Ajker Patrika

হত্যা করে পগারপার ১৭ বছর পর গ্রেপ্তার

প্রতিনিধি, ধামরাই
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৫৬
হত্যা করে পগারপার  ১৭ বছর পর গ্রেপ্তার

ধামরাইয়ে ১৭ বছর আগের হত্যা মামলার প্রধান আসামি ফিরোজ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দুপুরে উপজেলার সূতিপাড়া ইউনিয়নের কালামপুর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের পাশ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গতকাল বৃহস্পতিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ফিরোজ আলম ধামরাই পৌরসভার কায়েতপাড়া মহল্লার হাবিবুর রহমান ওরফে হাবির ছেলে। আর হত্যার শিকার তৈয়বুর রহমান উপজেলার ধামরাই ইউনিয়নের শরীফবাগ এলাকার নুরুল ইসলামের ছেলে।

স্থানীয় বাসিন্দারা জানান, ২০০৪ সালে ধামরাই কায়েতপাড়া সীমা হলের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফিরোজ আলম তৈয়বুর রহমানকে ছুরিকাঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তৈয়বুর। এ ঘটনায় ২০০৪ সালের সেপ্টেম্বরে ফিরোজের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এরপর থেকে তাঁকে আর এলাকায় দেখা যায়নি।

পরে জানা যায়, ফিরোজ সৌদি আরব চলে গেছেন। টানা প্রায় ১৭ বছর সৌদিতে থাকার পর ৬ মাস আগে দেশে ফেরেন তিনি। অবশেষে বুধবার তাঁকে তৈয়বুর হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়।

নিহত তৈয়বুর রহমানের ভগ্নিপতি সোহেল হোসেন বলেন, ‘আসামি ফিরোজ আলম সম্পর্কে নিহত তৈয়বুরের খালাতো ভাই। আসামি ফিরোজ আলমের বাড়িও শরীফবাগ এলাকায়। কিন্তু পরে ফিরোজ পৌরসভার কায়েতপাড়া মহল্লায় বাড়ি করে বসবাস করছিলেন। তৈয়বুরকে হত্যার পরে ফিরোজ সৌদি আরবে চলে যান। দীর্ঘ ১৭ বছর পর তিনি দেশে ফেরেন। তিনি তৈয়বুর হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি।’

নাম প্রকাশে অনিচ্ছুক ফিরোজের এক আত্মীয় বলেন, ‘যখন ঘটনাটি ঘটেছে তখন আসামিপক্ষ আপস করার চেষ্টা করেছেন। কিন্তু বাদীপক্ষের লোকজন এতে কোনো প্রকার সাড়া দেননি।’

মামলার বাদী, নিহতের বাবা নুরুল ইসলাম বলেন, ‘ছেলে হত্যার পর সাতজনকে আসামি করে মামলা করা হয়। ঘটনার কয়েক দিন পর সে মামলায় শরীফ, বলাই ও কৃষ্ণ নামের তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। বর্তমানে তাঁরা জামিনে আছেন। শুনানি হলে তাঁরা আদালতে হাজিরা দেন। এখনো এ মামলার কোনো রায় হয়নি।’

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, ‘বুধবার হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ফিরোজ আলমকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত