Ajker Patrika

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সমতায় বাংলাদেশের যুবারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুলাই ২০২৩, ১৬: ৪৫
দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে সমতায় বাংলাদেশের যুবারা

গুরুত্বপূর্ণ ম্যাচে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে সিরিজে সমতায় ফিরেছেন বাংলাদেশ যুবারা। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে চতুর্থ যুব ওয়ানডেতে প্রোটিয়াদের ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা দুই দলই দুটি করে ম্যাচ জিতেছে। আগামী মঙ্গলবার একই মাঠে শেষ ওয়ানডেতে সিরিজ নির্ধারণী লড়াইয়ে নামবে মাহফুজুর রহমান রাব্বি ও ডেভিড টিগারের দল। তার আগে আজকের জয়ে মূলত সিরিজের আশা বেঁচে থাকে বাংলাদেশের।

বাঁহাতি স্পিনার রাফিউজ্জামান রাফির অসাধারণ বোলিংয়ে জয়টা সহজ হয় বাংলাদেশের। ৫ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকাকে ৩৫.২ ওভারে ১২৮ রানে গুটিয়ে দিতে বড় অবদান ছিল রাফির। পেসার রিজান হোসেন ৩টি ও লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকও ২টি উইকেট নিয়েছেন। সফরকারী ব্যাটারদের মধ্যে ওপেনার লুয়ান্দ্রে গিলবার্ট প্রিটোরিয়াস সর্বোচ্চ ৪৩ রান করেন।

বোলাররা লক্ষ্যটা নাগালে রেখে ব্যাটারদের জন্য কাজটা সহজই করে দিয়েছিলেন। কিন্তু ৭৮ রানে ৬ উইকেট হারালে জয়ের অনিশ্চয়তা দেখা দিয়েছিল বাংলাদেশের। তবে ষষ্ঠ উইকেটে ৫৪ রানের জুটি গড়ে দলকে জয় এনে দেন অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি ও আশরাফুজ জামান বরণ্য। দুজনই ব্যক্তিগত ২৫ রান করে অপরাজিত থাকেন।

২৯ ওভারেই লক্ষ্য তাড়া করে বাংলাদেশ। ওপেনার আদিল বিন সিদ্দিক ২৫, রিজান ২২ ও নাঈম আহমেদের ব্যাট থেকে আসে ২১ রান। দক্ষিণ আফ্রিকার হয়ে বাঁহাতি স্পিনার লিয়াম অ্যাল্ডার ৩টি উইকেট নিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত