সিনেমা ও প্রেম নিয়ে উচ্ছ্বসিত
গত তিন বছরে রাকুল প্রীতের ৭টি সিনেমা জমেছে। এগুলো মুক্তি পাবে চলতি বছরই। এর মধ্যে একটি সিনেমা তামিলের, বাকি ছয়টি বলিউডের। সিনেমাগুলো হলো ‘আয়ালান’, ‘অ্যাটাক’, ‘রানওয়ে ৩৪’, ‘থ্যাংক গড’, ‘ডক্টর জি’, ‘মিশন সিনডারেলা’ ও ‘ছত্রিওয়ালি’। কাজেই, বলিউডে রাকুলের এই বছরটা বেশ ভালো যাওয়ার কথা।