‘এক অঙ্কে’ কী পেয়েছিলেন বাভুমা!
‘এক অঙ্কে’ কী পেয়েছিলেন টেম্বা বাভুমা! এই অঙ্ক মিলাতে নিজেই হয় তো পারবেন না দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। পারফরম্যান্সের হিসেব যে, ব্যাটে-বলে কষতে হয়। ব্যাট যখন কথা বলে না, তখন হিসেবও গরমিল। এক অঙ্কের রান থেকে বের হতে তার লেগেছে ৯ ইনিংস।