তাসকিনকে অনুসরণ করতে বললেন নাসির
‘এভাবেও ফিরে আসা যায়’-জনপ্রিয় এই গানটিরই যেন প্রতিচ্ছবি তাসকিন আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেট, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-সব জায়গাতেই দুর্দান্ত পারফর্ম করছেন তাসকিন। বাংলাদেশের এই পেসারের পারফরম্যান্সে মুগ্ধতা ঝরেছে বিপিএল সতীর্থ নাসির হোসেনের কণ্ঠে। তাসকিনকে তাই অনুসরণ করতে বললেন নাসির।