রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গত মঙ্গলবার খুন হন চরসুবুদ্ধি এলাকার আবদুল মান্নান (৬২)। আজ শুক্রবার দুপুরে এই মামলার প্রধান আসামি শিশু মিয়াকে (৫২) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দুর্বাটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তাকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা গা ঢাকা দেয়। আজ শুক্রবার দুপুরে নরসিংদীর র্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দুর্বাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বিকেলে তাকে রায়পুরা থানায় হস্তান্তর করে র্যাব-১১।
জানা গেছে, নিহত আবদুল মান্নান চরসুবুদ্ধি ইউনিয়নের খইরার বাড়ির আবদুর রেকমানের ছেলে। আসামিরা হলেন-একই গ্রামের আবদুল খালেক মিয়ার ছেলে শিশু মিয়া (৫২) ও বেনু মিয়া (৫৫)।
রায়পুরা থানার উপপরিদর্শক তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় র্যাব-১১ এর সহায়তায় প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আগামীকাল পুলিশি পাহারায় আদালতে প্রেরণ করা হবে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার চরসুবুদ্ধি এলাকায় আবদুল মান্নান (৬২) প্রতিপক্ষের লোকজনের হামলায় নিহত হন। এ ঘটনার পর নিহতের স্বজনরা দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন। জানা গেছে, আবদুল মান্নান ও শিশু মিয়ার সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বেনি মিয়ার হাঁস মান্নান মিয়ার বাড়ির উঠানে আসাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা হয়। পরে অতর্কিত হামলায় প্রাণ যায় আবদুল মান্নানের।
নরসিংদীর রায়পুরায় জমি সংক্রান্ত বিরোধের জেরে গত মঙ্গলবার খুন হন চরসুবুদ্ধি এলাকার আবদুল মান্নান (৬২)। আজ শুক্রবার দুপুরে এই মামলার প্রধান আসামি শিশু মিয়াকে (৫২) গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দুর্বাটি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তাকে রায়পুরা থানায় হস্তান্তর করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এই হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা গা ঢাকা দেয়। আজ শুক্রবার দুপুরে নরসিংদীর র্যাব-১১ গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর জেলার কালীগঞ্জ থানার দুর্বাটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বিকেলে তাকে রায়পুরা থানায় হস্তান্তর করে র্যাব-১১।
জানা গেছে, নিহত আবদুল মান্নান চরসুবুদ্ধি ইউনিয়নের খইরার বাড়ির আবদুর রেকমানের ছেলে। আসামিরা হলেন-একই গ্রামের আবদুল খালেক মিয়ার ছেলে শিশু মিয়া (৫২) ও বেনু মিয়া (৫৫)।
রায়পুরা থানার উপপরিদর্শক তদন্তকারী কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় র্যাব-১১ এর সহায়তায় প্রধান আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আগামীকাল পুলিশি পাহারায় আদালতে প্রেরণ করা হবে। বাকিদের ধরতে অভিযান অব্যাহত আছে।’
উল্লেখ্য, গত মঙ্গলবার চরসুবুদ্ধি এলাকায় আবদুল মান্নান (৬২) প্রতিপক্ষের লোকজনের হামলায় নিহত হন। এ ঘটনার পর নিহতের স্বজনরা দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা করেন। জানা গেছে, আবদুল মান্নান ও শিশু মিয়ার সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। বেনি মিয়ার হাঁস মান্নান মিয়ার বাড়ির উঠানে আসাকে কেন্দ্র করে বাগ্বিতণ্ডা হয়। পরে অতর্কিত হামলায় প্রাণ যায় আবদুল মান্নানের।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একই ঘর থেকে এক গৃহবধূ ও যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার রাত ১০টার দিকে গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ গ্রাম থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
১০ মিনিট আগেভারতের পশ্চিমবঙ্গে বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের ঘটনায় করা অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৬ মার্চ দিন ধার্য করা হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর হাকিম এম এ আজহারুল ইসলাম এই তারিখ ধার্য করেন...
২৬ মিনিট আগেবিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত চলাকালীন হঠাৎ বিকট শব্দে একটি ড্রোন বাঁশের খুঁটি ও টিনের ছাউনিতে আছড়ে পড়ে। এতে মুসল্লিরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছুটোছুটি করতে থাকেন। এতে অর্ধশতাধিক মুসল্লি আহত হয়েছেন...
২৭ মিনিট আগেক্ষুব্ধ কৃষকেরা বলেন, প্রতি কেজি আলু সংরক্ষণের জন্য আগে হিমাগারগুলোকে চার টাকা ভাড়া দিতে হতো। এবার তা বাড়িয়ে ৮ টাকা করা হয়েছে। ভাড়া দ্বিগুণ হয়ে যাওয়ায় তারা ক্ষতিগ্রস্ত হবেন। তাই তারা দ্রুত আগের ভাড়া নির্ধারণের দাবি জানান। তা না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের পাশাপাশি মহাসড়ক অবরোধের হুমকি দেন তাঁরা।
৩০ মিনিট আগে