তামিল রোম্যান্টিক কমেডি সিনেমা ‘লাভ টুডে’ বক্স অফিস কাঁপানোর আভাস দিচ্ছে। শুক্রবার চলচ্চিত্রটির শুরুটা বেশ ভালো ছিল, শনিবারই আয় বেড়ে যায় ৭০ শতাংশ। মুক্তির প্রথম চার দিনেই সাড়ে ১৩ কোটি রুপি আয় করেছে লাভ টুডে।
এক যুগল তাদের ব্যক্তিগত ফোন একজন আরেকজনের সঙ্গে বিনিময় করে। এরপর জীবনে ঘটতে থাকে নানা ঘটনা, যা একটা সময়ে তাদের জীবনকে দুর্বিষহ করে ফেলে। এমন একটি ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে তামিল রোম্যান্টিক কমেডি চলচ্চিত্র ‘লাভ টুডে’।
এজিএস এন্টারটেইনমেন্টের ব্যানারে চলচ্চিত্রটি পরিচালনা এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রদীপ রঙ্গনাথন। এতে আরও অভিনয় করেছেন তামিল ও মালয়লাম অভিনেত্রী ইভানা ও রভীনা রবি।
পরিচালক প্রদীপের মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল বক্স অফিস কাঁপানো সুপার হিট ‘কোমালি’ (২০১৯)। শুধু তামিলনাড়ুতেই এটি ৪০ কোটি রুপি আয় করে। ‘লাভ টুডে’ তাঁর দ্বিতীয় ছবি। আগামী সপ্তাহে শেষে বোঝা যাবে প্রদীপ তাঁর আগের রেকর্ড ভাঙতে পারবেন কি না।
সপ্তাহ শেষে ছবিটির মোট সংগ্রহের পরিমাণ ১৩ কোটি ৫০ লাখ রুপি। এর মধ্যে শুধু তামিলনাড়ু থেকেই এসেছে আনুমানিক ১২ কোটি ৭০ লাখ রুপি এবং কর্ণাটক থেকে ৪০ লাখ রুপি। সপ্তাহ শেষে কর্ণাটকে এর আয় ব্যাপক বৃদ্ধি পায়—শুক্রবারের তুলনায় রোববারে সংগ্রহ ছিল প্রায় ছয় গুণ বেশি।
তামিল রোম্যান্টিক কমেডি সিনেমা ‘লাভ টুডে’ বক্স অফিস কাঁপানোর আভাস দিচ্ছে। শুক্রবার চলচ্চিত্রটির শুরুটা বেশ ভালো ছিল, শনিবারই আয় বেড়ে যায় ৭০ শতাংশ। মুক্তির প্রথম চার দিনেই সাড়ে ১৩ কোটি রুপি আয় করেছে লাভ টুডে।
এক যুগল তাদের ব্যক্তিগত ফোন একজন আরেকজনের সঙ্গে বিনিময় করে। এরপর জীবনে ঘটতে থাকে নানা ঘটনা, যা একটা সময়ে তাদের জীবনকে দুর্বিষহ করে ফেলে। এমন একটি ঘটনাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে তামিল রোম্যান্টিক কমেডি চলচ্চিত্র ‘লাভ টুডে’।
এজিএস এন্টারটেইনমেন্টের ব্যানারে চলচ্চিত্রটি পরিচালনা এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন প্রদীপ রঙ্গনাথন। এতে আরও অভিনয় করেছেন তামিল ও মালয়লাম অভিনেত্রী ইভানা ও রভীনা রবি।
পরিচালক প্রদীপের মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ছিল বক্স অফিস কাঁপানো সুপার হিট ‘কোমালি’ (২০১৯)। শুধু তামিলনাড়ুতেই এটি ৪০ কোটি রুপি আয় করে। ‘লাভ টুডে’ তাঁর দ্বিতীয় ছবি। আগামী সপ্তাহে শেষে বোঝা যাবে প্রদীপ তাঁর আগের রেকর্ড ভাঙতে পারবেন কি না।
সপ্তাহ শেষে ছবিটির মোট সংগ্রহের পরিমাণ ১৩ কোটি ৫০ লাখ রুপি। এর মধ্যে শুধু তামিলনাড়ু থেকেই এসেছে আনুমানিক ১২ কোটি ৭০ লাখ রুপি এবং কর্ণাটক থেকে ৪০ লাখ রুপি। সপ্তাহ শেষে কর্ণাটকে এর আয় ব্যাপক বৃদ্ধি পায়—শুক্রবারের তুলনায় রোববারে সংগ্রহ ছিল প্রায় ছয় গুণ বেশি।
শাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
৮ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
৮ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
৯ ঘণ্টা আগে১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১ দিন আগে