Ajker Patrika

মার্করাম-মিলারের ‘আক্ষেপ’ ছাপিয়ে বড় সংগ্রহ দক্ষিণ আফ্রিকার

আপডেট : ০২ এপ্রিল ২০২৩, ২০: ১২
মার্করাম-মিলারের ‘আক্ষেপ’ ছাপিয়ে বড় সংগ্রহ দক্ষিণ আফ্রিকার

জোহানেসবার্গে নেদারল্যান্ডসের বিপক্ষে তৃতীয় ওয়ানডের প্রথম ইনিংস শেষে হয়তো আফসোসে পুড়ছেন এইডেন মার্করাম ও ডেভিড মিলারের। যেখানে মার্করামের সুযোগ ছিল ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার প্রথম ডাবল সেঞ্চুরিয়ান হওয়ার এবং সেঞ্চুরির সুযোগ এসেছিল মিলারের। তবে হতাশ হতে হয়েছে দুজনকেই। মিলার-মার্করামের আক্ষেপের দিনে নেদারল্যান্ডসকে ৩৭১ রানের লক্ষ্য দিয়েছে প্রোটিয়ারা।

টস হেরে আজ আগে ব্যাটিং পায় দক্ষিণ আফ্রিকা। এক পর্যায়ে প্রোটিয়াদের স্কোর দাঁড়ায় ২৫.৫ ওভারে ৪ উইকেটে ১৪৫ রান। এরপর পঞ্চম উইকেটে মারক্রাম ও মিলার জুটি বেঁধে ডাচ বোলারদের বেধড়ক পেটাতে থাকেন। ৮৬ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন মারক্রাম। প্রথম সেঞ্চুরিকে ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করা প্রোটিয়া এই ব্যাটারের কাছে ছিল সময়ের ব্যাপার মাত্র। তবে সেই সৌভাগ্য হয়নি প্রোটিয়া এই ব্যাটারের। ৪৬ তম ওভারের দ্বিতীয় বলে ফ্রেড ক্লাসেনকে তুলে মারতে গিয়ে লং-অনে টম কুপারের তালুবন্দী হয়েছেন মার্করাম। ১২৬ বলে ১৭ চার ও ৭ ছক্কায় ১৭৫ রানের ইনিংস খেলেন প্রোটিয়া এই ব্যাটার। তাতে ভেঙে যায় পঞ্চম উইকেটে ১১৮ বলে ১৯৯ রানের জুটি। 

মার্করামের পর মিলারও দ্রুত বিদায় নিয়েছেন। ৪৬ তম ওভারের দ্বিতীয় বলে পল ফন মিকেরেনের কট এন্ড বোল্ড হয়েছেন মিলার। ৬১ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৯১ রান করে আউট হয়েছেন প্রোটিয়া এই বাঁহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৫০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৮ উইকেটে ৩৭০ রান করে। ওয়ানডেতে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রোটিয়াদের এটাই সর্বোচ্চ স্কোর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত