পাঁচ দফা দাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তাদের কর্মবিরতি
জনবলকাঠামো, নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জের বিভিন্ন উপজেলায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। গতকাল সোমবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করেন তাঁরা।