Ajker Patrika

ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে যেখানে শীর্ষে ক্লাসেন 

আপডেট : ২২ মার্চ ২০২৩, ১৫: ৫২
ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে যেখানে শীর্ষে ক্লাসেন 

ওয়ানডে, নাকি টি-টোয়েন্টি—পচেফস্ট্রুমে গতকাল হেনরিখ ক্লাসেনের ব্যাটিং দেখে অনেকেই হয়তো ধন্ধে পড়ে গিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ঝোড়ো সেঞ্চুরি করলেন ক্লাসেন। ঝোড়ো সেঞ্চুরিতে এক রেকর্ডে এবি ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে গেছেন ক্লাসেন।

গতকাল পচেফস্ট্রুমে তৃতীয় ওয়ানডেতে ২৬১ রান তাড়া করতে গিয়ে ৮৭ রানে ৪ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। পাঁচ নম্বরে নামা ক্লাসেন ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি করেছেন ৫৪ বলে। ৬১ বলে ১৫ চার ও ৫ ছক্কায় ১১৯ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন প্রোটিয়া এই ব্যাটার। পচেফস্ট্রুমে ঝড় তুলে স্ট্রাইক রেটে এবি ডি ভিলিয়ার্সকেও ছাড়িয়ে গেছেন ক্লাসেন। ওয়ানডেতে কমপক্ষে ১০০০ রান করেছেন, দক্ষিণ আফ্রিকার এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ স্ট্রাইকরেট এখন ক্লাসেনের। ক্লাসেনের স্ট্রাইকরেট ১০৪.০৫। ‘মিস্টার থ্রি সিক্সটি’খ্যাত এবি ডির স্ট্রাইক রেট ১০১.২৭। ১০২.১৭ স্ট্রাইকরেট নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে ডেভিড মিলার।

ক্লাসেনের ঝোড়ো ব্যাটিংয়ে রেকর্ড গড়েছে দক্ষিণ আফ্রিকা। রান তাড়া করতে নামা দক্ষিণ আফ্রিকা গতকাল ২৯.৩ ওভারে ৬ উইকেটে করে ২৬৪ রান, রানরেট: ৮.৯৫, যা রান তাড়ায় ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রানরেট। নিজেদের ১৭ বছরের রেকর্ড ভেঙে নতুন করে গড়ল প্রোটিয়ারা। ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ৪৩৫ রান তাড়া করে জয়ের সময় দক্ষিণ আফ্রিকার রানরেট ছিল ৮.৭৮। 

ওয়ানডেতে দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের স্ট্রাইকরেট (কমপক্ষে ১০০০ রান করেছেন):

হেনরিখ ক্লাসেন: ১০৪.০৫ 
ডেভিড মিলার: ১০২.১৭ 
এবিডি ভিলিয়ার্স: ১০১.২৭ 
ফারহান বেহারদিয়েন: ৯৭.৯০ 
কুইন্টন ডি কক: ৯৬.৪৩

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত