Ajker Patrika

সড়ক দুর্ঘটনা রোধে গণস্বাক্ষর অভিযান

প্রতিনিধি, ধামরাই
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২১, ১৩: ৫০
সড়ক দুর্ঘটনা রোধে গণস্বাক্ষর অভিযান

সড়ক দুর্ঘটনার প্রতিরোধের দাবিতে গণস্বাক্ষর অভিযান চালিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখা। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার তারা উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন জায়গায় এ অভিযান চালান। এ সময় সড়ক দুর্ঘটনার কারণ সম্পর্কেও স্বাক্ষরকারীদের মন্তব্য নেন। এগুলো বিভিন্ন দপ্তরে পাঠানো হবে বলে জানিয়েছে নিসচা।

নিসচার গণস্বাক্ষর কর্মসূচিতে ছাত্রছাত্রী, পরিবহন শ্রমিক, মালিক, অটোরিকশাচালক, পোশাকশ্রমিকসহ প্রায় ১ হাজার জন অংশ নেন। অংশগ্রহণকারীরা সড়ক স্বাক্ষরের পাশাপাশি সড়ক দুর্ঘটনার একটি করে কারণ উল্লেখ করেন। এসব মন্তব্যের মধ্যে অন্যতম হলো কিছু পরিবহন কোম্পানির গাড়ির বেপরোয়া গতি, চালকদের অদক্ষতা ও অনিয়ম, মহাসড়কে তিন চাকার গাড়ি চলাচল, ট্রাফিক অব্যবস্থাপনা।

নিসচার ধামরাই শাখার সভাপতি মো. নাহিদ মিয়া বলেন, ‘দীর্ঘ ৬ বছর ধরে সড়কে শৃঙ্খলা আনতে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও ট্রাফিক কার্যক্রম করে আসছে নিসচার কর্মীরা। গত বছরের তুলনায় চলতি বছরের ৯ মাসে সড়ক দুর্ঘটনা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে বলে আমাদের অনুসন্ধানে উঠে এসেছে। সরকার ঢাকা আরিচা মহাসড়কের ব্যাপক উন্নয়ন করছে এটা সত্য, কিন্তু সড়কে শৃঙ্খলা নেই বললেই চলে।’

নাহিদ মিয়া বলেন, ‘আমরা বিভিন্ন সময় ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানতে পারি বর্তমানে কিছু প্রভাবশালী পরিবহন কোম্পানির সড়কে নৈরাজ্য সৃষ্টি করছে। তাদের চালকদের বেপরোয়া মনোভাবের ফলে অনেকে প্রাণ হারাচ্ছেন। সড়কে নেই প্রশাসনের কঠোর পর্যবেক্ষণ। তাই ঢাকা-আরিচা মহাসড়কের সড়ক দুর্ঘটনা রোধে নানা পেশার মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করেছি। এগুলো বিভিন্ন দপ্তরে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত