Ajker Patrika

মিরপুর টেস্টে তাসকিনকে নিয়ে অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মিরপুর টেস্টে তাসকিনকে নিয়ে অনিশ্চয়তা

পাঁজরের চোটে পড়ে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে খেলা হয়নি তাসকিন আহমেদের। আইরিশদের বিপক্ষে চেমসফোর্ডে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলেও ছিলেন না এই পেসার। 

তিন সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া শেষে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দলে তাসকিনকে রেখেছেন নির্বাচকেরা। তবে আফগানদের বিপক্ষে একমাত্র টেস্টে তাসকিনকে খেলানো হবে কি না, তা নিয়ে হচ্ছে আলোচনা। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ রায় চৌধুরী জানিয়েছেন, ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট প্রোগ্রাম (সফটওয়্যার) যে বার্তা দেবে, সেটার ওপর ভিত্তি করেই তাসকিনের খেলা-না খেলার ব্যাপারটি বোঝা যাবে। 

আজ মিরপুরে দেবাশীষ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘তাসকিনের ওয়ার্ক লোড ম্যানেজমেন্ট দেখা হচ্ছে, সর্বোত্তম ওয়ার্ক লোড যখন অর্জন করবে, তখনই খেলার যোগ্য বলে বিবেচিত হবে। ও (তাসকিন) যেহেতু অনেক দিন বোলিং করেনি, বোলিং না করলে ওয়ার্ক লোড আসবে না, একটা অনুকূল ওয়ার্ক লোড লেভেল ওর লাগবে।’ 

আফগানিস্তান টেস্টে তাসকিন কি তাহলে থাকছেন না? এ ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক বললেন, ‘এটা পুরোটাই সফটওয়্যার ভিত্তিক একটা প্রোগ্রাম, সফটওয়্যার বলে দেবে ও (তাসকিন) কোন জোনে আছে, ও যদি গ্রিন জোনে থাকে, খেলার জন্য নেওয়া হবে।’ 

সামনেই এশিয়া কাপ, নিউজিল্যান্ড সিরিজ এরপর বিশ্বকাপ, গুরুত্বপূর্ণ সব খেলাকে সামনে রেখে ঝুঁকি নিতে চান না তাসকিন। যার ফলে আইপিএলের এবার ইংলিশ কাউন্টি ক্রিকেটেও ‘না’ করেছেন দুর্দান্ত ফর্মে থাকা এই পেসার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত