রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
কাক ডাকা ভোরে নরসিংদীর রায়পুরার মুছাপুর পাগলাবাজারে নিয়মিত বসে দিনমজুরদের হাট। এখানে শ্রমিকেরা আসেন সারা দিনের জন্য শ্রম বিক্রি করতে। হাট থেকে কৃষকেরা দরদাম মিটিয়ে শ্রমিকদের নিয়ে যান। অনেকে দূর দুরান্ত থেকে আসেন। চুক্তি মিটিয়ে শ্রমিক নিয়ে রওনা হন যানবাহনে।
আজ শুক্রবার ভোর ৬টার দিকে সরেজমিনে পাগলাবাজারের হাট ঘুরে এমন দৃশ্যই দেখা যায়। এ অঞ্চল সবজি এবং ধান চাষের জন্য পরিচিত। এখন চলছে আমনের ভরা মৌসুম। পাশাপাশি সবজি খেতের পরিচর্যার কাজ। তাই এখন শ্রমিকের চাহিদা ব্যাপক। প্রতিদিন কাজের সন্ধানে দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক শ শ্রমিক সমবেত হন এই হাটে। স্থানীয় কৃষকেরা চাহিদা মতো শ্রমিক নিয়ে যান।
উপজেলার মুছাপুর পাগলা বাজারের কৃষিশ্রমিক আবদুল কাদির (৩৫) বলেন, ‘নেত্রকোনা থেকে কাজের সন্ধানে নিয়মিত আসি। এখানে আমার মতো আরও অনেকে একটি ঘরে ২০ টাকা করে জনপ্রতি ভাড়ায় রাত্রি যাপন করি। প্রতিদিন কাজের সন্ধানে এই হাটে এসে দাঁড়াই। বর্তমানে চাহিদা কিছুটা কম। পাঁচশ টাকার কম বা একটু বেশিতে কাজে যেতে হচ্ছে। সকাল, দুপুর, বিকেলের খাবারসহ যাতায়াত খরচও গৃহস্থ দেয়।’
কৃষক হারুন বলেন, ‘সারা বছর ওই হাটে শ্রমিক পাওয়া যায়। আশপাশের কয়েক গ্রামের কৃষক এখান থেকে শ্রমিক নিতে ভিড় জমায়। ভোরে না আসলে শ্রমিক পাওয়া যায় না। হাটে এসে পাঁচশ টাকায় একজন শ্রমিক নিলাম।’
উপজেলার মেথিকান্দা, হাঁটুভাঙা, হাইরমরার, আমিরগঞ্জ, মরজাল বাসস্ট্যান্ডসহ বেশ কয়েকটি বাজারে প্রতিদিন কামলার হাট বসে। দৈনিক কয়েক হাজার শ্রমিক দৈনিক চুক্তিতে কাজে যান।
কাক ডাকা ভোরে নরসিংদীর রায়পুরার মুছাপুর পাগলাবাজারে নিয়মিত বসে দিনমজুরদের হাট। এখানে শ্রমিকেরা আসেন সারা দিনের জন্য শ্রম বিক্রি করতে। হাট থেকে কৃষকেরা দরদাম মিটিয়ে শ্রমিকদের নিয়ে যান। অনেকে দূর দুরান্ত থেকে আসেন। চুক্তি মিটিয়ে শ্রমিক নিয়ে রওনা হন যানবাহনে।
আজ শুক্রবার ভোর ৬টার দিকে সরেজমিনে পাগলাবাজারের হাট ঘুরে এমন দৃশ্যই দেখা যায়। এ অঞ্চল সবজি এবং ধান চাষের জন্য পরিচিত। এখন চলছে আমনের ভরা মৌসুম। পাশাপাশি সবজি খেতের পরিচর্যার কাজ। তাই এখন শ্রমিকের চাহিদা ব্যাপক। প্রতিদিন কাজের সন্ধানে দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক শ শ্রমিক সমবেত হন এই হাটে। স্থানীয় কৃষকেরা চাহিদা মতো শ্রমিক নিয়ে যান।
উপজেলার মুছাপুর পাগলা বাজারের কৃষিশ্রমিক আবদুল কাদির (৩৫) বলেন, ‘নেত্রকোনা থেকে কাজের সন্ধানে নিয়মিত আসি। এখানে আমার মতো আরও অনেকে একটি ঘরে ২০ টাকা করে জনপ্রতি ভাড়ায় রাত্রি যাপন করি। প্রতিদিন কাজের সন্ধানে এই হাটে এসে দাঁড়াই। বর্তমানে চাহিদা কিছুটা কম। পাঁচশ টাকার কম বা একটু বেশিতে কাজে যেতে হচ্ছে। সকাল, দুপুর, বিকেলের খাবারসহ যাতায়াত খরচও গৃহস্থ দেয়।’
কৃষক হারুন বলেন, ‘সারা বছর ওই হাটে শ্রমিক পাওয়া যায়। আশপাশের কয়েক গ্রামের কৃষক এখান থেকে শ্রমিক নিতে ভিড় জমায়। ভোরে না আসলে শ্রমিক পাওয়া যায় না। হাটে এসে পাঁচশ টাকায় একজন শ্রমিক নিলাম।’
উপজেলার মেথিকান্দা, হাঁটুভাঙা, হাইরমরার, আমিরগঞ্জ, মরজাল বাসস্ট্যান্ডসহ বেশ কয়েকটি বাজারে প্রতিদিন কামলার হাট বসে। দৈনিক কয়েক হাজার শ্রমিক দৈনিক চুক্তিতে কাজে যান।
বসুন্ধরা আবাসিক এলাকায় তেলাপোকার কীটনাশকের বিষক্রিয়ায় দুই শিশুর মৃত্যুর ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণের তারিখ পিছিয়ে আগামী ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ এর বিচারক মাসুদ করিম এই তারিখ ধার্য করেন।
৯ মিনিট আগেচাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একই ঘর থেকে এক গৃহবধূ ও যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগেভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় করা অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম এই তারিখ ধার্য করেন...
৩৯ মিনিট আগেবিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত চলাকালীন হঠাৎ বিকট শব্দে একটি ড্রোন বাঁশের খুঁটি ও টিনের ছাউনিতে আছড়ে পড়ে। এতে মুসল্লিরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকেন। এতে অর্ধশতাধিক মুসল্লি আহত হয়েছেন...
৩৯ মিনিট আগে