Ajker Patrika

ধামরাইয়ে মসজিদের মাইক সেট ও দানবাক্সের টাকা চুরি

প্রতিনিধি, ধামরাই (ঢাকা) 
আপডেট : ২৯ আগস্ট ২০২১, ০১: ৫৫
ধামরাইয়ে মসজিদের মাইক সেট ও দানবাক্সের টাকা চুরি

ঢাকার ধামরাইয়ের একটি মসজিদের মাইক সেট ও দানবাক্সের টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার সকালের দিকে উপজেলার বাথুলী বাস স্ট্যান্ড এর পাশে বাইতুন নূর জামে মসজিদ থেকে ৪০ হাজার টাকা মূল্যের মাইক সেট ও দানবাক্সে থাকা প্রায় ১০ / ১৫ হাজার টাকা নিয়ে যায়। 

সিসিটিভির ফুটেজে দেখা যায়, লুঙ্গি ও টি শার্ট পরা এক যুবক মসজিদের ভেতরে প্রবেশ করে। তার কয়েক মিনিট পর হাতে অগোছালো টাকা নিয়ে মসজিদ থেকে বেরিয়ে আসেন। এর কিছুক্ষণ পর আবার মসজিদের মাইক সেট নিয়ে চলে যান ওই যুবক। 

পরে স্থানীয় লোকজন দেখতে পায় মসজিদের মাইক সেট ও দানবাক্সের সব টাকা নেই। পরে সিসিটিভির ফুটেজ দেখে সবাই নিশ্চিত হয় মসজিদের মাইক সেট ও দানবাক্সের সব টাকা চুরি হয়ে গেছে। 

বাইতুন নূর জামে মসজিদ এর সভাপতি মো. এমদাদুল হক বলেন, শনিবার সকালে ৪০ হাজার টাকা মূল্যের মসজিদের মাইক সেট ও দানবাক্সে থাকা ১০ / ১৫ হাজার টাকা চুরি হয়ে গেছে। সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি নিশ্চিত হয়েছি। কিন্তু সিসিটিভিতে চুরের চেহারা সম্পূর্ণ বোঝা যায় না। 

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) রশিদ উদ্দিন জানান, এ রকম চুরির বিষয়ে আমাদের জানা নেই। তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত