প্রতিনিধি, ধামরাই
হারিয়ে যাওয়া বাক প্রতিবন্ধী ছেলেকে ফিরিয়ে পেয়েছেন মা শিউলি বেগম (২৮)। শনিবার দুপুরে ছেলেকে ফিরে পেয়েছেন মা।
গত ২৩ জুলাই সাভারের নবীনগরের কুরগাও নিজের বাসা থেকে খাওয়া দাওয়া করে গেটের বাইরে বের হয়। তার পর থেকেই সাগর নিখোঁজ ছিল। পরে ধামরাইয়ের কালামপুর বাজারে কয়েকজন শিশু সাগরকে দেখে তার পরিচয় জানতে চায়। কিন্তু সাগর বাক প্রতিবন্ধী থাকায় কোন কথা বলতে না পারায় স্থানীয়রা ধামরাই থানায় ফোন করে।
পরে পুলিশ গিয়ে শিশুটিকে থানায় নিয়ে ধামরাই উপজেলা সমাজ সেবা অফিসে নিয়ে যায়। এর পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি বিষয়টি জানার পর হারানো শিশু সাগরের ছবি দিয়ে তার একটি ফেসবুক পেজে পোস্ট করেন। সেই ফেসবুক পোস্টের মাধ্যমেই বিকেলে শিশুটির মা-বাবার সন্ধান মিলে।
শিশু সাগরের মা শিউলি বেগম বলেন, আমার পাঁচ ছেলে-মেয়ে। তাই এতটা খোঁজ খবর রাখতে পারি না। সাগর শুক্রবার ঘরে বসে ভাত খাওয়ার পর গেটের বাইরে যায়। তার পর থেকেই আর খোঁজে পাচ্ছিলাম না। পরে মাইক দিয়ে মাইকিং করা হয়েছে আরও সব আত্মীয়ের বাড়ি খুঁজেছি। শনিবার ধামরাইয়ের ইসলাম বাসস্ট্যান্ড গিয়ে লোকজনকে জিজ্ঞেস করলে এক চার দোকানে বসে থাকা একজন বলে ধামরাইয়ের ইউএনও'র ফেসবুকে এক ছেলে হারানোর পোস্ট দিছে দেখেন এই ছেলে কিনা। পরে আমরা সেই ছবি দেখে নিশ্চিত হই এটা সাগর। সেখানে ফোন নাম্বার দেওয়া ছিল। ফোন করে ইউএনও স্যারের কাছ থেকে আমার ছেলেকে নিয়ে আসছি। আমি স্যারের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সব সময় তার ভালো করে।
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলার সমাজসেবা অফিস থেকে আমাকে বিষয়টি জানানো হয়। তখন আমি ছেলেটির ছবি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার, ধামরাই নামের একটি ফেসবুকের পেজে পোস্ট করি। কয়েক ঘণ্টার মধ্যে তা শতাধিক শেয়ার হয়। পরে আমি লকডাউন বাস্তবায়নে মাঠে ছিলাম তখন একটি ফোন আসে। আমি তাদের উপজেলায় আসতে বলি। পরে তারা আসলে নিশ্চিত হয়ে শিশু সাগরকে তার মা-বাবার কাছে তুলে দেওয়া হয়।
শনিবার দুপুরে ধামরাই উপজেলা থেকে সাত বছরের বাক প্রতিবন্ধী মো. সাগরকে তার মা-বাবার কাছে তুলে দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি।
হারিয়ে যাওয়া বাক প্রতিবন্ধী ছেলেকে ফিরিয়ে পেয়েছেন মা শিউলি বেগম (২৮)। শনিবার দুপুরে ছেলেকে ফিরে পেয়েছেন মা।
গত ২৩ জুলাই সাভারের নবীনগরের কুরগাও নিজের বাসা থেকে খাওয়া দাওয়া করে গেটের বাইরে বের হয়। তার পর থেকেই সাগর নিখোঁজ ছিল। পরে ধামরাইয়ের কালামপুর বাজারে কয়েকজন শিশু সাগরকে দেখে তার পরিচয় জানতে চায়। কিন্তু সাগর বাক প্রতিবন্ধী থাকায় কোন কথা বলতে না পারায় স্থানীয়রা ধামরাই থানায় ফোন করে।
পরে পুলিশ গিয়ে শিশুটিকে থানায় নিয়ে ধামরাই উপজেলা সমাজ সেবা অফিসে নিয়ে যায়। এর পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি বিষয়টি জানার পর হারানো শিশু সাগরের ছবি দিয়ে তার একটি ফেসবুক পেজে পোস্ট করেন। সেই ফেসবুক পোস্টের মাধ্যমেই বিকেলে শিশুটির মা-বাবার সন্ধান মিলে।
শিশু সাগরের মা শিউলি বেগম বলেন, আমার পাঁচ ছেলে-মেয়ে। তাই এতটা খোঁজ খবর রাখতে পারি না। সাগর শুক্রবার ঘরে বসে ভাত খাওয়ার পর গেটের বাইরে যায়। তার পর থেকেই আর খোঁজে পাচ্ছিলাম না। পরে মাইক দিয়ে মাইকিং করা হয়েছে আরও সব আত্মীয়ের বাড়ি খুঁজেছি। শনিবার ধামরাইয়ের ইসলাম বাসস্ট্যান্ড গিয়ে লোকজনকে জিজ্ঞেস করলে এক চার দোকানে বসে থাকা একজন বলে ধামরাইয়ের ইউএনও'র ফেসবুকে এক ছেলে হারানোর পোস্ট দিছে দেখেন এই ছেলে কিনা। পরে আমরা সেই ছবি দেখে নিশ্চিত হই এটা সাগর। সেখানে ফোন নাম্বার দেওয়া ছিল। ফোন করে ইউএনও স্যারের কাছ থেকে আমার ছেলেকে নিয়ে আসছি। আমি স্যারের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন সব সময় তার ভালো করে।
এ বিষয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, উপজেলার সমাজসেবা অফিস থেকে আমাকে বিষয়টি জানানো হয়। তখন আমি ছেলেটির ছবি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার, ধামরাই নামের একটি ফেসবুকের পেজে পোস্ট করি। কয়েক ঘণ্টার মধ্যে তা শতাধিক শেয়ার হয়। পরে আমি লকডাউন বাস্তবায়নে মাঠে ছিলাম তখন একটি ফোন আসে। আমি তাদের উপজেলায় আসতে বলি। পরে তারা আসলে নিশ্চিত হয়ে শিশু সাগরকে তার মা-বাবার কাছে তুলে দেওয়া হয়।
শনিবার দুপুরে ধামরাই উপজেলা থেকে সাত বছরের বাক প্রতিবন্ধী মো. সাগরকে তার মা-বাবার কাছে তুলে দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসাইন মোহাম্মদ হাই জকি।
গুরুত্বপূর্ণ ও ব্যস্ত হলেও বেহাল রাজধানীর দোলাইরপাড় থেকে যাত্রাবাড়ী মোড় পর্যন্ত সড়ক। এমনিতে অপ্রশস্ত সড়কটির বেশির ভাগ অংশই এখন ভাঙাচোরা, খানাখন্দে ভরা। সড়কজুড়ে অসংখ্য ছোট-বড় গর্ত। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে হেলেদুলে চলাচল করছে যানবাহন।
৩০ মিনিট আগেরাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হওয়ার আগে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমানটি মাত্র সাত মিনিট উড়েছিল। ২১ জুলাই বেলা ১টা ৬ মিনিটে উড্ডয়নের পর যুদ্ধবিমানটি ১টা ১৩ মিনিটে উত্তরার দিয়াবাড়িতে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের একটি একাডেমিক ভবনে আছড়ে পড়ে।
৩০ মিনিট আগেগাইবান্ধায় তিস্তা ও ব্রহ্মপুত্রের ভাঙনে এর তীরবর্তী এলাকার বাসিন্দারা দিশেহারা হয়ে পড়েছে। সম্প্রতি হঠাৎ শুরু হওয়া এই ভাঙনে এরই মধ্যে তিন ফসলি জমি, ফলের বাগান, সড়ক এবং অর্ধশতাধিক বসতভিটাও নদীতে বিলীন হয়ে গেছে।
২ ঘণ্টা আগেগাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঙ্গার জাঙ্গাল এলাকায় মকস বিলে ঘুরতে গিয়ে গত শুক্রবার বিকেলে নৌকা ডুবে তিন বন্ধু নিখোঁজ হয়। এরপর একে একে তাদের সবার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
৫ ঘণ্টা আগে