Ajker Patrika

তাসকিনকে অনুসরণ করতে বললেন নাসির 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ১৯: ১৬
Thumbnail image

‘এভাবেও ফিরে আসা যায়’-জনপ্রিয় এই গানটিরই যেন প্রতিচ্ছবি তাসকিন আহমেদ। আন্তর্জাতিক ক্রিকেট, বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-সব জায়গাতেই দুর্দান্ত পারফর্ম করছেন তাসকিন। বাংলাদেশের এই পেসারের পারফরম্যান্সে মুগ্ধতা ঝরেছে বিপিএল সতীর্থ নাসির হোসেনের কণ্ঠে। তাসকিনকে তাই অনুসরণ করতে বললেন নাসির। 

এবারের বিপিএলে ঢাকা ডমিনেটর্সের হয়ে খেলছেন তাসকিন ও নাসির। ৮ ম্যাচে ৬.১৬ ইকোনমিতে নিয়েছেন ১০ উইকেট। টুর্নামেন্টে সেরা বোলিং করেছেন খুলনা টাইগার্সের বিপক্ষে। ৩.৩ ওভার বোলিং করে ৯ রান খরচায় ৪ উইকেট নিয়ে ঢাকাকে অবিশ্বাস্য জয় এনে দিয়েছিলেন এই পেসার। 

তাসকিনের হার না মানা মানসিকতার প্রশংসা করেছেন নাসির। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ সংবাদ সম্মেলনে নাসির বলেন, ‘সে (তাসকিন) যেভাবে কামব্যাক করেছে, অবশ্যই অনুপ্রাণিত করবে। জাতীয় দল থেকে বের হওয়ার পর যেমন কষ্ট করেছে, আমার মনে হয় সব ক্রিকেটারেরই এই জিনিসটা অনুসরণ করা উচিত। সে যে কষ্ট করে ও পরিশ্রম করে, তার ফল সে পাচ্ছে। ম্যাচের পরিস্থিতি যা-ই হোক না কেন, সবসময় চেষ্টা করে দলকে জেতানোর জন্য। অবশ্যই তাকে অনুসরণ করা উচিত।’ 
 
তাসকিনের মতো নাসিরও এবারের বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করছেন। ৮ ম্যাচে ৫৮.২০ গড়ে ২৯১ রান করেছেন নাসির। করেছেন দুটো ফিফটি। ৮ ম্যাচের মধ্যে ৬ ম্যাচে পাঁচ নম্বরে ও ২ ম্যাচে ব্যাটিং করেছেন ছয় নম্বরে। ফিনিশারের প্রসঙ্গে নাসির বলেন, ‘টপ-অর্ডারের খেলোয়াড় এসে লোয়ার অর্ডারে ভালো খেলতে পারবে না। হয়তো এক ম্যাচ ভালো করবে, তিনটা খারাপ করবে। ওই জায়গায় যারা খেলে ওরকম চাপ, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী যারা ওরকম জায়গায় ব্যাট করে অভ্যস্ত হবে, তাদের জন্য সহজ হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত