Ajker Patrika

প্রথম জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১৫: ৫৭
প্রথম জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে অস্ট্রেলিয়া

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার গল্প সব সময়ই হতাশার। চ্যাম্পিয়ন দূরের কথা, কখনো ফাইনালে খেলতে পারেনি প্রোটিয়ারা। কখনো ভাগ্যকে পাশে পায়নি কিংবা কখনো নিজেদের ভুলে। 

সেই হতাশা কাটিয়ে এবারের বিশ্বকাপে শুরুটা দুর্দান্ত করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। লক্ষ্ণৌতে আজ তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। টানা দ্বিতীয় জয়ের লক্ষ্যে টস হেরে ব্যাটিং পেয়েছেন টেম্বা বাভুমা-কুইন্টন ডি ককরা। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। 

একাদশে আজ দুই দলই পরিবর্তন এনেছে। একটি পরিবর্তন করেছে প্রোটিয়ারা। পেসার জেরাল্ড কোয়েটজির বদলে স্পিনার তাব্রেইজ শামসিকে নিয়েছে তারা। অন্যদিকে অস্ট্রেলিয়ার একাদশে দুটি পরিবর্তন হয়েছে। গত ম্যাচে চোটের কারণে খেলতে না পারা মার্কাস স্টয়নিসকে একাদশে নিয়েছে। অলরাউন্ডার সুযোগ পাওয়ায় বাদ পড়েছেন ক্যামেরুন গ্রিন। আর অ্যালেক্স ক্যারির পরিবর্তে সুযোগ পেয়েছেন জস ইংলিশ। টুর্নামেন্টের সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ শুরু হয়েছে ভারতের বিপক্ষে হারে। প্রোটিয়াদের অল্পতে আটকিয়ে প্রথম জয়ের লক্ষ্যে ফিল্ডিংয়ে নেমেছে তারা। 

অস্ট্রেলিয়ার একাদশ
ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, মারনাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, জস ইংলিশ, মার্কাস স্টয়নিস, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড। 

দক্ষিণ আফ্রিকার একাদশ
টেম্বা বাভুমা, রাসি ফন ডার ডুসেন, কুইন্টন ডি কক, মার্কো ইয়ানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, এইডেন মার্করাম, লুঙ্গি এনগিদি, ডেভিড মিলার, কাগিসো রাবাদা, তাব্রেইজ শামসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত