দুই মেরুতে তাসকিন-মোস্তাফিজ
দেশের এক ক্রিকেটপ্রেমী চিত্রনির্মাতা গতকাল মোস্তাফিজুর রহমানকে নিয়ে ফেসবুকে লিখেছেন, ‘মনে হচ্ছে বিশ্বের সব ব্যাটারই এখন মোস্তাফিজকে টার্গেট করে চার-ছয় মারতে। অথচ একসময় অনেকেই তার বলকে ভয়/সমীহ করত।’ তাঁর সেই পোস্টে একজন মন্তব্য করেছেন, ‘এইটা নিয়ে একটা নাটক বানান।’