Ajker Patrika

তবু আফগানদের কঠিন মনে হচ্ছে তাসকিনের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৪ জুন ২০২৩, ১০: ৪৯
Thumbnail image

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে আজ দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট দল। তাসকিন আহমেদের এই টেস্টে খেলা নিয়ে রয়েছে অনিশ্চয়তা। তবে আফগানদের এই দলকে চ্যালেঞ্জিং মনে করছেন তাসকিন। 

আফগানিস্তানের ১৫ সদস্যের দলে নেই রশিদ খান ও নুর আহমাদের মতো তারকারা। পেসার-সমৃদ্ধ দল দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। তবু আফগানদের হালকাভাবে নিচ্ছেন না তিনি। আজ এক বোলিং ক্যাম্পের প্রোগ্রামে বাংলাদেশের এই পেসার বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটে আফগানিস্তান অনেক ভালো করছে। ওদের অনেক খেলোয়াড় বড় বড় লিগে ভালো করছে। তো আসলে চ্যালেঞ্জিং হবে। তো টেস্ট ক্রিকেটটা খেলতে পারলে আমরা ভালো করব বলে আশা করি।’ 

আইপিএল ও পিএসএলের পর এবার কাউন্টি ক্রিকেট থেকে আসা ইয়র্কশায়ারের প্রস্তাবেও ‘না’ করেছেন তাসকিন আহমেদ। এ সিদ্ধান্ত বিসিবির সঙ্গে আলোচনা করেই নেওয়ার কথা জানিয়েছেন এই পেসার। তবে দেশের হয়ে খেলা সৌভাগ্যের মনে করেন তাসকিন। বাংলাদেশের এই পেসার বলেছেন, ‘কাউন্টি ইয়র্কশায়ার থেকে ডাক এসেছিল। লম্বা মৌসুমের জন্য চেয়েছিল। কোচ ও ক্রিকেট বোর্ডের সঙ্গে আমার কথা হয়েছে। ওয়ার্কলোড ও সবকিছু বিবেচনা করে তাঁরা চিন্তা করলেন, আমাকে লঙ্গার ভার্সনের জন্য দিবে না। (জাতীয় দলের) খেলাগুলো ভালো করতে পারলে, সুস্থ থাকলে পরে আরও সুযোগ আসবে।’ 

বিসিবি অবশ্য জানিয়েছে, বিশ্বকাপের কথা ভেবেই তাসকিনকে কাউন্টি যেতে দেওয়া হচ্ছে না। তবে বিসিবির যত্নে সন্তুষ্ট তাসকিন বললেন, ‘যেহেতু ক্রিকেট বোর্ডও আমার প্রতি অনেক যত্ন করছে। দেশের জন্য ক্রিকেট খেলাও ভাগ্যের ব্যাপার। ক্রিকেটার হিসেবে খেলোয়াড় হিসেবে একটু সেফ করার চেষ্টা করছে। আলহামদুল্লিলাহ আমার জন্য গর্বের। খেলোয়াড় হিসেবে দেশের হয়ে সব ম্যাচ যেন খেলতে পারি। ভবিষ্যতে ফ্রি টাইমে যেন লিগেও খেলতে পারি।’ 

বারবার ফ্র্যাঞ্চাইজিদের ‘না’ করার ফলেও খারাপ লাগা কাজ করে তাসকিনের আক্ষেপের সুরেই বলেছেন, ‘খেলোয়াড় হিসেবে কে না লিগ খেলতে চায়। এটাও চিন্তা করতে হবে যে জাতীয় দলের কমিটমেন্টের সময় কীভাবে যাই। আমি যেহেতু তিন ফরম্যাটে খেলছি, আলহামদুল্লিলাহ ওই সময়ে কঠিন হয়। যখন ফ্রি টাইমে থাকে, তখন খেলতে যেতে না পারলে খারাপ লাগে।’ 

সামনে সুযোগ পাবেন বলে বিশ্বাস তাসকিনের, ‘আশা করছি, এই জন্য ভবিষ্যতে সুযোগ আসবে। কখনো কখনো খারাপও লাগে। খুব ভালো লাগে এটাও মনে হয়। দুর্ভাগা মনে হয় না। নিজের কিছু ব্যক্তিগত অর্জনের জন্য লিগগুলোও খেলতে চাই। আশা করি, ভবিষ্যতে ফাঁকা সময়ে খেলব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত