ৩ উইকেটে পড়ে গেছে। মনে হয় না যে ভবিষ্যতে এ রকম কিছু ঘটবে।’
শ্রীলঙ্কার বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ দল। কিন্তু মাঠের খেলা থেকে শুরু করে ট্রফি হাতে নিয়েও ‘টাইমড আউটের’ বিতর্কিত উদ্যাপন করেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ব্যাপারটি দৃষ্টি এড়ায়নি বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। তিনি পরামর্শ দিয়েছেন, টাইমড আউটের সেই ঘটনা থেকে এখন লঙ্কানদের বেরোনো উচিত।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে আজ বাংলাদেশকে ২৮ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। তাওহীদ হৃদয়ের আউটের পরও লঙ্কানরা টাইমড আউটের সেই উদ্যাপন করেছে—হাত দিয়ে ঘড়ির দিকে ইঙ্গিত করে। ট্রফি জয়ের পর পুরো দলই করেছে একই উদ্যাপন। টি-টোয়েন্টির পর দুই দলের মধ্যে আছে ওয়ানডে ও টেস্ট সিরিজও। সব মিলিয়ে এই সময়ে শ্রীলঙ্কার এমন অঙ্গভঙ্গি ও বিতর্কিত মনোভাব কীভাবে সামলাবেন শান্ত?
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সে প্রসঙ্গে শান্ত বললেন, ‘আক্রমণাত্মকভাবে সামলানোর কিছু নেই। আমার মনে হয় ওরা যেটা করছে, টাইমড আউট নিয়েই তো দেখিয়েছে, ওটা থেকে বেরোতে পারেনি। আমার মনে হয়, বের হওয়া উচিত, বর্তমানে থাকা উচিত। আমরা ক্রিকেটের নিয়মের বাইরে কিছু করিনি (টাইমড আউট নিয়ে)। এটা নিয়ে একটু বেশিই মাতামাতি করছে, করুক। এটা নিয়ে আমরা চিন্তিত না।’
শ্রীলঙ্কার বোলারদের বিপক্ষে বাংলাদেশের প্রস্তুতি নিয়ে কোনো ঘাটতি ছিল কি না, সে প্রশ্নও এসেছে সংবাদ সম্মেলনে। শান্ত অবশ্য জানিয়েছেন, ভিডিও দেখা থেকে শুরু করে সব ধরনের প্রস্তুতিই নিয়েছিলেন ব্যাটাররা। কিন্তু নুয়ান তুশারার একটি ওভারে ৩ উইকেট হারানোয় কোনো পরিকল্পনা করার সুযোগ পাননি মাঝপথে।
এমন দৃশ্য সামনে আর দেখা যাবে না বললেন শান্ত, ‘সব সময় কিন্তু এ রকম হয় না। আজকে দেখেন আগের ওভারে একটা উইকেট পড়েছে, পরের ওভারে তিনটা উইকেট পড়েছে। সাধারণত এতগুলো উইকেট পড়ে না। আজকে একটু বেশি উইকেট দিয়ে ফেলেছি। কিন্তু আমার মনে হয়, প্রত্যেক ব্যাটার ভালো প্রস্তুতি নিয়ে আসে ওই বোলারের বিপক্ষে। ওই একটা ওভারে পরিকল্পনা করারও কোনো সুযোগ ছিল না। টানা ৩ বলে ৩ উইকেটে পড়ে গেছে। মনে হয় না যে ভবিষ্যতে এ রকম কিছু ঘটবে।’
ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব পড়ছে ক্রিকেটেও। পাকিস্তান সুপার লিগে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল নাহিদ রানার পেশোয়ার জালমি ও করাচি কিংসের। কিন্তু ম্যাচটি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ বলছে পিএসএল পাকিস্তান থেকে সরিয়ে দুবাইয়ে নেওয়া হতে পারে।
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের সংঘাতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো উপমহাদেশেই। স্বাভাবিকভাবে যুদ্ধের প্রভাব পড়েছে ক্রিকেটেও। পাকিস্তানে ভারতের হামলার পর থেকেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে নিয়ে সবাই চিন্তিত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্রিকেটারদের
১ ঘণ্টা আগেআরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজে অংশ নিতে এ সপ্তাহের শুরুতে প্রস্তুতি শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু হঠাৎ করে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি হওয়ায় শঙ্কার মুখে পড়ে গেছে পাকিস্তান সফর। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আশা, নির্ধারিত সময়েই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।
৩ ঘণ্টা আগে৭ বছর পর আবারও শুরু হচ্ছে সেরা সাঁতারুর খোঁজ। ১০ মে থেকে এই খোঁজে নামবে সাঁতার ফেডারেশন। মূলত দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলা থেকে আসা সাঁতারুদের নিয়ে ১৫টি ভেন্যুতে চলবে এই বাছাই কার্যক্রম। সেজন্য বাজেট ধরা হয়েছে ৬ কোটি টাকা।
৪ ঘণ্টা আগে