Ajker Patrika

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১১৯ রান

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১১৯ রান

বৃষ্টি নামার আগে তাসকিন আহমেদের তোপ সামলাতে হিমশিম খেতে হয়েছিল আফগানিস্তানকে। ৭.২ ওভারে স্কোরবোর্ডে ৩৯ রান জমা করতেই ২ উইকেট হারিয়ে ফেলে সফরকারীরা। দুটি উইকেটই নেন পেসার তাসকিন।

তবে বৃষ্টির কারণে ঘণ্টাখানেক অপেক্ষার পর ১৭ ওভারে নেমে আসা ম্যাচে লড়াকু সংগ্রহ পেয়েছে আফগানরা। ষষ্ঠ উইকেটে করিম জানাত ও আজমতউল্লাহ ওমরজাইয়ে ২৯ বলে ৪২ রানের জুটিতে ৭ উইকেটে ১১৬ রান করেছে তারা। ২১ বলে ২৫ রান করা আজমতউল্লাহকে নিজের দ্বিতীয় শিকার বানান মোস্তাফিজুর রহমান। আর শেষ উইকেট হিসেবে তাসকিনের বলে শেষ উইকেট হিসেবে ফেরা জানাত ১৫ বলে করেন ২০ রান।

সিলেটে টসে জিতে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশকে প্রথম সাফল্যে এনে দেন তাসকিন। রহমানউল্লাহ গুরবাজকে ফেরান এই পেসার। তাসকিনের শর্ট লেংথ থেকে একটু লাফিয়ে ওঠা বলটা যেভাবে খেলতে চেয়েছিলেন সেভাবে খেলতে পারেননি গুরবাজ। বল উঠে যায় খাড়া ওপরে। নিজের বলে নিজেই ক্যাঁচ ধরে গুরবাজকে ফেরান তাসকিন।

এরপর হজরতউল্লাহ জাজাইকেও ড্রেসিরুমের পথ দেখান তাসকিন। অফ ষ্ট্যাম্পের বাইরের গুড লেংথ থেকে লাফিয়ে ওঠা বল জাজাই খেলবেন না ছাড়বেন এই ভাবতে ভাবতে ব্যাটে খোঁচা লাগান। উইকেটরক্ষক লিটন দাস ক্যাচ নিতে ভুল করেননি। ১৬ রানের মধ্যে ২ উইকেট হারানোর পর আফগানিস্তানের হাল ধরার চেষ্টা করেন ইব্রাহিম জাদরান ও মোহাম্মদ নবি।

আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখে আফগানিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জিতবে বাংলাদেশ। বৃষ্টির কারণে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ১৭ ওভারে ১১৯ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লক্ষ্য তাড়া করতে নেমে বিনা উইকেটে ১.৩ ওভারে ২১ রান করেছে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত