Ajker Patrika

মুশফিক-তাসকিনের জার্সির স্পনসর কেন ঢাকা 

মুশফিক-তাসকিনের জার্সির স্পনসর কেন ঢাকা 

নিশ্চয়ই খেয়াল করেছেন, জিম আফ্রো টি-টেনে জার্সির সামনে থাকা পৃষ্ঠপোষকদের বিজ্ঞাপন ঢেকে খেলছেন মুশফিকুর রহিম ও তাসকিন আহমেদ। 

এটা তো জানাই, আন্তর্জাতিক ক্রিকেট হোক বা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট, জার্সির সামনে পৃষ্ঠপোষকদের নাম বড় করেই থাকে। পৃষ্ঠপোষকেরা চায় ব্যাপক প্রচার ৷ তাদের নাম কিংবা পণ্যের ব্যাপক ব্র্যান্ডিং ৷ এটি তাই কোনো ক্রিকেটারের পক্ষে ঢেকে রাখা কঠিন৷ তবে মুশফিক-তাসকিনের পক্ষে এটি কঠিন হচ্ছে না ৷ প্রথমবার শুরু হওয়া জিম আফ্রো টি-টেনে মুশফিক খেলছেন জোবার্গ বাফালোজের হয়ে আর বুলাওয়ে ব্রেভসের হয়ে খেলছেন তাসকিন। আর এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক হচ্ছে ডব্লুবি উইন বাজ।

সব দলের জার্সিতে লোগোসহ রয়েছে এই কোম্পানির বিজ্ঞাপন। এই টুর্নামেন্টে বেশিরভাগ টাকার জোগান মূলত স্পনসর কোম্পানি থেকেই আসে। ডব্লুবি উইন বাজ একটি বেটিং বা জুয়া কোম্পানি। মূলত দুটি কারণে মুশফিক, তাসকিন জার্সির সামনে স্পনসরের অংশটুকু ঢেকে খেলছেন। ধর্মীয় দৃষ্টিভঙ্গি, ইসলাম ধর্মে জুয়া যেহেতু নিষিদ্ধ ৷ বাংলাদেশের প্রেক্ষাপটেও জুয়া আইনগত নিষিদ্ধ। 

যেহেতু পৃষ্ঠপোষকদের লোগো, প্রচারে ব্যাঘাত না ঘটা মানে তাদের আর্থিক ক্ষতিও ৷ নিশ্চয়ই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কিংবা তাদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নিয়েছেন মুশফিক ও তাসকিন। বাংলাদেশি দুই ক্রিকেটারের ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও সিদ্ধান্তকে যে জিম আফ্রো টি-টেন কর্তৃপক্ষ সম্মান জানিয়েছে, সে তো দেখাই যাচ্ছে। 
 
টুর্নামেন্টে গতকাল পর্যন্ত তাসকিন ৩ ম্যাচে নিয়েছেন ৫ উইকেট। এর মধ্যে ১ ওভারেই নিয়েছিলেন ৩ উইকেট। ৪ ম্যাচে ২ পয়েন্টে পয়েন্ট তালিকার তিনে আছে বুলাওয়ে। অন্যদিকে জোবার্গ বাফালোজের মুশফিক ৩ ম্যাচে করেছেন ৮১ রান। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার চারে তাঁর দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত