ক্রীড়া ডেস্ক
নিশ্চয়ই খেয়াল করেছেন, জিম আফ্রো টি-টেনে জার্সির সামনে থাকা পৃষ্ঠপোষকদের বিজ্ঞাপন ঢেকে খেলছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।
এটা তো জানাই, আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, জার্সির সামনে পৃষ্ঠপোষকদের নাম বড় করেই থাকে। পৃষ্ঠপোষকেরা চায় ব্যাপক প্রচার ৷ তাদের নাম কিংবা পণ্যের ব্যাপক ব্র্যান্ডিং ৷ এটি তাই কোনো ক্রিকেটারের পক্ষে ঢেকে রাখা কঠিন৷ তবে মুশফিক-তাসকিনের পক্ষে এটি কঠিন হচ্ছে না ৷ প্রথমবার শুরু হওয়া জিম আফ্রো টি-টেনে মুশফিক খেলছেন জোবার্গ বাফালোজের হয়ে আর বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলছেন তাসকিন। আর এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে ডব্লুবি উইন বাজ।
সব দলের জার্সিতে লোগোসহ রয়েছে এই কোম্পানির বিজ্ঞাপন। এই টুর্নামেন্টে বেশিরভাগ টাকার জোগান মূলত স্পনসর কোম্পানি থেকেই আসে। ডব্লুবি উইন বাজ একটি বেটিং বা জুয়া কোম্পানি। মূলত দুটি কারণে মুশফিক, তাসকিন জার্সির সামনে স্পনসরের অংশটুকু ঢেকে খেলছেন। ধর্মীয় দৃষ্টিভঙ্গি, ইসলাম ধর্মে জুয়া যেহেতু নিষিদ্ধ ৷ বাংলাদেশের প্রেক্ষাপটেও জুয়া আইনগত নিষিদ্ধ।
যেহেতু পৃষ্ঠপোষকদের লোগো, প্রচারে ব্যাঘাত না ঘটা মানে তাদের আর্থিক ক্ষতিও ৷ নিশ্চয়ই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কিংবা তাদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক ও তাসকিন। বাংলাদেশি দুই ক্রিকেটারের ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তকে যে জিম আফ্রো টি-টেন কর্তৃপক্ষ সম্মান জানিয়েছে, সে তো দেখাই যাচ্ছে।
টুর্নামেন্টে গতকাল পর্যন্ত তাসকিন ৩ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। এর মধ্যে ১ ওভারেই নিয়েছিলেন ৩ উইকেট। ৪ ম্যাচে ২ পয়েন্টে পয়েন্ট তালিকার তিনে আছে বুলাওয়ে। অন্যদিকে জোবার্গ বাফালোজের মুশফিক ৩ ম্যাচে করেছেন ৮১ রান। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে তাঁর দল।
নিশ্চয়ই খেয়াল করেছেন, জিম আফ্রো টি-টেনে জার্সির সামনে থাকা পৃষ্ঠপোষকদের বিজ্ঞাপন ঢেকে খেলছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।
এটা তো জানাই, আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, জার্সির সামনে পৃষ্ঠপোষকদের নাম বড় করেই থাকে। পৃষ্ঠপোষকেরা চায় ব্যাপক প্রচার ৷ তাদের নাম কিংবা পণ্যের ব্যাপক ব্র্যান্ডিং ৷ এটি তাই কোনো ক্রিকেটারের পক্ষে ঢেকে রাখা কঠিন৷ তবে মুশফিক-তাসকিনের পক্ষে এটি কঠিন হচ্ছে না ৷ প্রথমবার শুরু হওয়া জিম আফ্রো টি-টেনে মুশফিক খেলছেন জোবার্গ বাফালোজের হয়ে আর বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলছেন তাসকিন। আর এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে ডব্লুবি উইন বাজ।
সব দলের জার্সিতে লোগোসহ রয়েছে এই কোম্পানির বিজ্ঞাপন। এই টুর্নামেন্টে বেশিরভাগ টাকার জোগান মূলত স্পনসর কোম্পানি থেকেই আসে। ডব্লুবি উইন বাজ একটি বেটিং বা জুয়া কোম্পানি। মূলত দুটি কারণে মুশফিক, তাসকিন জার্সির সামনে স্পনসরের অংশটুকু ঢেকে খেলছেন। ধর্মীয় দৃষ্টিভঙ্গি, ইসলাম ধর্মে জুয়া যেহেতু নিষিদ্ধ ৷ বাংলাদেশের প্রেক্ষাপটেও জুয়া আইনগত নিষিদ্ধ।
যেহেতু পৃষ্ঠপোষকদের লোগো, প্রচারে ব্যাঘাত না ঘটা মানে তাদের আর্থিক ক্ষতিও ৷ নিশ্চয়ই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কিংবা তাদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক ও তাসকিন। বাংলাদেশি দুই ক্রিকেটারের ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তকে যে জিম আফ্রো টি-টেন কর্তৃপক্ষ সম্মান জানিয়েছে, সে তো দেখাই যাচ্ছে।
টুর্নামেন্টে গতকাল পর্যন্ত তাসকিন ৩ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। এর মধ্যে ১ ওভারেই নিয়েছিলেন ৩ উইকেট। ৪ ম্যাচে ২ পয়েন্টে পয়েন্ট তালিকার তিনে আছে বুলাওয়ে। অন্যদিকে জোবার্গ বাফালোজের মুশফিক ৩ ম্যাচে করেছেন ৮১ রান। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে তাঁর দল।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৪১ মিনিট আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
২ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
২ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৩ ঘণ্টা আগে