ভারত থেকে তামিল ছবি ‘কুরাঙ্গাল’ মনোনীত হয়েছে ২০২২ সালের অস্কার প্রতিযোগিতার জন্য। অস্কারের মঞ্চে আগামী বছর ভারতের প্রতিনিধিত্ব করবে ছবিটি। ২০২২ সালের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ৯৪তম অস্কার পুরস্কার। ১৪টি হিন্দিসহ বিভিন্ন আঞ্চলিক ভাষার ছবির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবার পর মনোনয়নের জন্য বাছাই পর্বে ছিল পাঁচটি হিন্দি ছবি। এই ছবিগুলির মধ্যে ‘শেরশাহ’, ‘কাগজ’, ‘তুফান’, ‘সর্দার উধাম’, ‘শেরনি’ ছিল। তামিল ভাষায় ‘কুরাঙ্গাল’ শব্দের ইংরেজি অর্থ প্যাবলস অর্থাৎ নুড়ি পাথর। ছবিটির পরিচালক পি এস বিনোথরাজ। এটিই তাঁর প্রথম পরিচালিত ছবি। ছবির প্রযোজক চিত্রনায়িকা নয়নতারা। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ছবিটি। পরিচালক নিজের পরিবারের কাহিনি থেকেই লিখেছেন ছবির গল্প।
এক বাবা-ছেলের গল্প নিয়ে ‘কুরাঙ্গাল’। ছেলেটির মা স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেছেন বাপের বাড়ি। সেখান থেকে মাকে ফিরিয়ে আনতে পথচলা শুরু করে বাবা-ছেলে। রোদে পুড়ে বাবা-ছেলের পথচলা রুক্ষ রাস্তা দিয়ে, মাকে নিয়ে বাড়ি ফেরার গল্পই দেখানো হয়েছে ছবিতে। ইতিমধ্যে সমালোচকদের মন কেড়েছে ছবিটি। ‘এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড ২০২১’-এর জন্য মনোনীত হয়েছে ‘কুরাঙ্গাল’।
নয়টি আঞ্চলিক ভাষার ছবির মধ্যে তামিল, মারাঠি, অসমিয়া, গুজরাটি, মালায়ালাম, গোজরি ছবি থাকলেও ছিল না কোনো বাংলা ছবি। বাছাইপর্বে বাংলার কোনো ছবি ছিল না কেন, এই প্রশ্নের উত্তরে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ফিরাতুল হাসান বলেছেন, ‘আমার মনে হয় বাংলার প্রযোজকদের মনে হয়েছে এবার করোনা আবহে সেরকম কোনো বাংলা ছবি নেই। তাছাড়া করোনার জন্য সিনেমা হলগুলো ছিল বন্ধ। তাই হয়তো ভালো ছবি মুক্তি পায়নি।’
অনেকেই হতাশ হয়ে বলছেন, ‘কলকাতা শহরটা সত্যজিৎ রায়ের শহর। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ছবিকে পৌঁছে দিয়েছিলেন সত্যজিৎ রায়। এ বছরটা সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী। তিনি একমাত্র ভারতীয়, যিনি অস্কার পেয়েছিলেন। তাঁর এই শহরেই ভারতীয় ছবির অস্কার বাছাইপর্ব শেষ হলো। কিন্তু কোনো বাংলা ছবি প্রতিযোগিতাতেই লড়েনি এটা হতাশার।’
ভারত থেকে তামিল ছবি ‘কুরাঙ্গাল’ মনোনীত হয়েছে ২০২২ সালের অস্কার প্রতিযোগিতার জন্য। অস্কারের মঞ্চে আগামী বছর ভারতের প্রতিনিধিত্ব করবে ছবিটি। ২০২২ সালের মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ৯৪তম অস্কার পুরস্কার। ১৪টি হিন্দিসহ বিভিন্ন আঞ্চলিক ভাষার ছবির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবার পর মনোনয়নের জন্য বাছাই পর্বে ছিল পাঁচটি হিন্দি ছবি। এই ছবিগুলির মধ্যে ‘শেরশাহ’, ‘কাগজ’, ‘তুফান’, ‘সর্দার উধাম’, ‘শেরনি’ ছিল। তামিল ভাষায় ‘কুরাঙ্গাল’ শব্দের ইংরেজি অর্থ প্যাবলস অর্থাৎ নুড়ি পাথর। ছবিটির পরিচালক পি এস বিনোথরাজ। এটিই তাঁর প্রথম পরিচালিত ছবি। ছবির প্রযোজক চিত্রনায়িকা নয়নতারা। ২০২১ সালের ৪ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল ছবিটি। পরিচালক নিজের পরিবারের কাহিনি থেকেই লিখেছেন ছবির গল্প।
এক বাবা-ছেলের গল্প নিয়ে ‘কুরাঙ্গাল’। ছেলেটির মা স্বামীর অত্যাচার সহ্য করতে না পেরে চলে গেছেন বাপের বাড়ি। সেখান থেকে মাকে ফিরিয়ে আনতে পথচলা শুরু করে বাবা-ছেলে। রোদে পুড়ে বাবা-ছেলের পথচলা রুক্ষ রাস্তা দিয়ে, মাকে নিয়ে বাড়ি ফেরার গল্পই দেখানো হয়েছে ছবিতে। ইতিমধ্যে সমালোচকদের মন কেড়েছে ছবিটি। ‘এশিয়ান ফিল্ম অ্যাওয়ার্ড ২০২১’-এর জন্য মনোনীত হয়েছে ‘কুরাঙ্গাল’।
নয়টি আঞ্চলিক ভাষার ছবির মধ্যে তামিল, মারাঠি, অসমিয়া, গুজরাটি, মালায়ালাম, গোজরি ছবি থাকলেও ছিল না কোনো বাংলা ছবি। বাছাইপর্বে বাংলার কোনো ছবি ছিল না কেন, এই প্রশ্নের উত্তরে ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট ফিরাতুল হাসান বলেছেন, ‘আমার মনে হয় বাংলার প্রযোজকদের মনে হয়েছে এবার করোনা আবহে সেরকম কোনো বাংলা ছবি নেই। তাছাড়া করোনার জন্য সিনেমা হলগুলো ছিল বন্ধ। তাই হয়তো ভালো ছবি মুক্তি পায়নি।’
অনেকেই হতাশ হয়ে বলছেন, ‘কলকাতা শহরটা সত্যজিৎ রায়ের শহর। আন্তর্জাতিক মঞ্চে ভারতীয় ছবিকে পৌঁছে দিয়েছিলেন সত্যজিৎ রায়। এ বছরটা সত্যজিৎ রায়ের জন্মশতবার্ষিকী। তিনি একমাত্র ভারতীয়, যিনি অস্কার পেয়েছিলেন। তাঁর এই শহরেই ভারতীয় ছবির অস্কার বাছাইপর্ব শেষ হলো। কিন্তু কোনো বাংলা ছবি প্রতিযোগিতাতেই লড়েনি এটা হতাশার।’
ম্যানচেস্টারের প্রথম কনসার্টে জেমস ক্যামেরনের সঙ্গে কাজের কথা প্রকাশ করেন বিলি আইলিশ। যেহেতু জেমস ক্যামেরনের মতো বিশ্ববিখ্যাত নির্মাতার সঙ্গে প্রথম কাজ, বিলি আইলিশ তাই খবরটি ভক্তদের জানানোর জন্য উন্মুখ হয়ে ছিলেন।
১ ঘণ্টা আগেচন্দ্র বারোটের প্রথম পরিচালনা ডন। প্রথম সিনেমাতেই ইতিহাস সৃষ্টি করেন তিনি। সেলিম-জাভেদের চিত্রনাট্যে নির্মিত ডন অমিতাভ বচ্চনের ক্যারিয়ারের অন্যতম আলোচিত সিনেমা।
৪ ঘণ্টা আগেকোনালের সঙ্গে গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয় ডি রকস্টার। ময়না গানের ভিডিওতে মডেল হয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী এবং অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবন।
৫ ঘণ্টা আগেদুজন হাতে হাত ধরে ঢোকেন অনুষ্ঠানে। সারাক্ষণ তাঁরা একসঙ্গেই ছিলেন। সুস্মিতাকে মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে চাইছিলেন না সৃজিত। সুস্মিতার হাত ছেড়ে অন্য কোথাও যেতে দেখা যায়নি পরিচালককে।
৮ ঘণ্টা আগে