Ajker Patrika

মেঘনায় প্রবাসীর মালামাল লুটের ঘটনায় চার ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মেঘনায় প্রবাসীর মালামাল লুটের ঘটনায় চার ডাকাত গ্রেপ্তার

মালয়েশিয়া প্রবাসী এক ব্যক্তিকে মেঘনা নদীতে অস্ত্রের মুখে মালামাল ও টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার ঘটনায় স্পিডবোটের চালকসহ চার ডাকাতকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো-প্রবাসীকে বহনকারী স্পিডবোটের চালক শফিকুল ইসলাম, (২০) তাঁর সহযোগী রাহাত হোসেন, মো. ইসমাইল হোসেন ও রিজভী। নরসিংদী ও ব্রাহ্মণবাড়িয়ার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর গুলশান পুলিশ প্লাজায় নৌপুলিশের সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত ডিআইজি পংকজ চন্দ্র রায়।

তিনি জানান, গত ৬ সেপ্টেম্বর রাত সাড়ে তিনটার দিকে নরসিংদীর বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী নাসির উদ্দিন দীর্ঘ ৯ বছর প্রবাস জীবন শেষে ছুটিতে দেশে আসেন। তাঁকে বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশে বড় ভাই আসমত আলী আগে থেকেই তোয়াজ-৪০ নামে একটি স্পিডবোট ভাড়া করে রাখেন। বিমানবন্দর থেকে আসমত আলী, তাঁর ভাতিজা দলিল (১৭) ও ছেলে রিফাত (৭) ছোট ভাই নাসির উদ্দিনকে নিয়ে একটি মাইক্রোবাস ভাড়া করে নরসিংদী পুরাতন লঞ্চঘাটে পৌঁছান। লঞ্চঘাটে আগে থেকে ঠিক করে রাখা স্পিডবোটে করে বাড়ির উদ্দেশে রওনা দেন। তখন রাত সাড়ে তিনটা। স্পিডবোট চালক মো. শফিকুল ইসলাম (২০) তাদেরকে নিয়ে কিছু দূর যাওয়ার পর ইঞ্জিন স্টার্ট হচ্ছে না জানিয়ে মাঝনদীতে স্পিডবোট বন্ধ করে দেয়। এর পর বিভিন্ন জনের সঙ্গে কয়েকবার মোবাইল ফোনে কথা বলেন চালক শফিকুল। কথা বলার কিছুক্ষণের মধ্যেই অন্য আরেকটি স্পিডবোটে করে তিনজন জলদস্যু আসেন। তাঁরা এসেই বোটে উঠে অস্ত্রের মুখে হত্যার ভয় দেখিয়ে সঙ্গে থাকা মালামাল নিয়ে যায়।

লুটের এই ঘটনাটি করিমপুর নৌ পুলিশ ফাঁড়ি জানতে পারার সঙ্গে সঙ্গে জলদস্যুদের ধরার জন্য অভিযানে নামে। নৌ পুলিশ সদস্যরা স্পিডবোট তোয়াজ-৪০ এর চালক শফিকুল ইসলামকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং সহযোগীদের বিষয়ে তথ্য দেয়। এরই সূত্র ধরে ঢাকার নৌ পুলিশের একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সহায়তায় সহযোগী রাহাত হোসেনকে নরসিংদী দত্তপাড়া থেকে এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের ওসমান গনি মার্কেটে থেকে ইসমাইল হোসেন ও রিজভীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে লুট করা সোনার চেইন, কানের দুল, আংটি, রুপার ব্রেসলেট, চারটি বিভিন্ন মডেলের মোবাইল ফোন, হাতঘড়ি, ডাকাতি কাজে ব্যবহৃত দুইটি স্পিডবোট, নগদ পাঁচ হাজার টাকা, ইরানি ১০ হাজার রিয়েল, মালয়েশিয়ান ১০ রিঙ্গিতসহ বিভিন্ন দেশের মুদ্রা উদ্ধার করা হয়।

পংকজ চন্দ্র রায় আরও জানান, প্রবাসীর মালামাল লুটের ঘটনায় নরসিংদি মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় চার ডাকাতকে গ্রেপ্তার দেখানো হবে। দ্রুততম সময়ের মধ্যে প্রবাসীর কষ্টার্জিত মূল্যবান মালামাল ও অর্থ উদ্ধার করতে পারায় ভুক্তভোগীর পরিবার ও স্থানীয়রা পুলিশের প্রতি বিশেষ ধন্যবাদ জানিয়েছে বলে জানান এ কর্মকর্তা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত