ধামরাইয়ে পুত্রবধূর হাতে শ্বশুর খুনের অভিযোগ
স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সালামত খান বলেন, পুত্রবধূ সুমি লাবুকে নিয়মিত মারধর করতো। ঠিকমতো খেতে দিত না। একাধিকবার পুত্রবধূ সুমির বিচার করা হয়েছে। কিন্তু আজকে একেবারে মেরেই ফেলেছে। পুত্রবধূ সুমি খুব খারাপ মেয়ে। পুলিশ একে ধরে নিয়ে গেছে। এর যেন সঠিক বিচার হয়।