নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পেস বোলারদের সবচেয়ে বড় শত্রু বলা হয় চোটকে। এর সঙ্গে লড়াই করে চলছেন তাসকিন আহমেদও। চোটের কারণেই ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি তাঁর। এদিকে চার মাস পর ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। তাসকিনও সেরে উঠছেন। হয়তো আফগানিস্তান সিরিজেই দেখা যেতে পারে এই পেসারকে।
বিশ্বকাপের কথা এলেই ২০১৯ বিশ্বকাপের আগে তাসকিনের সেই বিমূঢ় মুহূর্তের কথাও মনে পড়ার কথা। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠার ফলে বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তাসকিনের। তবে এবার বিশ্বকাপের আগে ওই রকম কিছু যেন না হয়, সেটাই চাওয়া তাঁর।
চোট কাটিয়ে বোলিংয়ে ফিরেছেন তাসকিন। ২০১৯ বিশ্বকাপে চোটে বাদ পড়ায় এখন বাড়তি সতর্ক কি না, এ ব্যাপারে মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘চোটের কারণে দলের বাইরে থাকার স্বাদটা কখনোই আনন্দদায়ক নয়। ক্রিকেটার হিসেবে খারাপ লাগে। ২০১৯ বিশ্বকাপে যখন বাদ পড়েছিলাম, ওই মুহূর্তটা খুব দুঃখজনক ছিল আমার জন্য।’
ওই ঘটনার ফলেই তাঁর ক্যারিয়ারের বাঁক বদল হয়েছে বললেন তাসকিন, ‘এখন বুঝতে পারি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তারপর নিজের কাজ, সূত্র, প্রক্রিয়া কিছুটা পরিবর্তন হয়েছে। যা আমার জন্য ক্রিকেটার হিসেবে খুব গুরুত্বপূর্ণ। এখন আল্লাহর রহমতে অনেক ভালো প্রসেসে আছি। এটাই একটা আত্মবিশ্বাস থাকে, নিজের শতভাগ দিচ্ছি প্রসেসের ক্ষেত্রে। তাই ভালো কিছু হবে আশা করছি।’
একজন ফাস্ট বোলারের সতর্কতা অবলম্বনের পন্থাও বেশ জানা নেই তাসকিনের। বল হাতে মাঠে নামলেই দেশের জন্য সব নিংড়ে দেওয়াই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। তাসকিন বললেন, ‘আরেকটা জিনিস যেটা, গা বাঁচিয়ে খেলা আমার জন্য সম্ভব নয়। বল হাতে নিয়ে খেলতে নামলে এটা মাথায় থাকেই না যে কীভাবে নিরাপদে খেলা যায়। আরও তো আমি ফাস্ট বোলার। লাল-সবুজের হয়ে খেলাটা অনেক গর্বের একটা ব্যাপার। শুধু এটা না, ক্রিকেটটাই আসল। তো যখন খেলতে নামি, মাথায় এটা থাকে না সামনে বড় ইভেন্ট আছে না কী আছে। আল্লাহ যাতে সুস্থ রাখেন, এটাই সব সময় দোয়া করি।’
তিন সংস্করণ খেলায় কাজের চাপ বেড়ে যায় কি না? এর উত্তরে তাসকিন বলেছেন, ‘না না না! বাড়লেও...আরও তো অনেক ফাস্ট বোলাররা খেলে। হয়তো আমিই ঠিক নই। আমার আরও ফিট হওয়া দরকার।’
কোনো সংস্করণ থেকে বিরতিতেও যাওয়ার পরিকল্পনা নেই তাসকিনের, যদি না চায় বিসিবি, ‘আমার নিজের তো ইচ্ছা ৩৬৫ দিনই বোলিং করতে। কিন্তু শরীর তো পারে না। বোর্ড সিদ্ধান্ত নেবে। আপনারা দোয়া করেন যেন সুস্থ থাকি।’
পেস বোলারদের সবচেয়ে বড় শত্রু বলা হয় চোটকে। এর সঙ্গে লড়াই করে চলছেন তাসকিন আহমেদও। চোটের কারণেই ইংল্যান্ডের চেমসফোর্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলা হয়নি তাঁর। এদিকে চার মাস পর ভারতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। তাসকিনও সেরে উঠছেন। হয়তো আফগানিস্তান সিরিজেই দেখা যেতে পারে এই পেসারকে।
বিশ্বকাপের কথা এলেই ২০১৯ বিশ্বকাপের আগে তাসকিনের সেই বিমূঢ় মুহূর্তের কথাও মনে পড়ার কথা। চোট থেকে পুরোপুরি সেরে না ওঠার ফলে বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা হয়নি তাসকিনের। তবে এবার বিশ্বকাপের আগে ওই রকম কিছু যেন না হয়, সেটাই চাওয়া তাঁর।
চোট কাটিয়ে বোলিংয়ে ফিরেছেন তাসকিন। ২০১৯ বিশ্বকাপে চোটে বাদ পড়ায় এখন বাড়তি সতর্ক কি না, এ ব্যাপারে মিরপুরে সাংবাদিকদের তিনি বলেন, ‘চোটের কারণে দলের বাইরে থাকার স্বাদটা কখনোই আনন্দদায়ক নয়। ক্রিকেটার হিসেবে খারাপ লাগে। ২০১৯ বিশ্বকাপে যখন বাদ পড়েছিলাম, ওই মুহূর্তটা খুব দুঃখজনক ছিল আমার জন্য।’
ওই ঘটনার ফলেই তাঁর ক্যারিয়ারের বাঁক বদল হয়েছে বললেন তাসকিন, ‘এখন বুঝতে পারি, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। তারপর নিজের কাজ, সূত্র, প্রক্রিয়া কিছুটা পরিবর্তন হয়েছে। যা আমার জন্য ক্রিকেটার হিসেবে খুব গুরুত্বপূর্ণ। এখন আল্লাহর রহমতে অনেক ভালো প্রসেসে আছি। এটাই একটা আত্মবিশ্বাস থাকে, নিজের শতভাগ দিচ্ছি প্রসেসের ক্ষেত্রে। তাই ভালো কিছু হবে আশা করছি।’
একজন ফাস্ট বোলারের সতর্কতা অবলম্বনের পন্থাও বেশ জানা নেই তাসকিনের। বল হাতে মাঠে নামলেই দেশের জন্য সব নিংড়ে দেওয়াই প্রধান লক্ষ্য হয়ে দাঁড়ায়। তাসকিন বললেন, ‘আরেকটা জিনিস যেটা, গা বাঁচিয়ে খেলা আমার জন্য সম্ভব নয়। বল হাতে নিয়ে খেলতে নামলে এটা মাথায় থাকেই না যে কীভাবে নিরাপদে খেলা যায়। আরও তো আমি ফাস্ট বোলার। লাল-সবুজের হয়ে খেলাটা অনেক গর্বের একটা ব্যাপার। শুধু এটা না, ক্রিকেটটাই আসল। তো যখন খেলতে নামি, মাথায় এটা থাকে না সামনে বড় ইভেন্ট আছে না কী আছে। আল্লাহ যাতে সুস্থ রাখেন, এটাই সব সময় দোয়া করি।’
তিন সংস্করণ খেলায় কাজের চাপ বেড়ে যায় কি না? এর উত্তরে তাসকিন বলেছেন, ‘না না না! বাড়লেও...আরও তো অনেক ফাস্ট বোলাররা খেলে। হয়তো আমিই ঠিক নই। আমার আরও ফিট হওয়া দরকার।’
কোনো সংস্করণ থেকে বিরতিতেও যাওয়ার পরিকল্পনা নেই তাসকিনের, যদি না চায় বিসিবি, ‘আমার নিজের তো ইচ্ছা ৩৬৫ দিনই বোলিং করতে। কিন্তু শরীর তো পারে না। বোর্ড সিদ্ধান্ত নেবে। আপনারা দোয়া করেন যেন সুস্থ থাকি।’
কদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন লুইস দিয়াজ। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। অ্যানফিল্ড থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন তিনি। চার বছরের জন্য কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।
৪ ঘণ্টা আগেসাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন ব্রেন্ডন টেলর। তাই এই টেস্টে সবার নজর ছিল তাঁর দিকে। তবে তাঁকে বাইরে রেখে টেস্টের একাদশ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। তবু বুলাওয়ে টেস্টে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে ১৪৯ ওভারে অলআউট হয়েছে তারা।
৫ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রাউন্ড রবিন লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেনি ভারত। দারুণ ব্যাপার হলো, সেমিফাইনালেও প্রতিপক্ষে হিসেবে নিজেদের পেয়েছে তারা। আগামীকাল বার্মিংহামে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার কথা ছিল ভারত-পাকিস্তানের। সে পর্যন্ত আর যেতে হয়নি, ভারত এবারও পাকিস্তানের বিপক্ষে খেল
৬ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের
৭ ঘণ্টা আগে