ভারত থেকে তামিল ছবি ‘কুরাঙ্গাল’ মনোনীত হয়েছে ২০২২ সালের অস্কার প্রতিযোগিতার জন্য। অস্কারের মঞ্চে আগামী বছর ভারতের প্রতিনিধিত্ব করবে ছবিটি। ২০২২ সালের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ৯৪তম অস্কার পুরস্কার। ১৪টি হিন্দিসহ বিভিন্ন আঞ্চলিক ভাষার ছবির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবার পর মনোনয়নের জন্য বাছাই পর্বে ছিল পাঁচটি হিন্দি ছবি। এই ছবিগুলির মধ্যে ‘শেরশাহ’, ‘কাগজ’, ‘তুফান’, ‘সর্দার উধাম’, ‘শেরনি’ ছিল। তামিল ভাষায় ‘কুরাঙ্গাল’ শব্দের ইংরেজি অর্থ প্যাবলস অর্থাৎ নুড়ি পাথর। ছবিটির পরিচালক পি এস বিনোথরাজ। এটিই তাঁর প্রথম পরিচালিত ছবি। ছবির প্রযোজক চিত্রনায়িকা নয়নতারা। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ছবিটি। পরিচালক নিজের পরিবারের কাহিনি থেকেই লিখেছেন ছবির গল্প।
এক বাবা-ছেলের গল্প নিয়ে ‘কুরাঙ্গাল’। ছেলেটির মা স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেছেন বাপের বাড়ি। সেখান থেকে মাকে ফিরিয়ে আনতে পথচলা শুরু করে বাবা-ছেলে। রোদে পুড়ে বাবা-ছেলের পথচলা রুক্ষ রাস্তা দিয়ে, মাকে নিয়ে বাড়ি ফেরার গল্পই দেখানো হয়েছে ছবিতে। ইতিমধ্যে সমালোচকদের মন কেড়েছে ছবিটি। ‘এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড ২০২১’-এর জন্য মনোনীত হয়েছে ‘কুরাঙ্গাল’।
নয়টি আঞ্চলিক ভাষার ছবির মধ্যে তামিল, মারাঠি, অসমিয়া, গুজরাটি, মালায়ালাম, গোজরি ছবি থাকলেও ছিল না কোনো বাংলা ছবি। বাছাইপর্বে বাংলার কোনো ছবি ছিল না কেন, এই প্রশ্নের উত্তরে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ফিরাতুল হাসান বলেছেন, ‘আমার মনে হয় বাংলার প্রযোজকদের মনে হয়েছে এবার করোনা আবহে সেরকম কোনো বাংলা ছবি নেই। তাছাড়া করোনার জন্য সিনেমা হলগুলো ছিল বন্ধ। তাই হয়তো ভালো ছবি মুক্তি পায়নি।’
অনেকেই হতাশ হয়ে বলছেন, ‘কলকাতা শহরটা সত্যজিৎ রায়ের শহর। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ছবিকে পৌঁছে দিয়েছিলেন সত্যজিৎ রায়। এ বছরটা সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী। তিনি একমাত্র ভারতীয়, যিনি অস্কার পেয়েছিলেন। তাঁর এই শহরেই ভারতীয় ছবির অস্কার বাছাইপর্ব শেষ হলো। কিন্তু কোনো বাংলা ছবি প্রতিযোগিতাতেই লড়েনি এটা হতাশার।’
ভারত থেকে তামিল ছবি ‘কুরাঙ্গাল’ মনোনীত হয়েছে ২০২২ সালের অস্কার প্রতিযোগিতার জন্য। অস্কারের মঞ্চে আগামী বছর ভারতের প্রতিনিধিত্ব করবে ছবিটি। ২০২২ সালের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ৯৪তম অস্কার পুরস্কার। ১৪টি হিন্দিসহ বিভিন্ন আঞ্চলিক ভাষার ছবির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবার পর মনোনয়নের জন্য বাছাই পর্বে ছিল পাঁচটি হিন্দি ছবি। এই ছবিগুলির মধ্যে ‘শেরশাহ’, ‘কাগজ’, ‘তুফান’, ‘সর্দার উধাম’, ‘শেরনি’ ছিল। তামিল ভাষায় ‘কুরাঙ্গাল’ শব্দের ইংরেজি অর্থ প্যাবলস অর্থাৎ নুড়ি পাথর। ছবিটির পরিচালক পি এস বিনোথরাজ। এটিই তাঁর প্রথম পরিচালিত ছবি। ছবির প্রযোজক চিত্রনায়িকা নয়নতারা। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ছবিটি। পরিচালক নিজের পরিবারের কাহিনি থেকেই লিখেছেন ছবির গল্প।
এক বাবা-ছেলের গল্প নিয়ে ‘কুরাঙ্গাল’। ছেলেটির মা স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেছেন বাপের বাড়ি। সেখান থেকে মাকে ফিরিয়ে আনতে পথচলা শুরু করে বাবা-ছেলে। রোদে পুড়ে বাবা-ছেলের পথচলা রুক্ষ রাস্তা দিয়ে, মাকে নিয়ে বাড়ি ফেরার গল্পই দেখানো হয়েছে ছবিতে। ইতিমধ্যে সমালোচকদের মন কেড়েছে ছবিটি। ‘এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড ২০২১’-এর জন্য মনোনীত হয়েছে ‘কুরাঙ্গাল’।
নয়টি আঞ্চলিক ভাষার ছবির মধ্যে তামিল, মারাঠি, অসমিয়া, গুজরাটি, মালায়ালাম, গোজরি ছবি থাকলেও ছিল না কোনো বাংলা ছবি। বাছাইপর্বে বাংলার কোনো ছবি ছিল না কেন, এই প্রশ্নের উত্তরে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ফিরাতুল হাসান বলেছেন, ‘আমার মনে হয় বাংলার প্রযোজকদের মনে হয়েছে এবার করোনা আবহে সেরকম কোনো বাংলা ছবি নেই। তাছাড়া করোনার জন্য সিনেমা হলগুলো ছিল বন্ধ। তাই হয়তো ভালো ছবি মুক্তি পায়নি।’
অনেকেই হতাশ হয়ে বলছেন, ‘কলকাতা শহরটা সত্যজিৎ রায়ের শহর। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ছবিকে পৌঁছে দিয়েছিলেন সত্যজিৎ রায়। এ বছরটা সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী। তিনি একমাত্র ভারতীয়, যিনি অস্কার পেয়েছিলেন। তাঁর এই শহরেই ভারতীয় ছবির অস্কার বাছাইপর্ব শেষ হলো। কিন্তু কোনো বাংলা ছবি প্রতিযোগিতাতেই লড়েনি এটা হতাশার।’
শাশ্বত চট্টোপাধ্যায় এখন শুধু বাংলার নন, বলিউডেও তাঁর ব্যস্ততা বেড়েছে। তবু বাংলাদেশের সিরিজে অভিনয়ের প্রস্তাব পেতেই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। বাংলাদেশে আসতে পারবেন, এটাই ছিল তাঁর প্রধান আগ্রহের বিষয়। সৈয়দ আহমেদ শাওকীর পরিচালনায় ‘গুলমোহর’ সিরিজের শুটিং করতে গত বছর ঢাকায় এসেছিলেন শাশ্বত।
১১ ঘণ্টা আগেবিশ্বের অন্যতম ধনী সংগীতশিল্পী সেলেনা গোমেজ। গত বছর বিলিয়নিয়ার হওয়ার গৌরব অর্জন করেন তিনি। সেই সেলেনাই নাকি হিমশিম খাচ্ছেন কর্মীদের বেতন দিতে। প্রতিষ্ঠান চালাতে তাঁর মা ব্যাংক থেকে বড় অঙ্কের ঋণ নিয়েছেন। ফোর্বসে এমন খবর প্রকাশের পর সমালোচনার মুখে পড়েছেন সেলেনা।
১২ ঘণ্টা আগেকিংবদন্তি নির্মাতা মৃণাল সেনের বায়োপিক বানিয়েছিলেন সৃজিত মুখার্জি। ‘পদাতিক’ নামের সিনেমাটিতে মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিভিন্ন চলচ্চিত্র উৎসব ঘুরে, প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার আসছে টিভির পর্দায়।
১২ ঘণ্টা আগে১৯৯৯ সালে যাত্রা শুরু নেমেসিস ব্যান্ডের। প্রতিষ্ঠার ছয় বছর পর ২০০৫ সালে প্রকাশ পেয়েছিল ব্যান্ডের প্রথম স্টুডিও অ্যালবাম ‘অন্বেষণ’। এরপর ২০১১ ও ২০১৭ সালে আসে ‘তৃতীয় যাত্রা’ ও ‘গণজোয়ার’ নামের আরও দুটি স্টুডিও অ্যালবাম। প্রতিটি অ্যালবামে ছিল ৬ বছরের গ্যাপ। তবে চতুর্থ অ্যালবাম প্রকাশ করতে আরও বেশি সময়
১ দিন আগে