Ajker Patrika

সিরিজের ফাঁকে জমি কিনতে হঠাৎ মাগুরায় সাকিব

মাগুরা প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২৩, ১৮: ৫৯
সিরিজের ফাঁকে জমি কিনতে হঠাৎ মাগুরায় সাকিব

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত হয়েছে এক ম্যাচ হাতে রেখেই। আজ বিশ্রামের দিনে সাকিব আল হাসান, তাসকিন আহমেদ আর নুরুল হাসান সোহান—বাংলাদেশ দলের তিন ক্রিকেটার ঘুরে গেলেন মাগুরা জেলা শহরে।  

আজ বেলা সাড়ে ১২ টায় মাগুরা শহরের পুলিশ লাইনে হেলিকপ্টারযোগে আসেন তিন ক্রিকেটার। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়কের সঙ্গে ছিলেন তাসকিন ও সোহান। জানা যায়,  একটি জমি কেনা নিয়ে জরুরি কাজে নিজ শহর মাগুরায় ভূমি নিবন্ধন অফিসে আসেন সাকিব। এ সময়ে তাঁর সঙ্গে মাগুরা জেলা পুলিশের একটি দল ও নিজের বন্ধু ও স্বজনেরা ছিলেন। বেলা সাড়ে বারোটায় মাগুরা শহরের চৌরঙ্গী মোড়ের পাশে রেজিস্ট্রি অফিসে সাকিব প্রায় ১০ মিনিট সাব রেজিস্টারের কার্যালয়ে ব্যক্তিগত জমির নিবন্ধন করতে প্রবেশ করেন। এ সময় অফিসের সামনে সাকিবভক্তরা ভিড় জমান। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতাও ছিল দেখার মতো।

জমি রেজিস্ট্রি করার কাজ শেষ করে পুলিশের পাহারায় সাকিব বের হয়ে আসেন। সংবাদকর্মীরা ইংল্যান্ড সিরিজ নিয়ে প্রশ্ন করলে কথা বলতে রাজি হননি সাকিব। বাঁহাতি অলরাউন্ডার নিজের শহরে পরিচয় ‘ফয়সাল’ নামে। রেজিস্ট্রি শেষে নিজের বাড়ি শহরের কেশব মোড়ে চলে যান এই তারকা। সেখানে আগে থেকেই উপস্থিত অপেক্ষা করছিলেন জাতীয় দলের অপর দুই খেলোয়াড় তাসকিন আর সোহান। তাঁরাও কথা বলতে রাজি হননি সাংবাদিকদের সঙ্গে।

দুপুরের খাওয়া-দাওয়া শেষে বেলা ২ টায়  বাড়ি থেকে তাসকিন ও সোহানকে নিয়ে বের হন সাকিব। তখন সাংবাদিকেরা সাকিবের কাছে জানতে চান মাগুরার ক্রিকেট কেন এগোচ্ছে না? বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘মাগুরার ক্রিকেট কেন এগোচ্ছে না এটা তো আমি জানি না। আপনারা পরামর্শ দেন।’

বেলা আড়াইটার পর মাগুরা পুলিশ লাইনস থেকে একটি হেলিকপ্টারে করে ঢাকার পথে রওনা দেন তিন তারকা ক্রিকেট খেলোয়াড়।

আরও খবর পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত