Ajker Patrika

ইতিহাস গড়তে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ১৫৭ রান

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ২১
ইতিহাস গড়তে দক্ষিণ আফ্রিকার লক্ষ্য ১৫৭ রান

বিশ্বকাপ ইতিহাসে দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো ফাইনালে ওঠার রেকর্ড তো এই নারী টি-টোয়েন্টি বিশ্বকাপেই করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ ঘরের মাঠে ইতিহাসকে পূর্ণতা দেওয়ার লক্ষ্যে নেমেছে প্রোটিয়ারা। কেপটাউনের নিউল্যান্ডসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ১৫৭ রানের লক্ষ্য দিয়েছে অস্ট্রেলিয়া। 

টস জিতে আজ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। অ্যালিসা হিলি ও বেথ মুনি ৩১ বলে ৩৬ রানের উদ্বোধনী জুটি গড়েন। মারিজান ক্যাপের বলে আউট হয়েছেন ২০ বলে ১৮ রান করা হিলি। হিলির বিদায়ের পর উইকেটে আসেন অ্যাশলে গার্ডনার। দ্বিতীয় উইকেটে ৪১ বলে ৪৬ রানের রানের জুটি গড়েন মুনি ও গার্ডনার। ২১ বলে ২৯ রান করা গার্ডনারের উইকেট নেন ক্লো ট্রায়ন। এরপর সতীর্থরা আসা-যাওয়ার মিছিলে থাকলেও একপ্রান্তে আগলে খেলতে থাকেন মুনি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৮ তম ফিফটি ও টুর্নামেন্টের তৃতীয় ফিফটি তুলে নেন মুনি। 

৪৪ বলে ফিফটি করার পর বিধ্বংসী হয়ে ওঠেন মুনি। ৫৩ বলে ৭৪ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন অস্ট্রেলিয়ার এই ওপেনার। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে ১৫৬ রান করে অস্ট্রেলিয়া। দক্ষিণ বোলারদের মধ্যে শবনিম ইসমাইল ও ক্যাপ নিয়েছেন দুটি করে উইকেট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত