Ajker Patrika

তাসকিনদের বীরত্বে অবশেষে জিতল ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ২৩: ৩২
তাসকিনদের বীরত্বে অবশেষে জিতল ঢাকা

তাসকিন আহমেদ উড়তে চাইলেন। উড়লেনও। উড়তে উড়তেই মাঠে শুয়ে পড়লেন। ওয়াহাব রিয়াজের স্টাম্প উপড়ে দিয়ে ঢাকা ডমিনেটরসের জয়োচ্ছ্বাস নিয়ে ছুটলেন তাসকিন। এই ম্যাচটা যে ২৪ রানের জয়ে শেষ হবে, ঢাকাও হয়তো বিশ্বাস করতে পারেনি।

বিশ্বাস করার মতো রানও যে ছিল না স্কোরবোর্ডে। খুলনা টাইগার্সের লক্ষ্যটাই তো ছিল ১০৯ রান। ছোট লক্ষ্য তাড়া করতে নেমেই নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে খুলনা। ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল চলেছে ইনিংসের শেষ অবধি। এত কম রানের লক্ষ্য দিয়ে বিপিএলে জেতার রেকর্ড আছে আর একটি। ২০১৩ মৌসুমে চট্টগ্রাম কিংসকে ১০০ রানের লক্ষ্য দিয়ে ২ রানে ম্যাচ জিতেছিল দুরন্ত রাজশাহী। 

ঢাকার মতো একই লক্ষ্য দিয়ে ২০১৫ সালে বরিশাল বুলসকে ১ রানে হারিয়েছিল সিলেট সুপারস্টারস। খুলনার বিপর্যয়ের শুরু শাই হোপকে দিয়ে। তাসকিন আহমেদের বলে ৫ রানে বোল্ড হয়েছেন ক্যারিবিয়ান ওপেনার। ওয়াহাবকে আউট করে যেটার শেষ ও করেছেন তাসকিনই।

টস জিতে আগে ফিল্ডিং বেছে নেন খুলনার অধিনায়ক ইয়াসির আলী রাব্বি। ওপেনিংয়ে সৌম্য সরকারের ৫৭ রানের ইনিংস সত্ত্বেও দুই বল আগে ঢাকা ডমিনেটরস অলআউট ১০৮ রানে। রান করা ভুলে যাওয়া সৌম্য শেষ পর্যন্ত রানের দেখা পেলেন বটে, তবে সেটা দলের কাজে এল না। ঢাকার দুই স্পিনার নাহিদুল ইসলাম ও নাসুম আহমেদের বিপক্ষে রান করতে বেশ হিমশিমই খেয়েছেন খুলনার ব্যাটাররা। দুজন মিলে ৭ উইকেট নিয়েছেন। 

৪ ওভারে ১১ রান দিয়ে নাসুমের শিকার ৩ উইকেট, ৫ রানে নাহিদুলের উইকেট ৪টি। এবারের বিপিএলের এটা সেরা বোলিং ফিগার। বিপিএলের ইতিহাসে নাহিদুলের চেয়ে কম রান দেওয়ার নজির আর মাত্র দুটি। এর একটিতে আবার জড়িয়ে রয়েছে নাহিদুলেরই নাম। ২০১৫ সালে সিলেট সুপারস্টারসের হয়ে বরিশাল বুলসের বিপক্ষে ৪ ওভারে ৫ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন শহীদ আফ্রিদি। নাহিদুল এই রেকর্ডে ভাগ বসান গত মৌসুমে, ৫ রান নিয়েছিলেন ৩ উইকেট। শেষ পর্যন্ত অবশ্য পরাজিত দলে থাকতে হলো তাঁদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

জাকেরের 'চুইংগাম ইস্যু'কে ভালোবাসার বহিঃপ্রকাশ মনে করেন আসিফ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১৩: ০৪
সময়টা ভালো যাচ্ছে না জাকের আলী অনিকের।
সময়টা ভালো যাচ্ছে না জাকের আলী অনিকের।

ফর্মে না থাকলে ক্রিকেটারদের ট্রল করতে ছাড়েন না এ দেশের ভক্তরা। বর্তমান সময়ে বাংলাদেশের যে কয়েকজন ক্রিকেটারকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশি ট্রল হচ্ছে, জাকের আলী অনিক তাঁদের মধ্যে অন্যতম। বিষয়টি নিয়ে এবার কথা বলেছেন নামকরা সংগীতশিল্পী এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর।

লম্বা সময় ধরে অফফর্মে আছেন জাকের। ব্যাটে রান না থাকলেও একটি বিষয় নিয়ে বেশ আলোচিত-সমালোচিত এই উইকেটরক্ষক ব্যাটার। মাঠে ব্যাটিং কিংবা উইকেটকিপিংয়ের সময় অনবরত চুইংগাম চিবাতে থাকেন তিনি। যেটা নিয়ে বেশ বিরক্ত ভক্তরা। বিষয়টি নিয়ে কিছুদিন ধরেই ট্রল হচ্ছে। বিষয়টিকে নেতিবাচকভাবে নিচ্ছেন না আসিফ। এটা ভক্তদের ভালোবাসার বহিঃপ্রকাশ বলেই মনে করেন তিনি। পাশাপাশি বাংলাদেশ দলের প্রতিটি ভুল নিয়ে ভক্তদের সমালোচনাকেও ইতিবাচকভাবে দেখছেন আসিফ।

তিনি বলেন, ‘একটা চুইংগাম নিয়ে পুরো দেশ ব্যস্ত। একটা রানআউট নিয়ে পুরো দেশ ব্যস্ত। এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। এটাও দরকার আছে।’

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের কাছে টি-টোয়েন্টিতে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। সিরিজজুড়ে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ব্যাটাররা। সর্বশেষ ম্যাচে বাংলাদেশের দেওয়া ১৫২ রানের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজ ছুঁয়ে ফেলে ৫ উইকেট ও ১৯ বল হাতে রেখে। এদিনও ব্যাট হাতে হতাশ করেছেন জাকের। ব্যক্তিগত ৫ রানে জেসন হোল্ডারের বলে এলবিডব্লু হয়ে ফেরেন।

এর আগে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে তাঁর ব্যাট থেকে আসে ১৭ রান। এ জন্য ১৮ বল খেলেন জাকের। সব মিলিয়ে সময়টা কথা বলছে না এই ক্রিকেটারের হয়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেটার প্রভাব ভালোভাবেই টের পাচ্ছেন জাকের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

রোহিতকে পেছনে ফেলে বাবর এখন টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১১: ৪৭
টি-টোয়েন্টিতে পাকিস্তানের সাবেক অধিনায়কের সংগ্রহ ৪২৩৪ রান। ছবি: এক্স
টি-টোয়েন্টিতে পাকিস্তানের সাবেক অধিনায়কের সংগ্রহ ৪২৩৪ রান। ছবি: এক্স

দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে অনায়াসে হারিয়েছে পাকিস্তান। দলের ৯ উইকেটের বড় জয়ের দিনে ব্যাট হাতে ঝড় তোলেন সাইম আইয়ুব। তাই তাড়াহুড়া করতে হয়নি বাবর আজমকে। ১৮ বলে খেলেছেন ১১ রানের ধীরস্থির ইনিংস। এমন এক ইনিংস খেলার ম্যাচটি স্মরণীয় হয়ে থাকল পাকিস্তানের সাবেক অধিনায়কের জন্য।

১১ রান করার পথে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক বনে গেছেন বাবর। এই রেকর্ড গড়ার পথে রোহিত শর্মাকে পেছনে ফেলেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে ভারতীয় ব্যাটারের চেয়ে ৮ রান পিছিয়ে ছিলেন বাবর। ডনোভান ফেরেইরার করা ইনিংসের ১২তম ওভারে এক রান নিয়ে ছোট সংস্করণের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার রেকর্ড গড়েন ডানহাতি ব্যাটার।

ভারতকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে এই সংস্করণকে বিদায় বলেন রোহিত। তাই বাবরের সামনে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার সুযোগ ছিল। কিন্তু লম্বা সময় ধরে টি-টোয়েন্টি দলের বাইরে থাকায় বাড়ছিল অপেক্ষা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচ দিয়ে দীর্ঘ ১০ মাস পর প্রত্যাবর্তন হয় তাঁর। ফেরার ম্যাচে পুরোপুরি হতাশ করেন। ডাক মেরে সাজঘরে হাঁটেন তিনি। দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঠিকই রোহিতকে পেছনে ফেললেন বাবর।

১২৩ ইনিংস শেষে বাবরের সংগ্রহ ৪২৩৪ রান। দুইয়ে নেমে যাওয়া রোহিতের নামের পাশে আছে ৪২৩১ রান। ১৫১ ইনিংস ব্যাট করেছেন তিনি। তালিকার তিনে থাকা বিরাট কোহলি করেছেন ৪১৮৮ রান।

একনজরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সেরা ৫ রান সংগ্রাহক:

নাম রান

বাবর আজম      ৪২৩৪

রোহিত শর্মা        ৪২৩১

বিরাট কোহলি      ৪১৮৮

জস বাটলার        ৩৮৬৯

পল স্টার্লিং          ৩৭১০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

‘ভুয়া-ভুয়া’ বলায় বাংলাদেশি দর্শকদের প্রতি ক্ষুব্ধ স্যামি

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১১: ৪৩
টি–টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। তাই ক্রিকেটারদের প্রতি চটেছেন ভক্তরা। ছবি: এক্স
টি–টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। তাই ক্রিকেটারদের প্রতি চটেছেন ভক্তরা। ছবি: এক্স

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশ যখন হারের মুখে, তখন গ্যালারি থেকে ভেসে আসে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান। লিটন দাস, জাকের আলীদের প্রতি রাগের বহিঃপ্রকাশ ঘটাতেই এই স্লোগান দিয়েছেন স্বাগতিক দলের দর্শকেরা। বিষয়টা মোটেও ভালো লাগেনি ড্যারেন স্যামির। বাংলাদেশের সমর্থকদের প্রতি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছেন ক্যারিবীয় দলের কোচ।

টানা দুই টি-টোয়েন্টি হেরে আগেই সিরিজ হার নিশ্চিত করেছিল বাংলাদেশ। শেষ ম্যাচটি ছিল তাদের জন্য ধবলধোলাই এড়ানোর মিশন। তবে কোনো ধরনের প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারেনি দলটি। ৫ উইকেটে হেরে ধবলধোলাইয়ের লজ্জা পেয়েছে বাংলাদেশ। ক্রিকেটারদের এমন পারফরম্যান্সে বেশ মর্মাহত ভক্তরা।

খেলোয়াড় হিসেবে এর আগেও অনেকবার বাংলাদেশে এসেছেন স্যামি। ক্রিকেটের প্রতি এ দেশের মানুষের ভালোবাসা সম্পর্কে বেশ ভালো ধারণা আছে তাঁর। তাই ক্ষোভের পাশাপাশি বাংলাদেশের ভক্তদের প্রশংসাও করেছেন তিনি। তাঁর পরামর্শ, বাজে সময়ে সমর্থন দিতে হবে দলকে।

স্যামি বলেন, ‘এ দেশের দর্শকেরা দারুণ। বাংলাদেশে এলেই তাঁদের প্রশংসা করি। যদিও আমি এখন খেলছি না। এ দেশের মর্শকেরা সব সময় ভালোবাসা প্রকাশ করেন। তবে দর্শকেরা ক্রিকেটারদের সঙ্গে যে আচরণ করেছেন, সেটা আমার পছন্দ হয়নি। আমি খেয়াল করেছি, তাঁরা ‘ভুয়া, ভুয়া’ বলছেন। আমি জেনেছি এর মানে কী। আমি মনে করি, স্বাগতিক দলের দর্শক হিসেবে এমন করা উচিত না। কারণ, আপনারা সমর্থক। সেরাটা দেওয়ার জন্যই ক্রিকেটাররা মাঠে আসে। তাদের সমর্থন করা উচিত।’

দর্শকদের এমন আচরণ ক্রিকেটারদের পারফরম্যান্সে প্রভাব ফেলে বলে মনে করেন স্যামি, ‘এত কিছুর পরও দর্শকদের ভালো বলতে হয়। তাঁরা নিজেদের দলের ভালো দেখতে চান। তবে ক্রিকেটাররা যত বেশি সমর্থন ও উৎসাহ পাবে, তত ভালো করবে। অকারণে তাদের চাপে ফেলবেন না। তাই ভক্তদের বলব, ক্রিকেটারদের সঙ্গে সুন্দর আচরণ করুন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা অলিখিত ফাইনাল দেখবেন কীভাবে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ১০: ৪৬
শেষ টি–টোয়েন্টিতে মাঠে নামবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ছবি: এক্স
শেষ টি–টোয়েন্টিতে মাঠে নামবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। ছবি: এক্স

প্রথম দুই টি–টোয়েন্টি শেষে ১-১ সমতায় আছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ ম্যাচটি তাই রূপ নিয়েছে অলিখিত ফাইনালে। সিরিজ নির্ধারণী ম্যাচে রাতে মাঠে নামবে দুই দল। জয় দিয়ে সিরিজ শুরুর পর গতকাল দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে হেরে যায় প্রোটিয়ারা। আজ ইংলিশ প্রিমিয়ার লিগেও মাঠে নামবে বেশ কয়েকটি বড় দল। ম্যাচ আছে বুন্দেসলিগাতেও। সব মিলিয়ে ক্রীড়াঙ্গনে আজকের দিনটি বেশ জমজমাট যাবে। একনজরে দেখে নেওয়া যাক আজকের টিভি সূচি।

আজকের খেলা

ক্রিকেট

তৃতীয় ওয়ানডে

নিউজিল্যান্ড-ইংল্যান্ড

সকাল ৭টা, সরাসরি

টি স্পোর্টস, সনি টেন ১

তৃতীয় টি-টোয়েন্টি

পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা

রাত ৯টা, সরাসরি

টি স্পোর্টস, পিটিভি স্পোর্টস

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

বার্নলি-আর্সেনাল

রাত ৯টা, সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ২

নটিংহাম-ম্যানচেস্টার ইউনাইটেড

রাত ৯টা, সরাসরি

টটেনহাম-চেলসি

রাত ১১টা ৩০ মিনিট, সরাসরি

লিভারপুল-অ্যাস্টন ভিলা

রাত ২টা, সরাসরি

স্টার স্পোর্টস সিলেক্ট ১

বুন্দেসলিগা

লাইপজিগ-স্টুটগার্ট

রাত ৮টা ৩০ মিনিট, সরাসরি

বায়ার্ন-লেভারকুসেন

রাত ১১টা ৩০ মিনিট, সরাসরি

সনি টেন ২

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

সম্পর্কিত