Ajker Patrika

লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার অপেক্ষায় তাসকিন 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লঙ্কা প্রিমিয়ার লিগে খেলার অপেক্ষায় তাসকিন 

জাতীয় দলের ব্যস্ততায় গত দুই বছর অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টই খেলা হয়নি তাসকিন আহমেদের। আফগানিস্তান সিরিজের পর ফাঁকা সময় থাকায় প্রথমবার হওয়া জিম আফ্রো টি-১০ লিগটি খেলছেন তিনি। সেখানে বুলাওয়ে ব্রেভসের হয়ে প্রথম ম্যাচেই নিজের বোলিং ঝলক দেখিয়েছেন তাসকিন। 

এই ধারাবাহিকতায় এবার লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) খেলার প্রস্তাব পেয়েছেন তাসকিন। জানা গেছে, ডাম্বুলা অরার হয়ে খেলার প্রস্তাব পেয়েছেন এই পেসার। বিসিবিকেও বিষয়টি অনানুষ্ঠানিকভাবে জানিয়েছেন তাসকিন। তবে এখনো বিসিবির পক্ষে আনুষ্ঠানিক কোনো সবুজ সংকেত পাননি। 

এবারের এলপিএল শুরু হবে আগামী ৩০ জুলাই। টুর্নামেন্টটি শেষ হবে ২০ আগস্ট। এই সময় বাংলাদেশ দলের কোনো খেলা না নেই। তবে কদিন পর থেকে এশিয়া কাপ সামনে রেখে বিশেষ ক্যাম্প শুরু হওয়ার কথা। ঢাকার সঙ্গে ক্যাম্পের ভেন্যু হিসেবে যুক্ত হবে চট্টগ্রাম কিংবা সিলেটের যেকোনো একটি। 

ক্যাম্প সামনে রেখে তাসকিন এলপিএল খেলার অনাপত্তিপত্র পান কি না, সেটা এখন দেখার বিষয়। ভাবনায় থাকছে এই পেসারের ওয়ার্ক লোড ও চোটের শঙ্কা। এশিয়া কাপের পর চোখ রাখতে হচ্ছে আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপের দিকেও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত