তামিল পরিচালক অ্যাটলি কুমার-এর প্রথম হিন্দি ছবির শুটিং শুরু করলেন শাহরুখ খান। ‘থেরি’, ‘মার্সাল’, ‘বিগলি’র মতো ব্লকবাস্টার তামিল ছবির পরিচালক অ্যাটলি। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পুনেতে গত শনিবার থেকেই শুরু হয়েছে ‘জাওয়ান’ নামের এই ছবির শুটিং। শাহরুখের সঙ্গে শুটিংয়ে যোগ দিয়েছেন জনপ্রিয় দক্ষিণী নায়িকা নয়নতারা। ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন তিনি। আপাতত ১০ দিনের শুটিং শিডিউল ঠিক করা হয়েছে পুনেতে। এরপর সেখান থেকে মুম্বাই যাবেন বলিউড বাদশাহ। সেখানে দ্বিতীয় দফায় শুটিং শুরু হবে। অ্যাটলির এই ছবি হতে চলেছে পুরোদস্তুর বাণিজ্যিক।
প্রায় আড়াই বছর পর বলিউডে ফিরছেন ‘অন্য রকম’ শাহরুখ। রোমান্স কিং শাহরুখ এবার ভরসা রাখছেন অ্যাকশনে। ‘পাঠান’ ছবির পাশাপাশি এই ছবিতেও দর্শকের জন্য মূল আকর্ষণ হিসেবে থাকছে শাহরুখের অ্যাকশন। ছবিতে তাঁর ডাবল রোল। বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। ছবির মূল চরিত্রে শাহরুখকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর অফিসার হিসেবে দেখা যাবে বলে জানা গেছে।
শাহরুখ-নয়নতারা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুনীল গ্রোভারকে। কাস্টিংয়ে থাকছে আরও চমক। অ্যাটলি-শাহরুখের প্রথম ভেঞ্চারে কাজ করছেন ‘দঙ্গল’খ্যাত সানিয়া মালহোত্রাও। ‘লুডু’, ‘পাগলায়েট’-এর মতো একের পর এক ছবিতে কাজ করে এই মুহূর্তে বলিউডে নিজের জায়গা পাকা করেছেন সানিয়া। এ ছাড়া একটি মুখ্য চরিত্রে থাকছেন জনপ্রিয় দক্ষিণী নায়িকা প্রিয়ামণি। ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজে অভিনয় করে দক্ষিণী এই জনপ্রিয় অভিনেত্রী বলিউডেও সুনাম কুড়িয়েছেন। এর আগে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে একটি গানে শাহরুখের সঙ্গে নেচেছেন এই নায়িকা।
ছবিতে খলচরিত্রে দেখা যেতে পারে ‘বাহুবলি’খ্যাত দক্ষিণী নায়ক রানা দুগ্গুবাতিকে। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন মারাঠি অভিনেত্রী রাতুজা, তামিলের জনপ্রিয় কমেডিয়ান যোগি বাবু।
‘পাঠান’-এর শুটিংয়ের জন্য স্পেনে যাওয়ার আগে এই ছবির শুটিং শুরু করলেন শাহরুখ। পুনে ছাড়াও মুম্বাই ও দুবাইয়ের বেশ কিছু লোকেশনে হবে শুটিং। ছবির বাজেট প্রায় ২০০ কোটি রুপি। তবে কলাকুশলীরা সবাই মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু গোপন খবর আর গোপন থাকেনি যখন শুটিংয়ের কিছু স্টিল ফটো ভাইরাল হয়েছে।
তামিল পরিচালক অ্যাটলি কুমার-এর প্রথম হিন্দি ছবির শুটিং শুরু করলেন শাহরুখ খান। ‘থেরি’, ‘মার্সাল’, ‘বিগলি’র মতো ব্লকবাস্টার তামিল ছবির পরিচালক অ্যাটলি। ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পুনেতে গত শনিবার থেকেই শুরু হয়েছে ‘জাওয়ান’ নামের এই ছবির শুটিং। শাহরুখের সঙ্গে শুটিংয়ে যোগ দিয়েছেন জনপ্রিয় দক্ষিণী নায়িকা নয়নতারা। ছবিতে শাহরুখের বিপরীতে রয়েছেন তিনি। আপাতত ১০ দিনের শুটিং শিডিউল ঠিক করা হয়েছে পুনেতে। এরপর সেখান থেকে মুম্বাই যাবেন বলিউড বাদশাহ। সেখানে দ্বিতীয় দফায় শুটিং শুরু হবে। অ্যাটলির এই ছবি হতে চলেছে পুরোদস্তুর বাণিজ্যিক।
প্রায় আড়াই বছর পর বলিউডে ফিরছেন ‘অন্য রকম’ শাহরুখ। রোমান্স কিং শাহরুখ এবার ভরসা রাখছেন অ্যাকশনে। ‘পাঠান’ ছবির পাশাপাশি এই ছবিতেও দর্শকের জন্য মূল আকর্ষণ হিসেবে থাকছে শাহরুখের অ্যাকশন। ছবিতে তাঁর ডাবল রোল। বাবা ও ছেলের চরিত্রে অভিনয় করবেন শাহরুখ। ছবির মূল চরিত্রে শাহরুখকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর অফিসার হিসেবে দেখা যাবে বলে জানা গেছে।
শাহরুখ-নয়নতারা ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সুনীল গ্রোভারকে। কাস্টিংয়ে থাকছে আরও চমক। অ্যাটলি-শাহরুখের প্রথম ভেঞ্চারে কাজ করছেন ‘দঙ্গল’খ্যাত সানিয়া মালহোত্রাও। ‘লুডু’, ‘পাগলায়েট’-এর মতো একের পর এক ছবিতে কাজ করে এই মুহূর্তে বলিউডে নিজের জায়গা পাকা করেছেন সানিয়া। এ ছাড়া একটি মুখ্য চরিত্রে থাকছেন জনপ্রিয় দক্ষিণী নায়িকা প্রিয়ামণি। ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজে অভিনয় করে দক্ষিণী এই জনপ্রিয় অভিনেত্রী বলিউডেও সুনাম কুড়িয়েছেন। এর আগে ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবিতে একটি গানে শাহরুখের সঙ্গে নেচেছেন এই নায়িকা।
ছবিতে খলচরিত্রে দেখা যেতে পারে ‘বাহুবলি’খ্যাত দক্ষিণী নায়ক রানা দুগ্গুবাতিকে। অন্যান্য চরিত্রে অভিনয় করবেন মারাঠি অভিনেত্রী রাতুজা, তামিলের জনপ্রিয় কমেডিয়ান যোগি বাবু।
‘পাঠান’-এর শুটিংয়ের জন্য স্পেনে যাওয়ার আগে এই ছবির শুটিং শুরু করলেন শাহরুখ। পুনে ছাড়াও মুম্বাই ও দুবাইয়ের বেশ কিছু লোকেশনে হবে শুটিং। ছবির বাজেট প্রায় ২০০ কোটি রুপি। তবে কলাকুশলীরা সবাই মুখে কুলুপ এঁটেছেন। কিন্তু গোপন খবর আর গোপন থাকেনি যখন শুটিংয়ের কিছু স্টিল ফটো ভাইরাল হয়েছে।
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
১ ঘণ্টা আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
৪ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
৫ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
৮ ঘণ্টা আগে