নিশ্চয়ই খেয়াল করেছেন, জিম আফ্রো টি-টেনে জার্সির সামনে থাকা পৃষ্ঠপোষকদের বিজ্ঞাপন ঢেকে খেলছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।
এটা তো জানাই, আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, জার্সির সামনে পৃষ্ঠপোষকদের নাম বড় করেই থাকে। পৃষ্ঠপোষকেরা চায় ব্যাপক প্রচার ৷ তাদের নাম কিংবা পণ্যের ব্যাপক ব্র্যান্ডিং ৷ এটি তাই কোনো ক্রিকেটারের পক্ষে ঢেকে রাখা কঠিন৷ তবে মুশফিক-তাসকিনের পক্ষে এটি কঠিন হচ্ছে না ৷ প্রথমবার শুরু হওয়া জিম আফ্রো টি-টেনে মুশফিক খেলছেন জোবার্গ বাফালোজের হয়ে আর বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলছেন তাসকিন। আর এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে ডব্লুবি উইন বাজ।
সব দলের জার্সিতে লোগোসহ রয়েছে এই কোম্পানির বিজ্ঞাপন। এই টুর্নামেন্টে বেশিরভাগ টাকার জোগান মূলত স্পনসর কোম্পানি থেকেই আসে। ডব্লুবি উইন বাজ একটি বেটিং বা জুয়া কোম্পানি। মূলত দুটি কারণে মুশফিক, তাসকিন জার্সির সামনে স্পনসরের অংশটুকু ঢেকে খেলছেন। ধর্মীয় দৃষ্টিভঙ্গি, ইসলাম ধর্মে জুয়া যেহেতু নিষিদ্ধ ৷ বাংলাদেশের প্রেক্ষাপটেও জুয়া আইনগত নিষিদ্ধ।
যেহেতু পৃষ্ঠপোষকদের লোগো, প্রচারে ব্যাঘাত না ঘটা মানে তাদের আর্থিক ক্ষতিও ৷ নিশ্চয়ই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কিংবা তাদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক ও তাসকিন। বাংলাদেশি দুই ক্রিকেটারের ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তকে যে জিম আফ্রো টি-টেন কর্তৃপক্ষ সম্মান জানিয়েছে, সে তো দেখাই যাচ্ছে।
টুর্নামেন্টে গতকাল পর্যন্ত তাসকিন ৩ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। এর মধ্যে ১ ওভারেই নিয়েছিলেন ৩ উইকেট। ৪ ম্যাচে ২ পয়েন্টে পয়েন্ট তালিকার তিনে আছে বুলাওয়ে। অন্যদিকে জোবার্গ বাফালোজের মুশফিক ৩ ম্যাচে করেছেন ৮১ রান। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে তাঁর দল।
নিশ্চয়ই খেয়াল করেছেন, জিম আফ্রো টি-টেনে জার্সির সামনে থাকা পৃষ্ঠপোষকদের বিজ্ঞাপন ঢেকে খেলছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ।
এটা তো জানাই, আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, জার্সির সামনে পৃষ্ঠপোষকদের নাম বড় করেই থাকে। পৃষ্ঠপোষকেরা চায় ব্যাপক প্রচার ৷ তাদের নাম কিংবা পণ্যের ব্যাপক ব্র্যান্ডিং ৷ এটি তাই কোনো ক্রিকেটারের পক্ষে ঢেকে রাখা কঠিন৷ তবে মুশফিক-তাসকিনের পক্ষে এটি কঠিন হচ্ছে না ৷ প্রথমবার শুরু হওয়া জিম আফ্রো টি-টেনে মুশফিক খেলছেন জোবার্গ বাফালোজের হয়ে আর বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলছেন তাসকিন। আর এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে ডব্লুবি উইন বাজ।
সব দলের জার্সিতে লোগোসহ রয়েছে এই কোম্পানির বিজ্ঞাপন। এই টুর্নামেন্টে বেশিরভাগ টাকার জোগান মূলত স্পনসর কোম্পানি থেকেই আসে। ডব্লুবি উইন বাজ একটি বেটিং বা জুয়া কোম্পানি। মূলত দুটি কারণে মুশফিক, তাসকিন জার্সির সামনে স্পনসরের অংশটুকু ঢেকে খেলছেন। ধর্মীয় দৃষ্টিভঙ্গি, ইসলাম ধর্মে জুয়া যেহেতু নিষিদ্ধ ৷ বাংলাদেশের প্রেক্ষাপটেও জুয়া আইনগত নিষিদ্ধ।
যেহেতু পৃষ্ঠপোষকদের লোগো, প্রচারে ব্যাঘাত না ঘটা মানে তাদের আর্থিক ক্ষতিও ৷ নিশ্চয়ই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কিংবা তাদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক ও তাসকিন। বাংলাদেশি দুই ক্রিকেটারের ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তকে যে জিম আফ্রো টি-টেন কর্তৃপক্ষ সম্মান জানিয়েছে, সে তো দেখাই যাচ্ছে।
টুর্নামেন্টে গতকাল পর্যন্ত তাসকিন ৩ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। এর মধ্যে ১ ওভারেই নিয়েছিলেন ৩ উইকেট। ৪ ম্যাচে ২ পয়েন্টে পয়েন্ট তালিকার তিনে আছে বুলাওয়ে। অন্যদিকে জোবার্গ বাফালোজের মুশফিক ৩ ম্যাচে করেছেন ৮১ রান। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে তাঁর দল।
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
৭ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৯ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
৯ ঘণ্টা আগে