Ajker Patrika

সাকিব-লিটন-তাসকিনদের আইপিএলে নিল না কেউই

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৩ ডিসেম্বর ২০২২, ২০: ৫৫
Thumbnail image

বাংলাদেশিদের আগ্রহের কেন্দ্রবিন্দু আজ কোচিতে চলমান ২০২৩ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মিনি অকশন। এবারের আইপিএল নিলামে রয়েছেন সাকিব আল হাসানসহ চার বাংলাদেশি। তবে সাকিব, লিটন, তাসকিন-কেউই দল পাননি। 

দেড় কোটি রূপির ভিত্তিমূল্যে (বাংলাদেশি ১ কোটি ৯২ লাখ টাকা) সাকিবকে নিলামে তোলা হয়েছিল। অনেকক্ষণ ডাকাডাকির পর বাংলাদেশের এই অলরাউন্ডারকে নিতে আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। সাকিব অবশ্য ২০২২ আইপিএলের মেগা নিলামেও কোনো দল পাননি। লিটন, তাসকিন, আফিফ-প্রত্যেকের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রূপি (বাংলাদেশি ৬৪ লাখ টাকা)। লিটন, তাসকিনদের নিতে কেউই আগ্রহ দেখায়নি। আফিফকে এখনো পর্যন্ত কেউই ডাকেনি। 

২০১১ থেকে ২০২১-১০ বছরের আইপিএল ক্যারিয়ারে ৭১ ম্যাচ খেলেছেন সাকিব। ১৯.৮২ গড় এবং ১২৪.৪৯ স্ট্রাইক রেটে করেছেন ৭৯৩ রান। ৭.৪৪ ইকোনমিতে নিয়েছেন ৬৩ উইকেট। কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে আইপিএলে খেলেছেন বাংলাদেশের এই অলরাউন্ডার। অন্যদিকে, লিটন, তাসকিন, আফিফদের কেউই আগে কখনো আইপিএল খেলেননি। 

প্রাথমিকভাবে ৯৯১ জন ক্রিকেটার নিলামে নাম জমা দিলেও চূড়ান্ত করে ৪০৫ জন ক্রিকেটারকে নিলামে তোলা হচ্ছে। এর মধ্যে দল পাবেন সর্বোচ্চ ৮৭ জন ক্রিকেটার। চূড়ান্ত তালিকায় থাকা ক্রিকেটারদের মধ্যে ১১৯ জন ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। বাকি ২৯৬ জনের এখনো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি। ৪০৫ জন ক্রিকেটারের মধ্যে ভারতেরই রয়েছে ২৭৩ জন ক্রিকেটার। আর বিদেশি ক্রিকেটার রয়েছে ১৩২ জন। চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৪ জন সহযোগী দেশের ক্রিকেটার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত