Ajker Patrika

ইতিহাস গড়া দক্ষিণ আফ্রিকার প্রশংসায় স্মিথ-ডু প্লেসিরা

ইতিহাস গড়া দক্ষিণ আফ্রিকার প্রশংসায় স্মিথ-ডু প্লেসিরা

বিশ্বকাপের সেমিফাইনাল যেন দক্ষিণ আফ্রিকার কাছে ছিল ‘বিভীষিকার’ অপর নাম। ওয়ানডে, টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে গিয়েই ফিরে এসেছিলেন গ্রায়েম স্মিথ, ফাফ ডু প্লেসিরা। গতকাল কেপটাউনের নিউল্যান্ডসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ডেডলক ভাঙে দক্ষিণ আফ্রিকা। প্রথমবারের মতো কোনো বিশ্বকাপের ফাইনালে তুলল দক্ষিণ আফ্রিকার মেয়েরা। এমন কীর্তিতে নারী ক্রিকেটারদের প্রশংসায় ভাসালেন স্মিথ-ডু প্লেসিরা।

দক্ষিণ আফ্রিকার এবারের ফাইনালে যাওয়ার পথ অতটা মসৃণ ছিল না। শ্রীলঙ্কার বিপক্ষে ৩ রানে হেরে গিয়েছিল স্বাগতিকেরা। এরপর নিউজিল্যান্ডকে ৬৫ রানে হারিয়ে ঘুরে দাড়ায় দক্ষিণ আফ্রিকা। আবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে হেরে যায় প্রোটিয়ারা। তারপর বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে চলে যায় সেমিফাইনালে। আর গতকাল সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৬ রানের শ্বাসরুদ্ধকর জয় পায় প্রোটিয়ারা। দক্ষিণ আফ্রিকার মেয়েদের জয়ের পর গ্রায়েম স্মিথ টুইট করেন, ‘অবিশ্বাস্য। প্রোটিয়া মেয়েরা দারুণ খেলেছে।’ আর ইনস্টাগ্রামে ‘দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া ফাইনাল’ লেখা ছবি পোস্ট করেন ডু প্লেসি।

আগামীকাল কেপটাউনের নিউল্যান্ডসে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া খেলবে হেক্সা জয়ের লক্ষ্যে। আর ঘরের মাঠে শিরোপা জয়ের লক্ষ্যে নামবে দক্ষিণ আফ্রিকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

অদৃশ্য শর্তে বাংলাদেশের জন্য ট্রাম্পের ১৫% শুল্ক ছাড়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত