তিস্তার উল্টো রূপে ফসলের ক্ষতি
এই সময় প্রতিবছর বলতে গেলে পানিশূন্য হয়ে পড়ে তিস্তা নদী। চারদিকে ধু ধু বালুচর। কিন্তু এবার হঠাৎ করে তিস্তার যেন উল্টো রূপ। পানিতে টইটম্বুর। তলিয়ে যাচ্ছে চরগুলো। আর এতে নষ্ট হচ্ছে চরের জমিতে লাগানো মরিচ, পেঁয়াজ, আলু, কাউন, মিষ্টিকুমড়া, গম, তামাক, ভুট্টাসহ