Ajker Patrika

ডাচদের উড়িয়ে সরাসরি বিশ্বকাপ প্রায় নিশ্চিত দক্ষিণ আফ্রিকার 

ডাচদের উড়িয়ে সরাসরি বিশ্বকাপ প্রায় নিশ্চিত দক্ষিণ আফ্রিকার 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ সরাসরি খেলতে নেদারল্যান্ডস সিরিজ জয়ের কোনো বিকল্প ছিল না দক্ষিণ আফ্রিকার। ডাচদের বিপক্ষে হেসেখেলে সিরিজ জিতেছে প্রোটিয়ারা। জোহানেসবার্গে আজ তৃতীয় নেদারল্যান্ডসকে ১৪৬ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাতে সরাসরি বিশ্বকাপ খেলা অনেকটাই নিশ্চিত হয়েছে প্রোটিয়াদের। 
 
নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ওয়ানডে জয়ের পর ২৪ ম্যাচে ৯৮ পয়েন্ট দক্ষিণ আফ্রিকার। আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট তালিকায় এখন তারা আছে ৮ নম্বরে। প্রোটিয়াদের জয়ে ওয়েস্ট ইন্ডিজের বাছাইপর্ব খেলা নিশ্চিত হয়ে গেছে। ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে উইন্ডিজরা এখন ৯ নম্বরে। দক্ষিণ আফ্রিকার সরাসরি বিশ্বকাপ খেলায় জল ঢেলে দিতে পারে আয়ারল্যান্ড। ২১ ম্যাচ খেলা আইরিশদের পয়েন্ট ৬৮। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ জিতলে আইরিশদের পয়েন্ট হবে ৯৮। পয়েন্ট তালিকার প্রথম আট দল সরাসরি খেলবে বিশ্বকাপ। 

৩৭১ রানের লক্ষ্যে অবশ্য ভালোই খেলছিল নেদারল্যান্ডস। ২৫.৪ ওভারে ডাচদের স্কোর ছিল ২ উইকেটে ১৫১ রান। এখান থেকেই খেই হারানো শুরু করে সফরকারীরা। ৭৩ রান যোগ করতে শেষ ৮ উইকেট হারায় নেদারল্যান্ডস। ৩৯.১ ওভারে ২২৪ রানে অলআউট হয়ে যায় ডাচরা। ডাচ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ৪৭ রান করেন ম্যাক্স ও’ ডাউড। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে সর্বোচ্চ ৫ উইকেট নিয়েছেন সিসান্দা মাগালা। 

ম্যাচসেরা হয়েছেন এইডেন মার্করাম। ১২৬ বলে ১৭ চার ও ৭ ছক্কায় ১৭৫ রানের ইনিংস খেলেন তিনি। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েছেন প্রোটিয়া এই ব্যাটার। বোলিংয়ে ৪০ রান দিয়ে নিয়েছেন ২ উইকেটও পেয়েছেন মার্করাম। 

টস হেরে আজ আগে ব্যাটিং পায় দক্ষিণ আফ্রিকা। এইডেন মার্করাম ও ও ডেভিড মিলারের ঝোড়ো ব্যাটিংয়ে ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ৩৭০ রান করে। ১২৬ বলে ১৭ চার ও ৭ ছক্কায় ১৭৫ রানের ইনিংস খেলেন মার্করাম। আর ৬১ বলে ৯১ রান করেন মিলার।  নেদারল্যান্ডসের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নিয়েছেন ফ্রেড ক্লাসেন, ভিভিয়ান কিংমা ও পল ফন মিকেরেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত