Ajker Patrika

ধামরাইয়ে পুত্রবধূর হাতে শ্বশুর খুনের অভিযোগ

প্রতিনিধি
আপডেট : ২৬ জুন ২০২১, ১৯: ০৫
ধামরাইয়ে পুত্রবধূর হাতে শ্বশুর খুনের অভিযোগ

ধামরাই (ঢাকা): ঢাকার ধামরাইয়ে লাবু (৭৫) নামের এক বৃদ্ধাকে নির্যাতন করে হত্যার অভিযোগ তাঁর পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় আজ মঙ্গলবার পুত্রবধূ সুমি আক্তার (৪০), তাঁর পিতা সামসুল হক এবং মাতা শাহিদাকে আটক করেছে পুলিশ।    

নিহত উপজেলার বাইশাকান্দা ইউনিয়নের গোলাকান্দা গ্রামের মৃত খালেকের ছেলে লাবিব রহমান লাবু (৭৫)। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। 

এলাকাবাসী জানায়, নিহত লাবিব রহমান লাবু তাঁর ছয় বিঘা জমি তাঁর পুত্র জিয়াউর রহমানকে কয়েক বছর আগে লিখে দেন। বাকি সম্পত্তি লিখে দেন মেয়েকে। মেয়েকে জমি লিখে দেওয়ার পর থেকেই শ্বশুরের ওপর অত্যাচার করত তাঁর পূত্রবধূ। এ নিয়ে এলাকায় একাধিকবার পুত্র বধু সুমির নামে বিচার করেছে স্থানীয়রা। আজ মঙ্গলবার লাবিব উদ্দিনকে মারধর করে পুত্রবধূ ও তাঁর দুই নাতি। তাঁকে মেরে রক্তাক্ত করে। একপর্যায়ে মৃত্যু নিশ্চিত হওয়ার পর শ্বশুরের লাশ তাঁর শোয়ার ঘরে রেখে পুত্র বধু নিজের ঘরে গিয়ে দরজা আটকে দেন। পরে নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখায় এলাকাবাসী পুলিশে খবর দেয়।  খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা সালামত খান বলেন, পুত্রবধূ সুমি লাবুকে নিয়মিত মারধর করতো। ঠিকমতো খেতে দিত না। একাধিকবার পুত্রবধূ সুমির বিচার করা হয়েছে। কিন্তু আজকে একেবারে মেরেই ফেলেছে। পুত্রবধূ সুমি খুব খারাপ মেয়ে। পুলিশ একে ধরে নিয়ে গেছে। এর যেন সঠিক বিচার হয়। 

একাধিক স্থানীয়রা আরও জানান, নিহত লাবিব রহমান লাবুর ছেলে জিয়াউর রহমান বি. বাড়িয়া পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করেন। সে পিতার ওপর স্ত্রীর অত্যাচারের কথা কখনো বিশ্বাস করতেন না। 

এ বিষয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনা স্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা জাবে। এ ঘটনায় নিহতের পুত্রবধূ, পুত্রবধূর মা-বাবাকে কে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বঙ্গবন্ধু ও মুজিবনগর সরকারের সদস্যদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বহাল থাকছে

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত