Ajker Patrika

উজানে বৃষ্টি, বন্যার শঙ্কা নীলফামারী ও লালমনিরহাটে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ আগস্ট ২০২২, ১১: ৪৬
উজানে বৃষ্টি, বন্যার শঙ্কা নীলফামারী ও লালমনিরহাটে

কয়েক দিনের ভ্যাপসা গরমের পর গত কিছুদিন ধরেই দেশের বিভিন্ন জেলায় বৃষ্টির দেখা মিলেছে। এ ছাড়া উজানে ভারী বৃষ্টির কারণে দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীসমূহের পানির উচ্চতা বাড়ছে। এতে নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। লালমনিরহাট ও নীলফামারী জেলায় দেখা দিতে পারে স্বল্পমেয়াদি বন্যা।

গতকাল সোমবার বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র এ তথ্য জানিয়েছে। এতে আরও বলা হয়, ব্রহ্মপুত্র-যমুনা ও গঙ্গা-পদ্মার পানি বাড়ছে, যা ৭২ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গতকাল বজ্রপাতে সারা দেশে মৃত্যু হয়েছে দুজনের।

গতকাল সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। গতকাল আবহাওয়াবিদ মো. ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘আগামী দুই-তিন দিন বৃষ্টিপাতের প্রবণতা একই রকম থাকবে। ফলে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।

গত রোববার সন্ধ্যা ৬টা থেকে গতকাল সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সব বিভাগে কম-বেশি বৃষ্টি হয়েছে। এ সময় ময়মনসিংহে সর্বোচ্চ ১১৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রাজধানী ঢাকায় ১০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। গতকাল সকালে দেশের দুই জেলায় বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মাঠে কাজ করতে গিয়ে মেহেরপুর সদর উপজেলার উজুলপুরে বজ্রপাতে সুন্নত আলী (৪৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। অন্যদিকে নাটোরের বাগাতিপাড়ায় চায়ের দোকানে বসে আড্ডা দেওয়ার সময় হঠাৎ বজ্রপাতে আশিক আলী (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় তাঁর বাবাসহ আরও সাতজন আহত হয়েছেন।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল মোংলায় ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর নেত্রকোনায় সর্বনিম্ন তাপমাত্রা ২৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত