তামিল রোম্যান্টিক কমেডি সিনেমা ‘লাভ টুডে’ বক্স অফিস কাঁপানোর আভাস দিচ্ছে। শুক্রবার চলচ্চিত্রটির শুরুটা বেশ ভালো ছিল, শনিবারই আয় বেড়ে যায় ৭০ শতাংশ। মুক্তির প্রথম চার দিনেই সাড়ে ১৩ কোটি রুপি আয় করেছে লাভ টুডে।
এক যুগল তাদের ব্যক্তিগত ফোন একজন আরেকজনের সঙ্গে বিনিময় করে। এরপর জীবনে ঘটতে থাকে নানা ঘটনা, যা একটা সময়ে তাদের জীবনকে দুর্বিষহ করে ফেলে। এমন একটি ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে তামিল রোম্যান্টিক কমেডি চলচ্চিত্র ‘লাভ টুডে’।
এজিএস এন্টারটেইনমেন্টের ব্যানারে চলচ্চিত্রটি পরিচালনা এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রদীপ রঙ্গনাথন। এতে আরও অভিনয় করেছেন তামিল ও মালয়লাম অভিনেত্রী ইভানা ও রভীনা রবি।
পরিচালক প্রদীপের মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল বক্স অফিস কাঁপানো সুপার হিট ‘কোমালি’ (২০১৯)। শুধু তামিলনাড়ুতেই এটি ৪০ কোটি রুপি আয় করে। ‘লাভ টুডে’ তাঁর দ্বিতীয় ছবি। আগামী সপ্তাহে শেষে বোঝা যাবে প্রদীপ তাঁর আগের রেকর্ড ভাঙতে পারবেন কি না।
সপ্তাহ শেষে ছবিটির মোট সংগ্রহের পরিমাণ ১৩ কোটি ৫০ লাখ রুপি। এর মধ্যে শুধু তামিলনাড়ু থেকেই এসেছে আনুমানিক ১২ কোটি ৭০ লাখ রুপি এবং কর্ণাটক থেকে ৪০ লাখ রুপি। সপ্তাহ শেষে কর্ণাটকে এর আয় ব্যাপক বৃদ্ধি পায়—শুক্রবারের তুলনায় রোববারে সংগ্রহ ছিল প্রায় ছয় গুণ বেশি।
তামিল রোম্যান্টিক কমেডি সিনেমা ‘লাভ টুডে’ বক্স অফিস কাঁপানোর আভাস দিচ্ছে। শুক্রবার চলচ্চিত্রটির শুরুটা বেশ ভালো ছিল, শনিবারই আয় বেড়ে যায় ৭০ শতাংশ। মুক্তির প্রথম চার দিনেই সাড়ে ১৩ কোটি রুপি আয় করেছে লাভ টুডে।
এক যুগল তাদের ব্যক্তিগত ফোন একজন আরেকজনের সঙ্গে বিনিময় করে। এরপর জীবনে ঘটতে থাকে নানা ঘটনা, যা একটা সময়ে তাদের জীবনকে দুর্বিষহ করে ফেলে। এমন একটি ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে তামিল রোম্যান্টিক কমেডি চলচ্চিত্র ‘লাভ টুডে’।
এজিএস এন্টারটেইনমেন্টের ব্যানারে চলচ্চিত্রটি পরিচালনা এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রদীপ রঙ্গনাথন। এতে আরও অভিনয় করেছেন তামিল ও মালয়লাম অভিনেত্রী ইভানা ও রভীনা রবি।
পরিচালক প্রদীপের মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল বক্স অফিস কাঁপানো সুপার হিট ‘কোমালি’ (২০১৯)। শুধু তামিলনাড়ুতেই এটি ৪০ কোটি রুপি আয় করে। ‘লাভ টুডে’ তাঁর দ্বিতীয় ছবি। আগামী সপ্তাহে শেষে বোঝা যাবে প্রদীপ তাঁর আগের রেকর্ড ভাঙতে পারবেন কি না।
সপ্তাহ শেষে ছবিটির মোট সংগ্রহের পরিমাণ ১৩ কোটি ৫০ লাখ রুপি। এর মধ্যে শুধু তামিলনাড়ু থেকেই এসেছে আনুমানিক ১২ কোটি ৭০ লাখ রুপি এবং কর্ণাটক থেকে ৪০ লাখ রুপি। সপ্তাহ শেষে কর্ণাটকে এর আয় ব্যাপক বৃদ্ধি পায়—শুক্রবারের তুলনায় রোববারে সংগ্রহ ছিল প্রায় ছয় গুণ বেশি।
চন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
৩৯ মিনিট আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
১ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
৫ ঘণ্টা আগেগুজব রটে, ‘কিং’ সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন শাহরুখ। চিকিৎসার জন্য তাঁকে যুক্তরাষ্ট্রে পাঠানো হয়েছে, এমন খবরও আসে। তবে ভিন্ন তথ্য উঠেছে এসেছে এনডিটিভির এক প্রতিবেদনে।
৬ ঘণ্টা আগে